1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেগম জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে জল্পনা-কল্পনা

১৩ নভেম্বর ২০১০

খালেদা জিয়ার বাড়ি ছাড়ার নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে শুক্রবার মধ্যরাতে৷ তিনি শনিবার বাড়ি ছাড়ছেন বলে খবর পাওয়া গেলেও তাঁর প্রেস সচিব একে গুজব বলে উড়িয়ে দিয়েছেন৷ তবে তিনি দাবি করেন বাড়িটি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী৷

Bangladesh, Nationalist, Party, BNP, Chairperson, Khaleda, Zia Dhaka, বেগম, খালেদা, জিয়া, সেনানিবাস, বাড়ি
বেগম খালেদা জিয়া (ফাইল ছবি)ছবি: Mustafiz Mamun

খালেদা জিয়াকে ১ মাসের মধ্যে সেনানিবাসের বাড়ি ছাড়ার নির্দেশ দেয় হাইকোর্ট গত ১৩ই অক্টোবর৷ এই একমাস সময়সীমা উত্তীর্ণ হয়েছে শুক্রবার মধ্যরাতে৷ আর মধ্যরাত থেকেই খবর ছড়ায় খালেদা বাড়ি ছাড়ছেন৷ এজন্য ২৯ মিন্টো রোডে বিরোধী দলীয় নেত্রীর সরকারি বাড়িটিও প্রস্তুত রাখা হয়েছে৷ খালেদা জিয়া ওই বাড়িতে উঠতে পারেন৷ এমনকি বিভিন্ন পক্ষ থেকে খবর আসে খালেদা জিয়া তাঁর বাড়ির আসবাবপত্র আত্মীয়-স্বজনের বাসায় সরিয়ে নিচ্ছেন৷

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সংবাদ মাধ্যমকে জানান, খালেদা জিয়া বাড়ি ছেড়ে দিচ্ছেন এমন খবর গুজব ছাড়া কিছুই নয়৷ তবে সরকার আইনের তোয়াক্কা না করে খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করতে চাচ্ছে৷ তাঁর দাবি বাড়িটি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে৷ মারুফ কামাল খান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খালেদা জিয়া সেনানিবাসের বাসায়ই আছেন৷ এর আগে তিনি গুলশানের কার্যালয়ে গিয়েছিলেন ইউএনডিপি'র প্রশাসক হেলেন কিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে৷

খালেদা জিয়া বাড়ি ছাড়তে পারেন এমন খবরে মধ্যরাত থেকে সেনানিবাসের প্রবেশ পথ জাহাঙ্গীর গেটে বিএনপির নেতা-কর্মীরা ভিড় করেন৷ তবে তাদের কাউকে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি৷

এদিকে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ দাবি করেছেন, খালেদা বাড়ি না ছাড়লে আদালত অবমাননা হবে এটর্নি জেনারেলের এমন বক্তব্যই বরং আদালত অবমাননা৷ মওদুদের দাবি খালেদার বাড়ি ছাড়া না ছাড়ার বিষয়টি এখনো আদালতে বিচারাধীন৷ আর খালেদার আইনজীবী টিএইচ খান বলেছেন, খালেদাকে ৩০ দিনের মধ্যে বাড়ি ছাড়তে হবে এটি বেআইনি৷

ইজারা দলিলের মাধ্যমে ১৯৮১ সালের ১৩ই জুন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের ১৬৫ কাঠা জমির ওপর বাড়িটি দেয়া হয়৷ ২০০৯ সালের ২০শে এপ্রিল খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও ক্যন্টনমেন্ট অধিদপ্তর৷ পরে আরো দু'বার নোটিশ দেয়া হয়৷ খালেদা জিয়া ওই নোটিশকে হাইকোর্টে চ্যালেঞ্জ করলে আদালত তাঁর আবেদন খারিজ করে নোটিশ বৈধ ঘোষণা করে৷ ক্যন্টনমেন্টের বাড়ি ছাড়ারও নির্দেশ দেয় আদালত৷ খালেদা জিয়া এর বিরুদ্ধে আপিল করেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ