1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

বেগুন মার্কায় ভোট চাইছেন ইমরানের সমর্থক

৭ ফেব্রুয়ারি ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তানের নির্বাচনে প্রবল চাপের মুখে৷ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে পারেন নওয়াজ শরীফ৷ জাতিসংঘের মানবাধিকার সংগঠন অনিয়মের অভিযোগ করছে৷

বেগুন হাতে পিটিআই এর প্রার্থী আমির মুগল
দলের নিজস্ব প্রতীক ‘ক্রিকেট ব্যাট’ না পেয়ে বিভিন্ন শাকসবজি প্রতীকে নির্বাচনে লড়ছেন পিটিআই-এর প্রার্থীরাছবি: Farooq Naeem/AFP

নির্বাচনি প্রচারে হাতে আস্ত বেগুন নিয়ে ভোটারদের সমর্থন চাইছেন ইসলামাবাদের নির্দলীয় প্রার্থী আমির মুগল৷ আসলে তিনি জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক৷ তার তেহরিক-ই-ইনসাফ দল বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনে নিজস্ব ক্রিকেট ব্যাট মার্কায় ভোট চাইতে পারছে না৷ ফলে দলের প্রার্থী ও সমর্থকরা বাধ্য হয়ে নির্দলীয় প্রার্থী হিসেবে আসরে নেমেছেন৷ নির্বাচন কমিশনই তাদের শাকসবজির মতো বিভিন্ন চিহ্ন বরাদ্দ করে দিয়েছে৷ কিছু প্রার্থী সেগুলিকে ‘অপমানজনক' হিসেবে বর্ণনা করে ক্ষোভ প্রকাশ করেছেন৷ তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে ‘নিরপেক্ষ' প্রশাসনও তাদের ঠিকমতো নির্বাচনি প্রচার করতে দিচ্ছে না বলে অভিযোগ উঠছে৷

জাতিসংঘের মানবাধিকার সংগঠনও ইমরান খানের দলের সদস্যদের বিরুদ্ধে পাকিস্তানের কর্তৃপক্ষের ‘হয়রানির প্যাটার্ন' সম্পর্কে সতর্ক করে দিয়েছে৷ সংগঠনের শীর্ষ কর্মকর্তা পাকিস্তানে মুক্ত ও অবাধ নির্বাচনি প্রক্রিয়া নিশ্চিত করার আবেদন জানিয়েছেন৷ পাকিস্তানের কর্তৃপক্ষ অবশ্য যাবতীয় অনিয়মের অভিযোগ অস্বীকার করছে৷ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ করে নির্বাচনের উপর নজর রাখার সুযোগ করে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংগঠন পাকিস্তানের কর্তৃপক্ষের উদ্দেশ্যে ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে কোনো রকম বাধা সৃষ্টি না করার ডাক দিয়েছে৷

কিন্তু নির্বাচনের আগেই ইমরান খানের বিরুদ্ধে একাধিক কারাদণ্ডের রায় এবং তার দলের কার্যকলাপের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ বাধা নিয়ে নানা প্রশ্ন উঠছে৷ অতীতের মতোই পাকিস্তানের সামরিক বাহিনীর ইশারায় রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনার অভিযোগ শোনা যাচ্ছে৷ এককালে নওয়াজ শরীফকে কোণঠাসা করতে ইমরান খানকে মদত দেবার পর সেনা কর্মকর্তারা নাকি এবার সেই নওয়াজকেই চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান৷ পিপলস পার্টির বিলাওয়াল ভুট্টোও বেশ কিছু ভোট আদায় করতে পারেন৷ জনমত সমীক্ষা ও একাধিক পূর্বাভাস অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠতার অভাবে জোট সরকার গড়ার সম্ভাবনাই বেশি৷ তবে অনেক পর্যবেক্ষকের মতে, সামরিক বাহিনীর সম্মতি ছাড়া আগামী সরকারের পক্ষে দেশের একাধিক চ্যালেঞ্জ সামলে কার্যকাল সম্পূর্ণ করার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ৷ উল্লেখ্য, নওয়াজ শরীফও কোনো বার তার কার্যকাল শেষ করতে পারেন নি৷

এসবি/জেডএইচ (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ