1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেটিং মামলায় সাজা বাট, আসিফের, প্রতিক্রিয়া ক্রিকেট বিশ্বে

২ নভেম্বর ২০১১

আন্তর্জাতিক মহলে হৈচৈ ফেলে দেওয়া ক্রিকেট বেটিং মামলায় কারাবাসের সাজা হল পাকিস্তানের দুই প্রাক্তন ক্রিকেটার সালমান বাট আর মহম্মদ আসিফের৷ ব্রিটিশ আদালতের এই রায় এসেছে জুরিমণ্ডলীর প্রায় সতেরো ঘণ্টা বিচার বিবেচনার পর৷

Pakistani cricket player Mohammad Asif arrives from Doha, Qatar at Lahore airport on Thursday, Jan. 13, 2011 in Pakistan. International Cricket Council (ICC), reserved its ruling on spot fixing gambling scandal on Tuesday, delaying the fate of Pakistani cricketers Salman Butt, Mohammad Asif and Mohammad Amir until Feb. 5, 2011. (AP Photo/K.M.Chaudary)
মহম্মদ আসিফছবি: AP

লন্ডনের সাউথওয়াক ক্রাউন কোর্টে উঠেছিল ক্রিকেট বেটিং-এর মামলা৷ একটানা ১৬ ঘণ্টা ৫৬ মিনিট ধরে বিতর্ক চলার পর বিচারপতি কুক তাঁর রায়ে জানান, মোট বারোজন জুরিদের মধ্যে সালমান বাট এবং মহম্মদ আসিফকে দোষী সাব্যস্ত করার ভোটাভুটিতে ভোট পড়েছে, ১০-২৷ ফলে দু'জনেই ক্রিকেট বেটিং-এ জড়িত থাকার অপরাধে কারাবাসের সাজা পেয়েছেন৷ এই কারাবাস সাত বছরের হতে পারে বলে শোনা যাচ্ছে৷ এদিকে, এই একই মামলায় এবার উঠে এসেছে আরেক পাকিস্তানি বোলার মহম্মদ আমের-এর নাম৷ খেলা চলাকালীন অর্থের বিনিময়ে ইচ্ছাকৃতভাবে ‘নো-বল' করার কথা তিনি স্বীকার করেছেন৷ বলেছেন ভয়ংকর চাপ এবং হুমকির মুখে তিনি বাধ্য হয়ে দুর্নীতি করেছেন৷ আদালতে পুরো ব্যাপারটার নেপথ্যে ব্রিটিশ বেটিং এজেন্ট মাজহার মাজিদের নামও উঠে এসেছে৷

বাট আর আসিফের বেটিং মামলার ফলাফল জানার জন্য আদালতে বিপুল ভিড় ছিল মঙ্গলবার৷ অতীতে ক্রিকেটাররা ম্যাচ ফিক্সিং বা গড়াপেটার সঙ্গে জড়িয়ে থাকার অপরাধে আইসিসি-র সিদ্ধান্তে খেলা থেকে নির্বাসিত হয়েছেন ঠিকই, যেমন উদাহরণ দক্ষিণ আফ্রিকার হ্যান্সি ক্রোনিয়ে৷ কিন্তু কারাবাসের সাজা এই প্রথম শোনা গেল৷ আগামীকাল বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত শুনানিতেই স্পষ্ট হয়ে যাবে, ঠিক কতদিনের জন্য গারদে থাকতে হবে পাকিস্তানের এই ক্রিকেটারদের৷ তবে মহম্মদ আমের যেহেতু নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন, সেক্ষেত্রে তাঁর সাজা কিছুটা কম হওয়ার সম্ভাবনা দেখছে ওয়াকিবহাল মহল৷ কিন্তু বাট আর আসিফের ক্ষেত্রে এই সাজা সাত বছরের হওয়ারই সম্ভাবনা জোরদার৷

আসিফ, আমের ও বাটছবি: AP

এদিকে, ক্রিকেট বিশ্বে এই ঘটনার বেশ জোরদার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ ভারতের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি বেটিং-এর তীব্র সমালোচনা করে বিবৃতি দিয়েছেন ৷ বলেছেন স্পট ফিক্সিং এক জঘন্য অপরাধ৷ দেশের হয়ে খেলার সময় গড়াপেটা যারা করে, সেটা আরও বড়মাপের অপরাধের পর্যায়ে পড়ে৷ এদের শাস্তি পাওয়া দরকার৷ শুধু ধোনিই নয়, অস্ট্রেলিয়া থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা, প্রায় প্রতিটি ক্রিকেট খেলিয়ে দেশই এই রায় শোনার পর ম্যাচ গড়াপেটা আর বেটিং-এর এই চক্রের তীব্র সমালোচনা করে বিবৃতি দিয়েছে৷

সালমান বাটকে ইতিমধ্যেই আইসিসি ১০ বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করেছে৷ আসিফকে সাত বছর এবং আমেরকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করার সেই ঘোষণা লন্ডনের আদালতের এই রায়ের পরেও বদলাবে না বলে জানিয়েছেন আইসিসি-র প্রধান হারুণ লোর্গাট৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ