1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেটোফেন উত্‌সবের ইতিহাস

রায়হানা বেগম৫ সেপ্টেম্বর ২০০৮

জার্মানির প্রাচীনতম সংগীত উত্‌সবের মধ্যে অন্যতম বন শহরের বেটোফেন সংগীত উত্‌সব৷ দেড়শ বছরেরও আগে যাত্রা শুরু এই উত্‌সবের৷ অনেক চড়াই উতরাই পার হয়ে আজ বড় একটি আন্তর্জাতিক সংগীত উত্‌সব হিসাবে খ্যাত বেটোফেন সংগীত উত্‌সব৷

বেটোফেন উত্‌সব, ২০০৭ সালে ...

প্রতি বছর আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত চলে এই উত্‌সব৷

কালজয়ী সংগীত প্রতিভা লুডভিগ ফান বেটোফেন ছিলেন অসংখ্য ধ্রুপদী সংগীতস্রষ্টা ও সংগীতকারের দিক নির্দেশক৷ যারা তাঁকে অগাধ ভক্তি শ্রদ্ধা করতেন৷ খ্যাতনামা পিয়ানোবাদক ফ্রানস লিসত্ও ছিলেন তাঁদের একজন৷ বেটোফেনের বিখ্যাত অনেক সিম্ফনির ওপর ভিত্তি করে পিয়ানোর জন্য সংগীতাংশ রচনা করেছেন তিনি৷ ১৮৩৯ সালে হঠাত্ একদিন তিনি জানতে পারেন, তাঁর শ্রদ্ধাভাজন সংগীত স্রষ্টা বেটোফেনের জন্য জন্মস্থান বন শহর আর্থিক সংগতির অভাবে কোনো স্মৃতিসৌধ নির্মাণ করতে পারছে না৷ অত্যন্ত ক্ষুব্ধ চিত্তে ত্বরিত গতিতে এই সমস্যার একটা সুরাহা খোঁজার চেষ্টা করেন তিনি এবং উদ্যোগ নেন নিজেই অর্থ সংগ্রহ করার৷ অবশেষে ১৮৪৫ সালের ১২ আগস্ট এল সেই প্রতীক্ষিত দিনটি৷ বন শহরেরই সুপরিচিত স্থান ম্যুনস্টারপ্লাত্‌সে এক মনোরম সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হল বেটোফেনের স্মৃতিস্তম্ভ৷ অনুষ্ঠানে ফ্রানস লিসত্ পরিচালিত অর্কেস্ট্রা মুগ্ধ করে শ্রোতাদের৷ সেই থেকে যাত্রা শুরু হলেও আজকের আন্তর্জাতিক সংগীত উত্‌সবে উত্তরণের পথে দীর্ঘ সময় পাড়ি দিতে হয়েছে বেটোফেন উত্‌সবকে৷ বলেন বেটোফেন সংগীত উত্‌সবের মুখপাত্র ড. টিলমান শ্ল্যোম্প৷

বেটোফেন উত্‌সবের লোগো

তিনি আরো জানান, স্মৃতিসৌধ উন্মোচনের পর নানা বাধা বিঘ্নের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে বেটোফেন সংগীত উত্‌সব৷ ১৯২০ এর দশকে বেশ উজ্জীবিত হয়ে ওঠে উত্‌সবটি৷ কিন্তু এর পরপরই নগর কর্তৃপক্ষের উত্‌সাহে ভাটা পড়ে৷ বেটোফেন সংগীত উত্‌সবটিকে একেবারেই বাদ দেয়ার চিন্তা করেন তাঁরা৷ কিন্তু বন শহরের অধিবাসীরা তা মেনে নিতে পারেননি৷ নিজেদের উদ্যোগেই বেশ কয়েক বছর বেটোফেন উত্‌সবটি চালিয়ে যান তারা৷ এর ফলে নগর কর্তৃপক্ষেরও টনক নড়ে৷ উত্‌সবটি সুষ্ঠুভাবে পরিচালানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন তাঁরা৷ দায়িত্ব দেন একজন পরিচালকের হাতে৷

বন-এ বেটোফেনেন মুর্তিছবি: Internationales Beethovenfest Bonn

গত ১০ বছরে বনের বেটোফেন সংগীত উত্‌সব দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষ স্থান করে নিতে পেরেছে৷ বেটোফেন উত্‌সবের সাফল্য দিন দিন বৃদ্ধি পাওয়ায় বন শহর বিশাল এক বেটোফেন উত্‌সব ভবন নির্মাণের পরিকল্পনা করছে৷ প্রশ্ন দেখা দিতে পারে, এই উত্‌সব কি আন্তর্জাতিক অন্যান্য উত্‌সবের সমমানের? এ প্রসঙ্গে টিলমান শ্ল্যোমপ আরো বললেন, আমরা অস্ট্রিয়ার জালসবুর্গের মত অতটা বড় মাপের না হলেও আন্তর্জাতিক সংগীতাঙ্গনে আমাদের সহযোগিতামূলক কার্যক্রম ক্রমশই বাড়ছে৷ অন্যান্য দেশের দৃষ্টি আকর্ষণ করতে পারছি আমরা৷ বিশেষ করে আকৃষ্ট হচ্ছেন তরুণ প্রজন্মের শিল্পীরা৷ সব মিলিয়ে বেশ একটা সাড়া পড়ে গেছে বেটোফেন সংগীত উত্‌সবকে ঘিরে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ