বৃহস্পতিবার সন্ধ্যায় ডয়চে পোস্টে ধর্মঘটের ডাক দেয় জার্মান ট্রেড ইউনিয়ন ভ্যার্ডি৷ আগামীতে আরো ধর্মঘট হবে বলে সতর্ক করেছে সংগঠনটি৷
বিজ্ঞাপন
জার্মানির ডাক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডয়চে পোস্টের সকল চিঠি ও পার্সেল কেন্দ্রের শ্রমিকরা বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে শুক্রবার সারা দিন ওয়াকআউটের ঘোষণা দেয়৷
এক টুইটবার্তায় ফার্ডি জানিয়েছে, “আগামী দিনগুলোতে আরো ধর্মঘট পালন করা হবে৷”
বেতন বৃদ্ধি নিয়ে ইউনিয়ন ও ডয়চে পোস্টের কর্মকর্তাদের মাঝে দ্বিতীয় দফার আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় এই ধর্মঘট ডাকা হয়৷
ভ্যার্ডির আলোচক আন্দ্রেয়া কোসিস বলেন, ‘‘কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন যে তারা মুদ্রাস্ফীতির ক্ষতি পুষিয়ে দিতে প্রস্তুত নয়৷”
নিম্ন বেতনের প্রায় ১ লক্ষ ৬০ হাজার কর্মচারীর ১৫ শতাংশ বেতন বৃদ্ধির দাবি করে আসছে ট্রেড ইউনিয়ন৷
কোসিস উল্লেখ করেন, ডয়চে পোস্টে কর্মরত ভ্যার্ডির বেশিরভাগ সদস্যের বেতন কম৷ এ কারণে তারা বর্তমান আর্থিক সংকটে্ কষ্টে আছে৷ গত বছরের জানুয়ারিতে ২ শতাংশ বেতন বৃদ্ধি করা হয় বলে তিনি জানান৷
কোম্পানির তথ্য বলছে, ডয়চে পোস্ট শুধু জার্মানিতেই প্রতিদিন ৪৯ মিলিয়ন চিঠি এবং ৬.৭ মিলিয়ন পার্সেল সরবরাহ করে৷
ডিএইচএল গ্রুপ বিশ্বব্যাপী প্রায় ৫৯০,০০০ কর্মী নিয়োগ করেছে এবং কোম্পানির সিংহ ভাগ উপার্জন জার্মানির বাইরে থেকে আসে৷
করোনা সংক্রমণের চূড়ায় থাকার সময়, অর্থাৎ গত এপ্রিলেও যেন ক্রিসমাসের মতো কেনাকাটার হিড়িক পড়েছিল জার্মানিতে৷ মূল কারণ, করোনা সংক্রমণ ঠেকাতে জারি হওয়া বিভিন্ন বিধিনিষেধ, যার ফলে বেশির ভাগ জার্মান ক্রেতা ভরসা রাখছেন অনলাইন বাজারে৷ মাসের কাঁচামাল থেকে শখের জামাজুতো - অনলাইনে কেনা সবকিছু বাসায় পৌঁছে দিচ্ছে বেশ কিছু ডাক পরিষেবা সংস্থা, যাদের মধ্যে অন্যতম ডয়চে পোস্ট-ডিএইচএল৷
ছবি: picture-alliance/dpa/M. Becker
যতটা বেড়েছে অনলাইন কেনাকাটা
ডয়চে পোস্ট ও অংশীদারদের ২০১৯-২০২০ সালের পারফর্মান্স বলছে, এপ্রিল মাসে, বিশেষ করে, ইস্টারের সময় থেকে, অন্যান্যবারের তুলনায় ডাকের মাধ্যমে প্যাকেজ পাঠানো ২১ শতাংশ বেড়েছে৷
ছবি: picture-alliance/dpa/P. Pleul
করোনাকালেও লাভ
এপ্রিল থেকে জুন মাসের পরিসংখ্যান বলছে, অন্যান্য বছর এই তিন মাসের তুলনায় ২০২০ সালে এই সময়ে ডয়চে পোস্ট-ডিএইচএল ৩ দশমিক ১ শতাংশ বেশি আয় করেছে৷ এই আয়ের পরিমাণ ১৬ বিলিয়ন ইউরোর ( বাংলাদেশি টাকায় প্রায় ১৬১০ কোটি টাকা) সমান৷এই তিন মাসে সংস্থাটি লাভ করেছে মোট ৫২৫ মিলিয়ন ইউরো (৫২৮ কোটি টাকা)৷
ছবি: picture-alliance/dpa/R. Jensen
কর্মীদের জন্যে বিশেষ সুবিধা
করোনাকালে জনসাধারণের জীবন সহজ করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন ডেলিভারিকর্মীরা৷ ডিএইচএল ও ডয়চে পোস্টে কর্মরত কর্মীদের মধ্যে সাড়ে পাঁচ লাখ জন বছর শেষে ৩০০ ইউরো বোনাস পাবেন বলে বৃহস্পতিবার একটি ভার্চুয়াল বৈঠকে জানিয়েছে সংস্থাটি৷
ছবি: Getty Images/AFP/J. MacDougall
পরিবেশবান্ধব ডেলিভারি পরিষেবা
ডয়চে পোস্ট-ডিএইচএল ২০৫০ সালের মধ্যে নিজেদের ডেলিভারি পরিষেবা ১০০ শতাংশ কার্বন-মুক্ত করার পরিকল্পনা করেছে৷ সেই লক্ষ্যে এগোতে এখন থেকেই সাইকেল ও বৈদ্যুতিক যানবাহনের সাহায্যে নিচ্ছে তারা৷ যদিও এখনও তাদের পরিষেবার কাজ বেশির ভাগই সারা হয় আকাশপথে ও জাহাজে৷ কিন্তু ডিএইচএলের মাধ্যমে পাঠানো চিঠি ও প্যাকেজের এক-তৃতীয়াংশ কার্বন নিঃসরণ-মুক্ত৷