1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৩ সেপ্টেম্বর ২০১৪

ঈদ উল আজহার আগে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের নির্দেশ দেয়া হলেও, আশ্বস্ত হওয়া যাচ্ছে না৷ কারণ তুবা-গ্রুপসহ বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকরা এখনও ঈদ উল ফিতরের বোনাস পাননি, রয়েছে বকেয়া বেতনও৷

Näherin Textilverarbeiterin Bangladesch billige Kleidung
ছবি: Reuters

ঈদ উল আজহা ও দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের সব পোশাক কারখানায় ২৮শে সেপ্টেম্বরের মধ্যে উত্‍সব ভাতা (বোনাস) এবং ২রা অক্টোবরের মধ্যে চলতি মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রবিবার সচিবালয়ে গার্মেন্ট মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সরকারের ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি'-র সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়৷

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, ‘‘ঈদ ও পূজা উপলক্ষ্যে শ্রমিকরা যাতে সঠিক সময়ে বেতন-ভাতা পান, সে বিষয়ে বৈঠকে সবাই একমত হয়েছেন৷ ব্যাংকগুলোর প্রতি অনুরোধ, তারা যেন মালিকদের এ বিষয়ে সহায়তা করে৷''

মন্ত্রী বলেন, ‘‘শ্রমিকদের বেতন-ভাতা পরিবহনের ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করবে, পুলিশের সহযোগিতা নিতে আমরা মালিকদের অনুরোধ করেছি৷ শ্রমিকদের বেতন-ভাতা যাতে কোনোভাবে মিসিং না হয়৷''

তিনি জানান, শ্রমিকরা যাতে নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতা পান – সেই বিষয়টি পর্যবেক্ষণে পোশাক শিল্প এলাকায় চারটি মনিটরিং সেল খোলা হয়েছে৷ সেল থেকে মাঠ পর্যায়ে কর্মরত পরিদর্শন টিমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে৷ এছাড়া সংশ্লিষ্ট এলাকায় শিল্প পুলিশ, থানা এবং বিজিএমইএ এবং বিকেএমইএ-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে৷

তবে সরকারের এই উদ্যোগে পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না পোশাক শ্রমিকরা৷ কারণ বেশ কিছু পোশাক কারখানায় এখনো ঈদ উল ফিতরের বোনাসই দেয়া হয়নি৷ আর বেতনও বাকি পড়েছে৷ মিরপুরের আকিক এ্যাপরেলস সেরকমই একটি পোশাক কারখানা৷ কারখানার শ্রমিকরা গত আগস্ট এবং চলতি মাসের বেতন ও বোনাসের দাবিতে দু'দিন পোশাক কারখানার সামনে অবস্থান নেয়৷

কারখানার শ্রমিকরা জানান, গত মাসের মজুরি দিতে মালিকপক্ষ ১০, ১২ ও ১৮ই সেপ্টেম্বর সময় দেয়৷ তবে শেষ পর্যন্ত মজুরি না দিলে শ্রমিকরা আন্দোলনে নামেন৷ এর পরিপ্রেক্ষিতে গত শনিবার কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেন৷ এরপর শ্রমিকরা শনিবার দুপুরের পর পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেন৷ পরে রাতে বিজিএমইএ-র উদ্যোগে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমঝোতা হয়৷

সমঝোতা অনুযায়ী, আকিক এ্যাপরেলস-এর শ্রমিকদের ২৫শে সেপ্টেম্বর গত মাসের মজুরি দেওয়া হবে৷ এছাড়া ৩রা অক্টোবর চলতি মাসের মজুরির ৫০ শতাংশ ও ঈদ বোনাস পরিশোধ করবে মালিকপক্ষ৷ তবে শ্রমিকরা মনে করেন, শেষ পর্যন্ত মালিক পক্ষ এই চুক্তি মানেন কিনা – তা বলা যায় না৷ কারণ বাকি ৫০ শতাংশ মজুরি কবে দেয়া হবে তা নিশ্চিত করে বলেনি মালিকপক্ষ৷

অন্যদিকে, তুবা গ্রুপের শ্রমিকরা এখানো ঈদ উল ফিতরের বোনাস পাননি৷ অনশনের মুখে তাঁদের বকেয়া বেতন দিয়ে মালিকপক্ষ কারাখানা বন্ধ করে দিয়েছে৷ ভাতা এবং বোনাসও দেয়নি৷

এ বিষয়ে শ্রমপ্রতিমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘‘অতিরিক্ত দায়িত্ব নিয়ে এ বিষয়ে আমাদের চেষ্টা চলমান আছে৷ আশা করি, তুবার শ্রমিকরা ঈদের আগে তাঁদের পাওনা পাবেন৷ আলোচনা করছি কিছু একটা করতে পারব৷''

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সিরজুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, ঈদ উল ফিতরের সময় শতকরা ২০ ভাগ পোশাক কারখানা শ্রমিকদের বেতন-ভাতা এবং বোনাস দেয়নি৷ আর সেসব কারখানার বড় একটি অংশ এরই মধ্যে বন্ধ হয়ে গেছে৷''

তিনি আশঙ্কা করেন, ‘‘এবারও বেশ কিছু কারখানা বেতন-ভাতা দিতে পারবে না৷ তাই সরকারের উচিত হবে নির্ধারিত সময়ের মধ্যেই তাদের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করা৷''

সিরাজুল ইসলাম বলেন, ‘‘তুবা গ্রুপের শ্রমিকরা এখানো ঈদ উল ফিতরের বোনাস এবং ভাতা পাননি, যা দুঃখজনক৷ এই ঈদের আগে তাঁদের বোনাস-ভাতা এবং ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে বলে জানান তিনি৷''

উল্লেখ্য, চাঁদ দেখার ভিত্তিতে আগামী ৫ থেকে ৭ই অক্টোবর ঈদের সরকারি ছুটি হওয়ার কথা৷ তার আগে ৪ঠা অক্টোবর রয়েছে হিন্দু সম্প্রদায়ের বিজয়া দশমীর ছুটি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ