1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বেথলেহেম যাত্রা ছিল অভিবাসী সংকটের মতো’

২৫ ডিসেম্বর ২০১৭

জোসেফ আর মেরির বেথলেহেম যাত্রাকে চলতি উদ্বাস্তু সংকটের সঙ্গে তুলনা করেছেন পোপ ফ্রান্সিস৷ তাঁর মতে,অভিবাসীদের মর্যাদা দান খ্রিষ্টধর্মের একটি অবিচ্ছেদ্য অঙ্গ৷

Vatikan | Christmette - Papst Franziskus
ছবি: Reuters/T. Gentile

সেন্ট পিটার্স বাসিলিকায় ক্রিসমাস ইভের প্রার্থনাসভায় পোপ বলেন, বাইবেলের আমলে জোসেফ আর মেরি যা করেছিলেন,  আজকের উদ্বাস্তুরা ঠিক সেভাবেই দেশ ছেড়ে পালাচ্ছেন৷

দশ হাজার বিশ্বাসীর সামনে পোপ ফ্রান্সিস বলেন যে, যিশুখ্রিষ্টের বাবা-মায়ের পলায়ন সম্পর্কে নিউ টেস্টামেন্টে যা বলা আছে, আজ লক্ষ লক্ষ মানুষ সুন্দরতর জীবনের আশায় ঠিক সেইভাবে স্বদেশ পরিত্যাগ করতে বাধ্য হচ্ছেন৷ কোনো মানুষ ‘‘পৃথিবীতে তাদের জন্য কোনো জায়গা নেই,'' এই অনুভূতির সম্মুখীন হবে না, বলে পোপ আশা প্রকাশ করেন৷

রোমান ক্যাথলিক ধর্মের একটি পবিত্রতম স্থানে রবিবার সন্ধ্যায় মেরি ও জোসেফের নাজারেথ থেকে বেথলেহেম যাত্রার কাহিনী পাঠ করা হয়৷ তারা বেথলেহেম যাচ্ছিলেন রোমান সম্রাট সিজার অগাস্টাসের নির্দেশিত একটি আদমসুমারিতে অংশগ্রহণ করার জন্য৷

‘‘মেরি আর জোসেফের পদচিহ্নে আরো কত মানুষের পদচিহ্ন আঁকা আছে,'' পোপ তাঁর ভাষণে বলেন৷ ‘‘আমাদের কালে আমরা কতশত পরিবারের পদচিহ্ন দেখতে পাই, যারা যাত্রা করতে বাধ্য হয়েছে৷ আমরা লক্ষ লক্ষ মানুষের পদচিহ্ন দেখতে পাই, যারা স্বেচ্ছায় দেশত্যাগ করেননি, বরং স্বদেশ থেকে বিতাড়িত হয়েছেন ও প্রিয়জনদের পিছনে ফেলে গেছেন,'' বলেন পোপ ফ্রান্সিস৷

মানুষপাচারকারীদের নিন্দা

ফ্রান্সিস বিশেষ করে সেই সব মানুষপাচারকারীদের নিন্দা করেন, যাদের তিনি ‘‘আজকের হেরড'' বলে বর্ণনা করেন ও বলেন যে, তারা ‘‘তাদের ক্ষমতা ও সম্পদ বাড়ানোর জন্য নিরপরাধ ব্যক্তিদের রক্তপাত করতেও দ্বিধা বোধ করে না৷'' নিউ টেস্টামেন্টে বর্ণিত কাহিনীতে জুডিয়ার রাজা হেরড বেথলেহেমের কাছে জাত সব পুরুষ সন্তানকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, কেননা যিশু তাঁকে একদিন ক্ষমতাচ্যুত করবেন, বলে হেরডের আশঙ্কা ছিল৷

৮১ বছর বয়সি পোপের পূর্বপুরুষেরা ইটালি থেকে আর্জেন্টিনায় এসেছিলেন৷ পোপ ফ্রান্সিস স্বয়ং অভিবাসীদের প্রতি সমর্থনকে তাঁর নীতির একটি মুখ্য উপাদানে পরিণত করেছেন, যার ফলে প্রায়ই রাজনীতিকদের সঙ্গে তাঁর বিরোধিতার সূত্রপাত ঘটে৷

বড়দিনের মর্ম

বিশ্বের ১২০ কোটি ক্যাথলিকদের নেতা সব ক্যাথলিক ধর্মানুরাগীর প্রতি বড়দিনের সময় উৎসবটির মর্মার্থ সম্পর্কে একবার নিভৃতে চিন্তা করার আহ্বান জানান৷ ‘‘বড়দিনের আগের ঘণ্টাগুলিতে আমি আপনাদের প্রতি যিশুখ্রিষ্টের জন্মের দৃশ্যের সামনে এক মুহূর্ত নীরবে প্রার্থনা করার আমন্ত্রণ জানাচ্ছি, যাতে আপনারা বড়দিনের বাস্তবিক মর্ম উপলব্ধি করতে পারেন,'' বলেন পোপ৷

রবিবারের দেড় ঘণ্টার প্রার্থনাসভা শুরু হয় ক্যাথলিক ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দিয়ে, যখন পোপ শিশু যিশুর একটি মূর্তির আবরণ মোচন করেন – ক্যাথলিক আচারে যা যিশুর জন্মের প্রতীক বলে গণ্য করা হয়৷ এই সময় সারা বিশ্ব থেকে আগত শিশুরা একটি বেদীর উপর পুষ্পাঞ্জলি দেয়৷

বড়দিনে সারা বিশ্বের চোখ থাকে ভ্যাটিকানের দিকে, কেননা পোপ ফ্রান্সিস দ্বিপ্রহরে অলিন্দ থেকে (নগরী ও বিশ্বের প্রতি) তাঁর প্রথাগত ‘উর্বি এট অর্বি' বার্তা প্রদান করে থাকেন৷

এ মাসের গোড়ার দিকে পোপ একটি পাঁচদিনব্যাপী এশিয়া সফরে মিয়ানমার ও বাংলাদেশ সফর করেন, যেখানে তিনি সচক্ষে মুসলিম রোহিঙ্গা উদ্বাস্তুদের দুর্দশা প্রত্যক্ষ করেছেন৷

এসি/ডিজি (এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ