1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেনজির হত্যার ৫ বছর পূর্তি, নেতৃত্বে শূন্যতা

আলতাফ খান/আরআই২৭ ডিসেম্বর ২০১২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার পর পাঁচ বছর পার হয়ে গেল৷ তাঁর মৃত্যুর পর তাঁর দল, এমনকি পাকিস্তানের জাতীয় পর্যায়ে নেতৃত্বের মধ্যেও শূন্যতা দেখা যাচ্ছে৷

Pakistan's former Prime Minister Benazir Bhutto arrives to address to her last public rally in Rawalpindi, Pakistan. Bhutto was assassinated with 20 others in a suicide attack as she left the rally. A Pakistani government prosecutor said Saturday Nov. 5, 2011, a court has indicted seven men on charges of killing country's former Prime Minister Benazir Bhutto.
ছবি: dapd

২০০৭ সালের ২৭শে ডিসেম্বর জনতার মধ্যে থাকাবস্থাতেই আততায়ীর হামলায় প্রাণ হারান রাজনীতিক বেনজির ভুট্টো৷ পাকিস্তানের রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে ভুট্টো পরিবারের নাম৷ তবে বাবা জুলফিকার আলী ভুট্টোর মতো নিজেও রাজনীতির বলি হন বেনজির ভুট্টো৷ তাঁর হত্যাকাণ্ডে স্তম্ভিত হয়ে পড়ে পাকিস্তান সহ গোটা বিশ্ব৷ অথচ জাতিসংঘের তদন্ত কমিশন, এমনকি তাঁর নিজের দল পাকিস্তান পিপলস পার্টিও এখন পর্যন্ত এই ঘটনার কোনো সুরাহা করতে পারেনি৷

বেনজিরের মৃত্যু পাকিস্তানের নেতৃত্বে শূন্যতা তৈরি করেছে৷ যেমন বললেন পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফারুক হামিদ খান৷ তাঁর কথায়, ‘‘বেনজিরের মৃত্যুতে নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছে, তা এখনও পূরণ হয়নি৷''

অবশেষে রাজনীতিতে নিজের নাম লেখালেন বেনজির-পুত্র বিলাওয়াল...ছবি: picture-alliance/dpa

উল্লেখ্য, দুই দফায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বেনজির ভুট্টো৷ তবে কোনোবারই মেয়াদ শেষ করতে পারেননি তিনি৷ যদিও মুসলিম বিশ্বের প্রথম নারী সরকার প্রধান হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক পরিচিতি পান বেনজির৷ তবে তাঁর সরকারের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ তাঁর গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে৷ বেনজিরের মৃত্যুর ফলাফল কি? জানতে চাইলে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাক হাসান আসকারি রিজভি বলেন, ‘‘এই ঘটনার দুটি ফলাফল রয়েছে৷ একদিকে, মানুষ উগ্রবাদের ভয়াবহতাকে চিনেছে এবং গণতন্ত্রের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে৷ অন্যদিকে, দলের নেতৃত্বে যে শূন্যতা তৈরি হয়েছে – সেটা এখনও পূরণ হয়নি৷''

বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারি তাঁর নিজ দল পিপিপি-র মধ্যেই জনপ্রিয় হয়ে উঠতে পারেন নি৷ ওদিকে, মায়ের পঞ্চম মৃত্যু দিবসে অবশেষে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লিখিয়েছেন ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি৷ তবে বয়স অনেক কম হওয়ায় দলের নেতৃত্বের ভার তিনি কতটুকু নিতে পারবেন, সেটা নিয়ে সন্দেহ রয়েই গেছে৷ এ অবস্থাতে কেবল পিপিপি নয়, গোটা পাকিস্তানই নতুন নেতৃত্ব খুঁজছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ