1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেবি বয় ড্রামার

৪ ফেব্রুয়ারি ২০১৯

প্রথমে ভিডিওর দিকে না তাকিয়ে ড্রাম বাজানো শুনুন৷ মনে হবে অতি প্রতিভাবান কোনো তারকা ড্রামার পারফর্ম করছেন৷ কিন্তু ভিডিওটি দেখলে অবাক হবেন৷

Geschichte des Schlagzeugs Drummer Anthony Williams
ছবি: picture-alliance/dpa

অনেকেই হয়তো এরই মধ্যে বুঝে গেছেন যে, ‘বেবি বয় ড্রামার'-এর কথা বলা হচ্ছে৷ যাঁরা এখনো জানেন না, তাঁরা পরিচিত হন চার বছর বয়সি এই ড্রামার অতিমানবের সঙ্গে৷ ঠিক এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম তাকে চেনে৷

 এই শিশুর আসল নাম জাস্টিন এলজে উইলসন টু৷ চার বছর বয়সেই তার নিজস্ব ওয়েসবাইট, ইউটিউব চ্যানেল, ইন্সটাগ্রাম সবই আছে৷ সেখানেই সে এতটা জনপ্রিয়তা পেয়েছে৷

উইলসনের যখন মাত্র চার মাস বয়স, তখনই তার বাবা-মা আবিষ্কার করেন যে, মিউজিকের পিচ মেলাতে পারে তাঁদের সন্তান৷ ১৫ মাস বয়সে সে পিয়ানোতে কোনো মিউজিক ট্র্যাকের সঙ্গে তাল মেলানো ও সেখানে টিঙ্কার যুক্ত করতে পারতো৷

এমন বিভিন্ন সময়ে তার মিউজিকের প্রতি আগ্রহ ও প্রতিভা সম্পর্কে এরই মধ্যে তার অভিভাবকরা নানান ভিডিও যুক্ত করেছেন তার ওয়েবসাইট ও পেজগুলোতে৷ একেকটি ভিডিও কয়েক মিলিয়ন বার দেখা হয়েছে৷ শেয়ার হয়েছে হাজারো বার৷ কমেন্ট পড়েছে শত শত৷

জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ