সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের কাফানা এসএফআরজে ক্যাফেতে প্রবেশ করলে মনে হয় যেন ১৯৭০-এর দশকে ফিরে গেছেন। কক্টা সোডা, ঐতিহ্যবাহী যুগোস্লাভ খাবার, পুরনো স্মারক আর মার্শাল টিটোর ছবিতে সাজানো এই ক্যাফে যুগোস্লাভিয়ার সেই সোনালী যুগের স্মৃতি জাগায়, যখন দেশটি শক্তিশালী ও সমৃদ্ধ ছিল। তবে স্বৈরশাসক টিটোর অন্ধকার অধ্যায় নিয়ে কথা বলেন খুব কমই।