1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেলজিয়ামের গ্রঁ প্রি জিতে নিলেন জার্মানির ফেটেল

২৮ আগস্ট ২০১১

বেলজিয়ামের গ্রঁ প্রি শিরোপা জিতে নিলেন ফর্মুলা ওয়ানের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির সেবাস্টিয়ান ফেটেল৷ ফলে চলতি বছর চ্যাম্পিয়নশিপের ওপর তার মুঠো আরও জোরালো হলো৷

সেবাস্টিয়ান ফেটেলছবি: dapd

এই নিয়ে ক্যারিয়ারে মোটা ১৭টি গ্রঁ প্রির শিরোপা জিতলেন রেড বুল দলের এই চালক৷ এছাড়া চলতি মৌসুমের সপ্তম বিজয় এটি৷ রোববার বেলজিয়ামে অনুষ্ঠিত রেস তিনি শেষ করতে সময় নেন এক ঘন্টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ড৷ তার পেছনেই ছিলেন রেড বুলের আরেক তারকা অস্ট্রেলিয়ান চালক মার্ক ওয়েবার৷ এরপর ম্যাকলারেনের জেনসন বাটন তৃতীয় এবং ফেরারির ফার্নান্দো আলোন্সো হয়েছেন চতুর্থ৷

গাড়ি চালানোর সময় অনেক সময় দুর্ঘটনায় পড়েন চালকরাছবি: dapd

এদিকে রোববার ছিল ফর্মুলা ওয়ান তারকা মিশায়েল শুমাখারের ক্যারিয়ারের ২০ বছর পূরণের দিন৷ বেলজিয়ামের রেসে অবশ্য খুব খারাপ করেননি শুমি৷ শুরুতে অনেক পিছিয়ে পড়েও পরে পঞ্চম অবস্থানে রেস শেষ করেন তিনি৷ অন্যদিকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন রেসই শেষ করতে পারেন নি৷ রেস চলাকালে তার গাড়ি দুর্ঘটনায় পড়ে৷

এদিকে বেলজিয়ামের গ্রঁ প্রি জয়ের ফলে চলতি মৌসুমে সেবাস্টিয়ান ফেটেলের পয়েন্ট দাঁড়ালো ২৫৯ এ৷ তার পেছনে রয়েছেন সতীর্থ মার্ক ওয়েবার, তবে অনেক পেছনে ১৬৭ পয়েন্ট নিয়ে৷ তিনি তৃতীয় অবস্থানে থাকা ফার্নান্দো আলোন্সোর চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে রয়েছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ