1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেলজিয়ামে বিবাদ: ভাষাভিত্তিক রাষ্ট্র চায় নির্বাচনে জয়ী দল

১৪ জুন ২০১০

ভাষাভিত্তিক রাষ্ট্র – এ নিয়েই বেলজিয়ামে চলছিলো বিবাদ৷ সেই সূত্র ধরেই নির্বাচন৷ জানা গেলো এই নির্বাচনে জয়ী হয়েছে ওলন্দাজ ভাষীদের দল ‘দ্য নিউ ফ্লেমিশ এ্যালায়েন্স পার্টি’ – যারা চাইছেন পৃথক ওলন্দাজ ভাষী রাষ্ট্র৷

ছবি: AP Graphics Bank/Wolf Broszies

নির্বাচনে এমন বিজয় আসবে তা হয়তো আগে কেউ চিন্তা করেনি৷ এমনিতেই রাজনৈতিক অবস্থা ছিল জটিল৷ এখন আরও জটিল হলো ‘নিউ ফ্লেমিশ এ্যালায়েন্স'এর বিজয়ের পর৷ সংসদের নিম্নকক্ষে এরা আসন পেলো ২৭টি৷ আর বিজয়ের খবরটি আসার পর পরই বার্ট ডে ওয়েফা'কে বলতে শোনা গেলো ‘চিরজীবী হোক স্বাধীন ফ্ল্যান্ডার্স'৷ তারা চাইছেন ওলন্দাজ ভাষী রাষ্ট্র, আর ফরাসি ভাষায় যারা কথা বলেন, তারা থাকবেন আলাদা রাষ্ট্রে৷ এই নেতার কথা হচ্ছে, ‘গত একশ বছরেরও বেশি সময় ধরে আমরা পরিবর্তন দেখছি, যে বেলজিয়াম দুটি গণতন্ত্রে বিভক্ত হচ্ছে৷ আমাদের নিজস্ব রাজনৈতিক দল রয়েছে, সংবাদ মাধ্যম রয়েছে, সামাজিক অর্থ ব্যবস্থা রয়েছে৷'' তিনি বললেন, ‘‘আমার কাছে প্রধানমন্ত্রীত্বটা বড় কথা নয়৷'' ভাষাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই তাঁর কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, এমন আভাষও দিয়েছেন তিনি৷

যাহোক, নির্বাচনের এই ফলাফলের পর যে প্রশ্নটি সবচেয়ে আগে উঁকি-ঝুঁকি দিচ্ছে তাহলো – বেলজিয়াম কি শেষ পর্যন্ত দুইভাগে ভাগ হয়ে যাবে?

দু্ই ভাষাভাষী অঞ্চলের বিবাদটা আজ থেকে নয়৷ অনেক অনেক বছর আগে থেকেই এর আঁচ পাওয়া যাচ্ছিল৷ অত্যন্ত ছোট্ট আয়তনের এই দেশটিতে ফরাসি ও ডাচ ভাষা নিয়ে বিরোধ সেখানে সর্বদাই লক্ষ্যনীয়৷ রাজধানী ব্রাসেলস-এ কথা বলা হয় দুই ভাষাতে৷ কিন্তু কোনদিকে গড়াচ্ছে জল? রাজা অ্যালবার্টকে বিষয়টি বেশ ভাবিয়ে তুলেছে৷ ইতিমধ্যে ফরাসি ভাষীদের নিয়ে গঠিত সোসালিস্ট পার্টি, যারা একক বেলজিয়ামের পক্ষে, তারা বেলজিয়ামকে ভাঙন থেকে রক্ষা করতে জোট গঠনের উপরই গুরুত্ব দিচ্ছেন৷ ঠিক এই পথেই এগিয়ে যাচ্ছেন রাজা অ্যালবার্ট৷ খুব শিগগিরই তিনি জোট সরকার গঠনের আলোচনা শুরু করাতে চান৷ এক্ষেত্রে উপায়টি হচ্ছে, দ্বিতীয় শক্তিশালী দল সোসালিস্ট পার্টি, যা ২৬টি আসন নিশ্চিত করেছে, সেই দল অন্য দলগুলো – বিশেষ করে ফ্লেমিশ সোসালিস্ট পার্টিকে সঙ্গে নিয়ে সরকার গঠন করার চেষ্টা করতে পারে৷ এক্ষেত্রে বেলজিয়ামের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন ফরাসি ভাষী সোসালিস্ট পার্টির নেতা এলিও ডি রুপো৷ বলে রাখা ভালো, বর্তমানে বেলজিয়ামে কোন একক জাতীয় রাজনৈতিক দল নেই, দুই ভাষাভাষীদের সমর্থনে রয়েছে ভাষা ভিত্তিক রাজনৈতিক দল৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ