বেলারুশের বিরুদ্ধে 'হাইব্রিড' আক্রমণ চালানোর অভিযোগ
১১ নভেম্বর ২০২১
ইউরোপীয় ইউনিয়ন এবং অ্যামেরিকা বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তে পৌঁছেছে। হাইব্রিড আক্রমণ চালানোর অভিযোগ।
বিজ্ঞাপন
ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েনের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। সেখানে বেলারুশ নিয়ে একাধিক সিদ্ধান্তে পৌঁছেছেন দুই নেতা। বেলারুশ যেভাবে পোল্যান্ডে শরণার্থী ঢোকানোর চেষ্টা করছে, তাকে ইউরোপীয় ইউনিয়নের উপর হাইব্রিড আক্রমণ বলে অভিযোগ করেছেন দুইজনেই। তার জেরেই লুকাশেঙ্কোর বেলারুশের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয়েছে।
পোল্যান্ড তথা ইউরোপীয় ইউনিয়ন বেশ কিছু দিন ধরেই অভিযোগ করছে, বেলারুশ ইউরোপীয় ইউনিয়নের উপর চাপ সৃষ্টির জন্যই শরণার্থীদের একটি নতুন রুট তৈরি করেছে। মূলত ইরাক থেকে আসা শরণার্থীদের বেলারুশের সীমান্ত পর্যন্ত নিয়ে যাচ্ছে দেশের পুলিশ। এরপর তাদের পোল্যান্ডে ঢোকানোর চেষ্টা হচ্ছে। সম্প্রতি এ নিয়ে সীমান্তে রীতিমতো সংঘর্ষ হয়েছে।
অভিবাসনপ্রত্যাশী ঢলের জন্য পুটিনের সমালোচনা
পোল্যান্ড সীমান্ত পার হয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টায় বেলারুশ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীরা জড়ো হয়েছেন৷ এটি রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের পরিকল্পনা বলে অভিযোগ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাটেওশ মোরাভিয়েৎস্কি৷
ছবি: Polish Defence Ministry/REUTERS
অভিবাসনপ্রত্যাশীদের ঢল
পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ঢল নেমেছে৷ তাদের বেশিরভাগই এসেছেন মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও আফগানিস্তান থেকে৷
ছবি: Polish Defence Ministry/REUTERS
অভিযোগ
ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, অভিবাসনপ্রত্যাশীদের বেলারুশে আসতে উৎসাহ জুগিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো৷ কারণ বেলারুশের মানবাধিকার পরিস্থিতি খারাপ হওয়ায় সে দেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ৷ সেজন্য লুকাশেঙ্কো অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে পাঠাতে চাইছেন বলে অভিযোগ ইইউর৷
ছবি: Maxim Guchek/BelTA Pool Photo via AP/picture alliance
পরিকল্পনাকারী পুটিন?
বেলারুশের প্রধান সমর্থক রাশিয়া৷ তাই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন লুকাশেঙ্কোকে দিয়ে ইউরোপ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ঢল নামিয়েছেন বলে মঙ্গলবার অভিযোগ করেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাটেওশ মোরাভিয়েৎস্কি৷ সংসদে তিনি বলেন, ‘‘লুকাশেঙ্কো যে ‘হামলা’ চালিয়েছেন তার মূল পরিকল্পনাকারী মস্কোতে আছেন, পরিকল্পক হচ্ছেন প্রেসিডেন্ট পুটিন৷’’
ছবি: Mikhail Metzel/Sputnik/REUTERS
পুটিনকে ম্যার্কেলের ফোন
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বুধবার রুশ প্রেসিডেন্ট পুটিনকে ফোন করে সমস্যার সমাধান করতে বেলারুশের উপর চাপ দেয়ার আহ্বান জানান৷ তিনি সীমান্তে বিরাজমান পরিস্থিতিকে অমানবিক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন৷
ছবি: Sergei Guneyev/SPUTNIK/AFP/Getty Images
জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য
লুকাশেঙ্কো ‘বিবেকবর্জিতভাবে’ অভিবাসনপ্রত্যাশীদের পোল্যান্ড সীমান্তে পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছে জার্মানি৷ বেলারুশের উপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে দেশটি৷ পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেন, ‘‘লুকাশেঙ্কোর বুঝতে হবে যে, তার হিসাব কাজ করছে না৷ ইউরোপীয় ইউনিয়নকে ব্ল্যাকমেইল করা যায় না৷’’
ছবি: Getty Images/AFP/T.A. Clary
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য
মধ্যপ্রাচ্যে পশ্চিমা বিশ্বের সামরিক ‘অ্যাডভেঞ্চারের’ কারণে মানুষ দেশ ছাড়ছে বলে অভিযোগ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ৷ তিনি বলেন, তুরস্ক থেকে অভিবাসনপ্রত্যাশীরা যেন ইউরোপে ঢুকতে না পারে সেজন্য তুরস্ককে অর্থ সহায়তা দিচ্ছে ইউরোপ৷ বেলারুশ কেন সেটা পাবে না সেই প্রশ্ন তোলেন লাভরভ৷
ইইউর কূটনীতিকরা এএফপি ও রয়টার্সকে জানিয়েছেন বেলারুশের উপর আরও নিষেধাজ্ঞার পরিকল্পনা করা হচ্ছে৷ এবার বেলারুশের পররাষ্ট্রমন্ত্রীসহ ৩০ ব্যক্তি ও সংস্থা নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে৷
ছবি: GRODNO REGION via REUTERS
সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে পোল্যান্ড
পোল্যান্ড ও বেলারুশ জানিয়েছে, প্রায় তিন থেকে চার হাজার অভিবাসনপ্রত্যাশী পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করছে৷ তারা যেন সফল না হয় সেজন্য সীমান্তে সেনা সংখ্যা বাড়িয়ে ১৫ হাজার করা হয়েছে বলে জানিয়েছেন পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিওশ বোয়াশচাক৷
ছবি: Leonid Shcheglov/BELTA/AFP/Getty Images
প্রচণ্ড ঠাণ্ডা
অভিবাসনপ্রত্যাশীরা এখন যেখানে আছেন সেখানে তাপমাত্রা রাতে শূন্যের নীচে চলে যায়৷ এই অবস্থায় আগুন ধরিয়ে ঠাণ্ডার সঙ্গে লড়াইয়ের চেষ্টা করছেন তারা৷
ছবি: Leonid Shcheglov/BelTA/AP/dpa/picture alliance
বেশিরভাগই কুর্দি?
বেলারুশের বর্ডার গার্ড জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই কুর্দি৷ তাদের শারীরিক ও মানসিক অবস্থা খুবই খারাপ বলে জানিয়েছে তারা৷ এছাড়া অনেক গর্ভবতী নারী ও নবজাতকও আছেন বলে জানানো হয়েছে৷
ছবি: Leonid Scheglov/BelTA/REUTERS
10 ছবি1 | 10
পোল্যান্ড, জার্মানি-সহ ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, লুকাশেঙ্কোর বিরুদ্ধে ইইউ আগেই বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল। তাই পাল্টা চাপ তৈরি করতে এ কাজ করছে তারা। বুধবার বাইডেন-উরসুলা বৈঠকে মার্কিন প্রেসিডেন্টও একই কথা বলেছেন। তারপরেই সিদ্ধান্ত হয়েছে, বেলারুশের উপর চাপ বাড়াতে নতুন বেশ কিছু জারি করা হবে। তবে কবে সে প্রক্রিয়া শুরু হবে, তা স্পষ্ট করা হয়নি।
বেলারুশ ছাড়াও দুই নেতার মধ্যে আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইইউ এবং অ্যামেরিকার সম্পর্ক আরো উন্নত করার কথা বলা হয়েছে। অ্যামেরিকার সঙ্গে ব্যবসা আরো বাড়ানোর আলোচনা হয়েছে। একইসঙ্গে দুই নেতাই দীর্ঘ সময় ব্যয় করেছেন বিশ্ব-উষ্ণায়নের আলোচনায়।
সম্প্রতি কপ২৬ জলবায়ু সম্মেলনে বাইডেন পরিবেশ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এদিন উরসুলার সঙ্গে আলোচনায় ফের সে প্রসঙ্গ ওঠে। বিশ্বের তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত, তা নিয়ে আলোচনা হয়েছে দুইজনের।
বৈঠকের পর হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, ইইউ প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফলপ্রসূ আলোচনা হয়েছে। একাধিক বিষয় নিয়ে দুইজনে আলোচনা করেছেন। ভবিষ্যতে ইইউ এবং অ্যামেরিকার সম্পর্ক যাতে আরো ভালো হয়, তা নিয়ে কথা বলেছেন দুই নেতা।