1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেলারুশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক জার্মান টিভিতে ক্ষমা চাইলেন

২৬ জুলাই ২০২৪

বেলারুশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক জার্মান নাগরিক বেলারুশের রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক ভিডিওতে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন বলে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে৷

মিনস্কের কারাগার
ভিয়াসনা হিউম্যান রাইটস সেন্টার জানিয়েছে, ক্রিগারের বিরুদ্ধে গোপন অবস্থায় গত জুনে বিচার প্রক্রিয়া চলেছেছবি: Zuma Press/IMAGO

৩০ বছর বয়সি জার্মান নাগরিক রিকো ক্রিগারের ভিডিওটি বৃহস্পতিবার টিভিতে প্রচারিত হয়েছে৷ এতে তিনি বলেন, ‘‘আমি আসলেই আশা করছি প্রেসিডেন্ট লুকাশেঙ্কো আমাকে ক্ষমা করবেন৷ আমি যা করেছি তার জন্য খুবই অনুতপ্ত এবং কেউ হতাহত হয়নি বলে স্বস্তি পেয়েছি৷'' জার্মান সরকার তাকে ‘বর্জন' করেছে বলে তার মনে হয়েছে বলেও জানান তিনি৷

কয়েকটি মানবাধিকার সংস্থা মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান জানিয়েছে৷

ক্রিগার জানান, ইউক্রেন গতবছর তাকে বেলারুশের কয়েকটি সামরিক স্থাপনার ছবি তুলতে বলেছিল৷ মিনস্কে রেললাইনে বিস্ফোরক ডিভাইস রাখার অভিযোগও আনা হয়েছিল তার বিরুদ্ধে৷

ভিয়াসনা হিউম্যান রাইটস সেন্টার জানিয়েছে, ক্রিগারের বিরুদ্ধে সন্ত্রাসবাদেরও অভিযোগ আনা হয়েছিল৷ গোপন অবস্থায় গত জুনে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলেছে৷ একমাস পরই রায় প্রকাশ করা হয়৷

ভিয়াসনা জানিয়েছে, ক্রিগার বার্লিনের মার্কিন দূতাবাসে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেছেন৷ আর তার লিংকডইন প্রোফাইল বলছে, তিনি রেডক্রসেও কাজ করেছেন৷

মিনস্কের জার্মান দূতাবাস ক্রিগারকে কনসুলার সেবা দিয়েছে এবং তার পক্ষ হয়ে বেলারুশের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে বলে গত সপ্তাহে এএফপিকে জানিয়েছিল জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র৷

বেলারুশ মৃত্যুদণ্ড বৈধ৷ ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীন হওয়ার পর দেশটিতে প্রায় ৪০০ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে৷ তবে বিদেশি নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি বিরল৷

সাম্প্রতিক সময়ে লুকাশেঙ্কোর সরকার বিরোধীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে৷ লুকাশেঙ্কোর বিরুদ্ধে কথা বলায় কয়েক হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ