1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিবেলারুশ

বেলারুশে শান্তিতে নোবেলজয়ীর ১০ বছরের কারাদণ্ড

৬ মার্চ ২০২৩

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ও মানবাধিকারকর্মী আলেস বিয়ালিয়াৎস্কিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে বেলারুশের এক আদালত। বিক্ষোভে অর্থায়ন ও অর্থ চোরাচালানের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

Belarus | Prozess Nobelpreisträger Ales Bjaljazki
ছবি: Vitaly Pivovarchik/BELTA/AFP/Getty Images

শুক্রবার তাকে ও তার তিন সহযোগীকে এই দণ্ড দেয়া হয়। এই বিচারকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ‘প্রতারণা' আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। অবৈধ অর্থায়ন ও অর্থ চোরাচালানের অভিযোগে ২০২১ সালে তাদেরকে আটক করা হয়।

বেলারুশে মানবাধিকার ও গণতন্ত্রকে সমুন্নত রাখার ক্ষেত্রে অবদানের জন্য ২০২২ সালের অক্টোবরে ৬০ বছর বয়সি বিয়ালিয়াস্কি নোবেল পুরস্কারে ভূষিত হন। একটি রুশ ও একটি ইউক্রেনীয় মানবাধিকার প্রতিষ্ঠানও শান্তিতে নোবেল পায়।

বিয়ালিয়াৎস্কি ভায়াসনা বা বসন্ত নামের মানবাধিকার গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা।রায় ঘোষণার সময় তিনি ও তার অন্য তিন সহযোগী হাতকড়া পরা অবস্থায় আদালতে বিচার কাজ দেখছিলেন।

বিয়ালিয়াৎস্কি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।

"এই লজ্জাজনক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে এবং তাদের মুক্ত করতে আমাদের অবশ্যই সবকিছু করতে হবে," এক টুইটে এ কথা বলেন বেলারুশের নির্বাসিত বিরোধীদলীয় নেতা স্ভেতলানা তিখনভস্কায়া।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীঅ্যান্থনি ব্লিনকেন টুইটারে তাদের অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন। আদালতের রায়কে তিনি 'প্রতারণামূলক' ও 'বেলারুশে গণতন্ত্র ও মানবাধিকার দমনের প্রচেষ্টা' হিসেবে বর্ণনা করেন।

ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল মনে করেন, মানবাধিকার ও গণতন্ত্রকর্মীদের নীরব করার জন্য তাদের কারাদণ্ড দেয়া হয়েছে। আর জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এই বিচারকে 'প্রহসন' বলে অভিহিত করেছেন।

একেএ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ