1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেলারুশ সীমান্তে ক্যামেরা স্থাপনের পরিকল্পনা লিথুয়ানিয়ার

৩১ জানুয়ারি ২০২২

অভিবাসনপ্রত্যাশিদের অবৈধ প্রবেশ ঠেকাতে বেলারুশ সীমান্তজুড়ে নজরদারি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করছে লিথুয়ানিয়া৷

Litauen | Flüchtlingslager in Vydeniai
লিথুনিয়ার শরণার্থী ক্যাম্পে ক্যামেরুন থেকে আসা এক অভিবাসনপ্রত্যাশী৷ সম্প্রতী বেলারুশ সীমান্ত পাড়ি দিয়ে দেশটিতে অভিবাসনপ্রত্যাশীদের আগমনের ঘটনা বাড়ছে৷ ফাইল ছবি৷ ছবি: Mindaugas Kulbis/AP Photo/picture alliance

গত শুক্রবার সীমান্ত পরিদর্শনকালে সরকারের এ পরিকল্পনার কথা জানান লিথুনিয়ার প্রধানমন্ত্রী ইনগ্রিডা সিমোনিতে৷

ইউরোপের পূর্বদিকে অবস্থিত লিথুয়ানিয়ার সীমান্তটির মোট দৈর্ঘ্য ছয়শ ৮০ কিলোমিটার৷ এর অর্ধেক অংশে ইতিমধ্যে নজরদারি ক্যামেরা বসানো আছে বলে জানা গেছে৷

প্রধানমন্ত্রী ইনগ্রিডা সিমোনিতে জানান, ইউরোপীয়ান কর্তৃপক্ষের সাথে আলোচনায় জানা গেছে সীমান্তে বেড়া স্থাপনের চেয়ে ক্যমারো বসানোয় অনেক কম খরচ পড়বে৷

উল্লেখ্য, সীমান্তের প্রস্তাবিত অংশে ক্যামেরা বসাতে প্রায় চার কোটি ইউরোর পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি৷

বেলারুশের পোল্যান্ড ও লিথুয়ানিয়া সীমান্তে গত কয়েক মাস ধরে অভিবাসনপ্রত্যাশীদের অবস্থান নিয়ে অচলাবস্থা চলছে৷ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপে পৌঁছার উদ্দেশ্যে বেলারুশ সীমান্তে জড়ো হচ্ছেন৷ প্রচন্ড শীতে অস্থায়ী তাঁবুতে এবং জঙ্গলে অবস্থান করছে তারা৷ সেখানে হতাহতের ঘটনার খবরও পাওয়া গেছে৷

তবে সীমান্তের এ সংকটের জন্য বেলারুশকে দায়ী করছে ইউরোপ৷ ইউরোপের রাজনৈতিক নেতাদের দাবি, বেলারুশের উপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদেই এসকল অভিবাসনপ্রত্যাশীকে ইউপরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রবেশের সুযোগ দেওয়া হবে এমন আশ্বাস দিয়ে সীমান্তে নিয়ে আসা হয়েছে৷      

আরআর/কেএম (ডিপিএ)

প্রথম প্রকাশ: ৩১ জানুয়ারি, ২০২১ ইনফোমাইগ্রেন্টস

অভিবাসী বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস তিনটি প্রধান ইউরোপীয় সংবাদমাধ্যমের নেতৃত্বে একটি যৌথ প্লাটফর্ম৷ প্লাটফর্মটিতে রয়েছে জার্মানির আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে, ফ্রান্স মিডিয়া মোন্দ, এবং ইটালিয়ান সংবাদ সংস্থা আনসা৷ এই প্রকল্পের সহ-অর্থায়নে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ