1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেলুন দিয়ে পাখি তৈরি করেন স্কটল্যান্ডের শিল্পী

১৭ জুলাই ২০২০

ছোটবেলায় বেলুনের প্রতি আকর্ষণ অনুভব করেনি, এমন মানুষ পাওয়া কঠিন৷ কিন্তু বড় হয়ে সেই বেলুনকে শিল্পের উপাদান হিসেবে বেছে নিয়ে অবসর সময়ে পাখি তৈরির শখে মশগুল হতে পারেন ক'জন?

Österreich Groß-Siegharts Ballon-Weltmeisterschaft
ছবি: Reuters/H.-P. Bader

স্কটল্যান্ডের টেরি কুক বেলুন দিয়ে পাখি তৈরি করেন৷ দূর থেকে দেখলে আসল পাখি ও বেলুন দিয়ে তৈরি সেই পাখির মধ্যে পার্থক্য বোঝা কঠিন৷ যেমন তিনি নাটহ্যাচ বা বনমালী পাখি তৈরি করেছেন৷ ল্যাটেক্স দিয়ে তৈরি বিভিন্ন আকার ও রংয়ের বেলুনই তাঁর কাজের উপাদান৷

অনেকটা কাকতালীয়ভাবেই টেরি বেলুনকে শিল্পের উপকরণ হিসেবে আবিষ্কার করেছিলেন৷ স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘‘ভাগ্নির জন্মদিনের পার্টিতে আমি কিছু বেলুন তৈরি করেছিলাম৷ তারপর মনে হলো, বেলুন দিয়ে অন্য কিছু করলে কেমন হয়! জানি না আরো বাস্তবসম্মত বলা যায় কিনা, কারণ, এগুলি তো সেরকম দেখতে নয়৷ তবে বাকি জিনিসের তুলনায় অবশ্যই প্রকৃতির আরও কাছাকাছি৷

বেলুন দিয়ে পাখি বানান যিনি

03:39

This browser does not support the video element.

টেরি কুক নিজের বাসার চিলেকোঠার ঘরকেই স্টুডিও হিসেবে ব্যবহার করেন৷ তিনি স্কটল্যান্ডের অ্যাবারডিন শহরে থাকেন এবং সেখানকার এক কলেজে অধ্যাপনা করেন৷ অবসর সময়ে তিনি শিল্পী৷ শিশুদের জন্মদিনে বেলুন দিয়ে সাধারণ প্রাণী তৈরি করতে তাঁর বেশি সময় লাগে না৷ তবে পাখি তৈরি করতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যায়৷ টেরি বলেন, ‘‘কোনো পাখি বেছে নিয়ে গুগল বা ইন্টারনেটে সেটির কয়েকটি ছবি দেখে নেই৷ এভাবে পালকের গঠন ও অন্যান্য অংশ সম্পর্কে ধারণা পাই৷ তারপর প্রয়োজনমতো বেলুন বেছে নিয়ে কাজ শুরু করতে হয়৷ এর কোনো ঠিক বা ভুল পথ নেই, নির্দিষ্ট নিয়ম নেই৷ ফোলা বেলুন পাকিয়ে মোটামুটি মূল আকার-আকৃতি আনতে পারলেই হলো৷ ব্যস, তাহলেই কাজ সফল৷''

টেরি কুক বেলুন দিয়ে যতটা সম্ভব বাস্তব দেখতে পাখি তৈরির চেষ্টা করেন৷ কাজের শেষে পার্কে যাবার পালা৷ আসল পাখির স্বাভাবিক পরিবেশেই তিনি বেলুন দিয়ে তৈরি পাখির ছবি তোলেন৷ যেমন বনমালী পাখি৷ এই পাখি প্রায়ই উলটো হয়ে গাছের কাণ্ডে ঝুলে থাকে৷ সে কারণে টেরি কুক নিজের তৈরি পাখিও একইভাবে বসিয়ে দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘ছোটবেলা থেকেই পাখি আমার পছন্দ৷ আমাকে পাখি-পাগলও বলতে পারেন৷ সব প্রাণীই পছন্দ করি, তবে পাখি সবচেয়ে প্রিয়৷ কারণ জানি না৷''

স্থানীয় পাখি তাঁর সবচেয়ে বেশি পছন্দের৷ ফটোশুটিংয়ের পর টেরি কুক বেলুন দিয়ে তৈরি পাখি নিয়ে আবার ঘরে ফিরে যান৷ কারণ, তিনি প্রকৃতির কোনো ক্ষতি করতে চান না৷

ইয়ানিনা সেমিনোভা/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ