1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডি মারিয়ার কি হবে?

৫ অক্টোবর ২০১৩

গ্যারেথ বেল ইনজুরিতে৷ ফিরতে আরো সপ্তাহ দু’য়েক৷ কিন্তু ট্রান্সফার ফি-এর হিসেবে বিশ্বের সবচেয়ে দামি প্লেয়ার আবার ফিট হলে রেয়াল মাদ্রিদের স্টার্টিং লাইনে আর্জেন্টাইন ইন্টারন্যাশনাল আনহেল ডি মারিয়ার স্থান হবে তো?

ছবি: Getty Images

প্রশ্নটা যতটা তাত্ত্বিক মনে হচ্ছে, ঠিক ততটা নয়৷ একটা খেলোয়াড়ের আর্থিক মূল্য আর খেলোয়াড় হিসেবে মূল্যের মধ্যে ব্যাপক তফাৎ থাকতে পারে৷ রেয়াল মাদ্রিদ অবিশ্বাস্য দশ কোটি ইউরো মূল্যে ওয়েল্শ খেলোয়াড় গ্যারেথ বেলকে কিনেছে টটেনহ্যাম হটস্পারের কাছ থেকে৷ কাজেই বেল একবার সুস্থ হলে, রেয়ালের কোচ কার্লো আনসেলত্তির পক্ষে তাকে না খেলিয়ে কোনো উপায় থাকবে না৷ ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজই বেলের বদলে অন্য কারুর খেলা বরদাস্ত করবেন না৷ আসলে ফুটবলের অর্থনীতিও বাকি অর্থনীতির যুক্তিতেই চলে৷

ওদিকে ডি মারিয়া লিওনেল মেসির মতোই আর্জেন্টিনার মানুষ, এমনকি মেসির জন্মস্থান রোজারিও থেকেই এসেছেন৷ তাঁর মারাত্মক বাঁ পায়ের খ্যাতিও কারো অজ্ঞাত থাকার কথা নয়৷ বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রেয়াল যখন কোপেনহগেনকে হারায় ৪-০ গোলে, তখন তার মধ্যে দু'টো গোল ছিল ডি মারিয়ার – এছাড়া ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দ্বিতীয় গোলটিও সাজিয়ে দেন ডি মারিয়া একটি অনবদ্য ‘রাবোনা' পাসে – অর্থাৎ বাঁ পায়ের পেছনে ডান পা দিয়ে বলটাকে চিপ করে পেনাল্টি এরিয়ার মাঝখানে ফেলে৷

ডি মারিয়াকে ডাকা হয় ‘‘ফিদেও'' বা ‘নুডল' বলে৷ ডি মারিয়া রেয়ালের ফ্যানদের মন জয় করেছেন তাঁর অদম্য শক্তি আর উদ্যম দিয়ে৷ কোচ আনসেলত্তি সম্প্রতি ডি মারিয়াকে বাকি দলের কাছে আদর্শ হিসেবে তুলে ধরেছেন৷ কিন্তু বলতে কি, ফরোয়ার্ড হিসেবে গোড়া থেকেই যাদের মাঠে নামার দাবি বেশি, তারা হলেন: ক্রিস্টিয়ানো রোনাল্ডো, স্পেনের প্লে-মেকার ইসকো এবং পেরেজের ফেবারিট কারিম বেনজেমা৷ ডি মারিয়া যতই ভালো খেলুন না কেন, সেকেন্ড হাফে সাবস্টিটিুউট হয়ে আসার বেশি তিনি আর কিছু আশা করতে পারেন না৷

কাজেই মেসুত ও্যজিলের মতো ডি মারিয়ারও মাদ্রিদ ছাড়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, রেয়াল ফ্যানদের মধ্যে যা আক্ষেপের গুঞ্জরণ তুলতে বাধ্য৷ ২৫ বছর বয়সি ডি মারিয়ার জন্য আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি নাকি অফার দেবার কথা ভাবছে৷ ডি মারিয়া নিজে বলেছেন, তিনি কোচকে দেখাতে চাইছেন যে তিনি খেলতে চান৷ এর চেয়ে বেশি ডি মারিয়ার আর কি-ই বা করার থাকতে পারে৷

এসি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ