1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাড়িতে ধূমপানের পক্ষে জার্মানরা’

১ আগস্ট ২০১৩

৩০ বছর আগে পানশালা বা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মতো সর্বত্রই ধূমপান করা যেত৷ এ ব্যাপারে তখন কোনো নিষেধাজ্ঞা ছিল না৷ সময়ের সাথে নিয়ম বদলেছে, পাল্টেছে বহুকিছু৷ সম্প্রতি ভাড়া বাড়িতে ধূমপানের বিষয়টি আদালতে উঠেছে৷

Raucher Friedhelm Adolfs blickt am 31.07.2013 eine Zigarette rauchend aus seiner Wohnung in Düsseldorf (Nordrhein-Westfalen). Foto: Rolf Vennenbernd/dpa pixel
ছবি: picture-alliance/dpa

প্রতিনিধিত্বমূলক একটি সমীক্ষায় ৭৭ শতাংশ জার্মান নাগরিক বাড়িতে ধূমপান করার পক্ষে মত প্রকাশ করেছেন৷ এমনকি যাঁরা ধূমপায়ী নন, তাঁদের মধ্যেও বেশিরভাগই এর সাথে এক মত৷ সমীক্ষায় বাড়িতে ধূমপান নিষিদ্ধ করার বিপক্ষে মত দিয়েছেন মাত্র ১৭ শতাংশ৷ সমীক্ষাটি করা হয় মোট ১০২০ জন মানুষের মধ্যে৷ একথা জার্মান সংবাদসংস্থা ডিপিএ-এর অনুরোধে পরিচালিত মতামত গবেষণা প্রতিষ্ঠান ‘ইউগভ' জানিয়েছে৷

বাড়িতে অতিরিক্ত ধূমপান করার কারণে এক মহিলা ভাড়াটিয়া তাঁর ফ্ল্যাট ছাড়ার নোটিস দেয়৷ এর ফলে বাড়িওয়ালা ভাড়াটিয়া মহিলার বিরুদ্ধে ড্যুসেলডর্ফ শহরের আদালতে মামলা দায়ের করে৷ সম্প্রতি বিষয়টি নিয়ে সেখানে আলোচনা হয়েছে৷

সমীক্ষাতে বেশিরভাগ মানুষ খোলা জায়গায় ধূমপান করার পক্ষে সহনশীল মনোভাব প্রকাশ করেছেন৷ যাঁদের প্রশ্ন করা হয়েছিল তাঁদের মধ্যে ৭০ শতাংশ মত দিয়েছেন, যেন খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধ করা না হয়৷ অন্যদিকে ১০২০ জনের মধ্যে এক চতুর্থাংশ খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধ করাকে সমর্থন জানিয়েছেন৷ তবে অনেকেই জানিয়েছেন যে, রেস্তোরাঁতে আশেপাশে কেউ ধূমপান করলে তাঁরা বিরক্ত বোধ করেন৷

শতকরা ৫৫ জন জানিয়েছেন, কোনো বদ্ধ ঘরে ধূমপান করা হলে তাঁরা অবশ্যই বিরক্ত বোধ করেন৷ তবে যাঁরা জীবনে কখনো ধূমপান করেননি, তাঁদের ক্ষেত্রে এই হিসেব বেড়ে গিয়ে দাড়িয়েছে ৮২ শতাংশে৷ এই জরিপের ফলাফলে আরো দেখা গেছে যে, ৪১ শতাংশ মানুষের আশে পাশে কেউ ধূমপান করলে কোনো সমস্যা হয় না বা তাঁরা বিরক্ত বোধ করেন না৷ এঁদের মধ্যে বেশিরভাগ মানুষের মতে, ধূমপানের ওপর নিষেধাজ্ঞা যেন ধূমপায়ীদের স্বাধীনতা সেভাবে খর্ব না করে৷

তবে ৩৯ শতাংশ মানুষ বলেন, ‘‘হ্যাঁ, পানশালা বা রেস্তোরাঁর মতো জায়গায় ধূমপানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে ধূমপায়ীদের ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করা হবে৷'' নিয়মিত ধূমপায়ীদের মধ্যে ৬১ শতাংশ এবং যাঁরা মাঝে মাঝে ধূমপান করেন তাঁদের মধ্যে ৫০ শতাংশ এই একই মত প্রকাশ করেছেন৷

বিশেষ করে ১৮-২৪ বছর বয়সি তরুণদের মধ্যে ৭০ শতাংশই ধূমপানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে তেমন আপত্তি নেই বলে মত দিয়েছেন৷ ৪৫ থেকে ৫৪ বছর বয়সিদের মধ্যে ৫৩ শতাংশ এই একই মত প্রকাশ করেছেন৷ তবে ৪৫ শতাংশ ‘ধূমপানের ওপর নিষেধাজ্ঞা' – ধূমপায়ীদের ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করা হবে বলে মত দিয়েছেন৷

প্রতিনিধিত্বমূলক একটি সমীক্ষায় ৭৭ শতাংশ জার্মান নাগরিক বাড়িতে ধূমপান করার পক্ষে মত প্রকাশ করেছেনছবি: Vladimirs Poplavskis - Fotolia.com

‘ইউগভ' জরিপের ফলাফলে আরো বেরিয়ে এসেছে যে, শতকরা মাত্র ২৯ জন মানুষ জীবনে কখনো ধূমপান করেননি, যেখানে ৩৫ শতাংশ নিয়মিত ধূমপান করে থাকেন বলে উঠে এসেছে৷ এছাড়া, ২৬ শতাংশ মানুষ আগে ধূমপান করতেন এবং ১০ শতাংশ বলেছেন যে, তাঁরা মাঝে মধ্যে ধূমপান করেন৷

ধূমপান সম্পর্কে বয়স্ক এবং তরুণদের মধ্যে মতের যে বেশ পার্থক্য রয়েছে, তা সমীক্ষার মধ্য দিয়ে বেশ ভালোভাবেই প্রকাশ পেয়েছে৷ ১৮ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে অর্ধেকের বেশি ধূমপান করেন না৷ ৪৫ থেকে ৬৫ বছর বয়সিদের মধ্যে শতকরা ২৪ জন জীবনে কখনো ধূমপান করেননি এবং ৪১ জন নিয়মিত ধূমপান করেন বলে জানা গেছে সমীক্ষাটি থেকে৷

এনএস / ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ