1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্যজার্মানি

বেশির ভাগ জার্মান বাধ্যতামূলক করোনা টিকার পক্ষে

৫ নভেম্বর ২০২১

জার্মানিতে করোনা সংক্রমণ রেকর্ড মাত্রা ছোঁয়ার ফলে টিকা নিতে অনিচ্ছুক মানুষের প্রতি বৈরি মনোভাব বাড়ছে৷ অন্যদিকে টিকাপ্রাপ্তদের সিংহভাগ বুস্টার ডোজ নিতে আগ্রহী৷ সরকার গোটা দেশে সেই ব্যবস্থা করতে চাইছে৷

Deutschland Corona-Pandemie Impfzentrum Berlin-Tegel
ছবি: Soeren Stache/dpa/picture alliance

সবে নভেম্বর মাস শুরু হয়েছে৷ এখনো জাঁকিয়ে শীত পড়েনি৷ এরই মধ্যে জার্মানিতে প্রতি এক লাখ মানুষের মধ্যে করোনা সংক্রমণের গড় সাপ্তাহিক হার প্রায় ১৭০ ছুঁয়ে ফেলেছে৷ এমন প্রবণতা চলতে থাকলে শীতের আগামী মাসগুলিতে পরিস্থিতি যে ভয়াবহ হয়ে উঠবে, সে বিষয়ে আর সংশয় নেই৷ বিশেষজ্ঞরা বড়দিনের সময়ে আবার পুরোপুরি লকডাউনের আশঙ্কা করছেন৷

মূলত সুযোগ পেয়েও করোনা টিকা না নেওয়া মানুষের মধ্যেই সংক্রমণ মারাত্মক আকার ধারণ করছে৷ অনেক জায়গায় টিকাপ্রাপ্তদের মধ্যেও সংক্রমণ বাড়ছে৷ জার্মানির সরকার ও রাজনৈতিক দলগুলি শুরু থেকেই করোনা টিকা বাধ্যতামূলক করার সম্ভাবনা উড়িয়ে দিলেও বর্তমান কঠিন পরিস্থিতিতে এমন পদক্ষেপের পক্ষে জনসমর্থন বাড়ছে৷ জনমত সমীক্ষায় গত আগস্ট মাসে মাত্র ৪৬ শতাংশ এমন কড়া পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরা হলেও এখন ৫৭ শতাংশ করোনা টিকা বাধ্যতামূলক করার পক্ষে সওয়াল করছেন৷ ৩৯ শতাংশ এখনো এর বিরোধিতা করছেন৷ আগস্ট মাসে সেই মাত্রা ছিল ৫০ শতাংশ৷

জার্মানির আগামী সরকার গঠনের লক্ষ্যে যে তিন দল আলোচনা চালাচ্ছে, তাদের সমর্থকদের সিংহভাগও করোনা টিকা বাধ্যতামূলক করার পক্ষে৷ এসপিডি দলের ৭১ শতাংশ, সবুজ দলের ৫৬ শতাংশ ও এফডিপি দলের ৫৩ শতাংশ সমর্থক জনমত সমীক্ষায় এমন পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন৷ ফলে এই তিন দল সরকার গঠন করতে পারলে টিকার প্রশ্নে বাড়তি চাপের মুখে পড়বে৷

করোনা টিকার প্রশ্নে জার্মানির মানুষের মধ্যে বিভাজন চোখে পড়ার মতো৷ এখনো পর্যন্ত ‘মাত্র' ৬৭ শতাংশ মানুষ সুযোগের সদ্ব্যবহার করে টিকার সব প্রয়োজনীয় ডোজ নিয়েছেন৷ ইউরোপের অন্য অনেক দেশের তুলনায় সেই হার অত্যন্ত কম৷ বাকিদের কিছুতেই টিকা নিতে রাজি করানো যাচ্ছে না৷ সর্বশেষ জনমত সমীক্ষা অনুযায়ী টিকাপ্রাপ্তদের মধ্যে প্রায় ৭০ শতাংশ করোনা টিকার বুস্টার ডোজ নিতে আগ্রহী৷

করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ মোকাবিলার লক্ষ্যে জার্মানির বিদায়ী সরকার ও রাজ্য সরকারগুলির স্বাস্থ্যমন্ত্রীরা আলোচনা করছেন৷ বিদায়ী স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান বৃহস্পতিবার জানিয়েছেন,  সারা দেশজুড়ে করোনা টিকার বুস্টার ডোজের ব্যবস্থা করার পক্ষে ঐকমত্য দেখা যাচ্ছে৷ টিকার দ্বিতীয় ডোজের ছয় মাস পরেই সবার জন্য সেই সুযোগ করে দিতে স্বাস্থমন্ত্রী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা রাজি হয়েছেন৷ তবে এ ক্ষেত্রে বয়স্ক ও বিশেষ ঝুঁকিপূর্ণ মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে৷ এমন সিদ্ধান্ত কার্যকরার করার ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা চলছে৷ বড় আকারের টিকাদান কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে ভাবনাচিন্তা করতে হচ্ছে৷ জার্মানিতে এখনো নতুন জোট সরকার গঠিত না হওয়ায় অনিচ্ছা সত্ত্বেও বিদায়ী সরকারকেই জরুরি সিদ্ধান্ত নিতে হচ্ছে৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ