1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেসরকারি খাতে টিকা: এখনও সিদ্ধান্ত হয়নি

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৩ ফেব্রুয়ারি ২০২১

করোনার টিকা বেসরকারি পর্যায়ে দেবে কিনা সরকার সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি৷ অন্যদিকে ৩০ লাখ ডোজ টিকা আমদানির অনুমতি এখনো পায়নি বেক্সিমকো৷

ছবি: Asif Mahmud Ove/bdnews24.com

স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘‘সরকার এখন ট্রায়ালকে উৎসাহিত ও দেশীয় প্রতিষ্ঠান উৎপাদন করতে পারে কিনা সেদিকে জোর দিচ্ছে৷’’

বেসরকারি মেডিকেল কলেজ ও হাসাপাতাল ১০ লাখ ডোজ টিকার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেছে৷ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন জানিয়েছেন, আবেদনের পর তারা স্বাস্থ্য মহাপরিচালকের সাথে বৈঠকও করেছেন৷ তারা সরকারকে দুইটি প্রস্তাব দিয়েছেন৷ প্রথমত, তারা এই টিকা বিনামূল্যে চেয়েছেন৷ আর তা না হলে সরকার যে দাম ঠিক করে দেবে সেই দামে তারা কিনে নেবেন৷ ফ্রি পেলে তারা বিনামূল্যেই এই টিকা দেবেন৷ আর দাম দিয়ে কিনলে সামান্য লাভ রেখে তারা এই টিকা দেবেন৷

তিনি বলেন, ‘‘সারাদেশে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে কিন্তু তাতে বেসরকারি হাসপাতালের কোনো অংশগ্রহণ নাই৷ অথচ স্বাস্থ্যখাতে আমরা অনেক বড় সেবা দিয়ে আসছি৷’’

তারা তাদের এই প্রস্তাবটি ১১ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর কাছেও তুলে ধরেন৷ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওই অনুষ্ঠানে তাদের ভ্যাকসিন দেয়ার ইঙ্গিত দিয়ে বলেন, টিকায় বেসরকারি খাতকেও সম্পৃক্ত করা হবে৷

প্রাইভেট হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের সভাপতি ডা. মনিরুজ্জামান ভুঁইয়া বলেন, ‘‘আমরা ভ্যাকসিন চাই৷ সরকার সেটা টাকার বিনিময়ে দিলেও আমরা নেব৷ অনেক সামর্থ্যবান আছেন যারা কিনে ভ্যাকসিন নিতে চান৷ প্রাইভেট খাতকে অবহেলা করা ঠিক না৷’’

মো. আব্দুল মান্নান

This browser does not support the audio element.

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানান, ‘‘আমরা তাদের আবেদনটি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি৷ তাদের বিনামূল্যে না অর্থের বিনিময়ে এই ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেয়া হবে তা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত৷ এখনো আমরা কিছু জানি না৷’’

আর স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান জানান, তিনি আবেদনটি এখনো দেখেন নি৷ দেখার পর সিদ্ধান্ত হবে৷ তিনি বলেন, ‘‘আবেদনটি এখনো আমার কাছে আসেনি৷ ডিজি আমাকে জানিয়েছেন৷ রবিবার পাব৷ এটা মন্ত্রী বা সচিব পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে ফেলা যাবে তেমন নয়৷’’

এদিকে বেক্সিমকো ফার্মা সেরাম ইনস্টিটিউট থেকে ৩০ লাখ ডোজ অক্সফোর্ডের ভ্যাকসিন আমদানির অনুমতি চেয়েছে৷ তারা বেসরকারি খাতে এই ভ্যাকসিন বিক্রি করতে চায়৷ প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা যে ৩০ লাখ ডোজ আমাদানি করবেন তার মধ্যে ১০ লাখ ডোজের জন্য সেরামের সাথে চুক্তি হয়েছে৷ বেসরকারি পর্যায়ে প্রতি ডোজের দাম পড়বে এক হাজার ১২৫ টাকা (১৩.২৭ ডলার)৷ এই মাসেই তাদের এই টিকা আনার কথা৷

তবে এই টিকা আনতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন লাগবে৷ এই নিয়ে রাব্বুর রেজার সাথে যোগাযোগ করলে তিনি মোবাইল ফোন এসএমএস-এর মাধ্যমে জানান, ‘‘নতুন কোনো আপডেট নাই৷’’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপারিচালক জানান, বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের নয়, ঔষধ প্রশাসনের আওতায়৷ অনুমোদন দিলে তারা দেবে৷ তবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকে চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি৷

তবে স্বাস্থ্য সচিব জানান, সরকার এখনো প্রাইভেট খাতে আমদানির কোনো অনুমতি দেয়নি, বেক্সিমকো ছাড়া আর কেউ আবেদনও করেনি৷ পলিসি লেভেলে সিদ্ধান্তের জন্য দুই-এক দিনের মধ্যে তারা প্রস্তাব পাবেন৷ এটা ঔষধ প্রশাসনের একার সিদ্ধান্তের বিষয় নয়৷ তিনি বলেন, ‘‘আমরা এখন বরং ট্রায়ালকে উৎসাহিত করছি৷ তিন-চারটি বিদেশি প্রতিষ্ঠান তাদের ভ্যাকসিন এখানে ট্রায়াল করতে চায়৷ আমরা সেগুলো বিবেচনা করছি৷ একইসঙ্গে দেশীয় কোনো প্রতিষ্ঠান যাতে ভ্যাকসিন উৎপাদন করতে পারে আমরা তার চেষ্টা করছি৷’’

ডা. নজরুল ইসলমাম

This browser does not support the audio element.

এদিকে বেসরকারি খাতে টিকা দেয়ার অনুমতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন করোনা সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম৷ তিনি বলেন, ‘‘বেসরকারি খাতের অংশগ্রহণ ভালো৷ কিন্তু আমাদের অভিজ্ঞতা ভালো নয়৷ বেসরকারি খাতে বিক্রি বা আমদানির অনুমতি দিলে আবার যে সাহেদের মত ঘটনা ঘটবে না তার নিশ্চয়তা নাই৷’’

তার কথা, ‘‘তারা ব্যবসা বোঝে তাই অনেক চড়া দামে বিক্রি করবে৷ আর করেনার টিকা বলে অন্য কিছু দিয়ে অর্থ আদায় করে কিনা তার নিশ্চয়তা কে দেবে?’’

তার মতে এটি সরকারের দিক থেকে মনিটরিং করার জন্য যথেষ্ঠ লোকবল নেই৷ ফলে বেসরকারি খাতে টিকা নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে মনে করেন তিনি৷

গত রবিবার থেকে বাংলাদেশে ব্যাপকভাবে টিকা দেয়া শুরু হয়েছে৷ স্বাস্থ্য সচিব জানিয়েছেন, এক হাজারের বেশি কেন্দ্রে এক যোগে টিকা দেয়া হচ্ছে৷ শনিবার টিকা নেয়া মানুষের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে৷

বাংলাদেশ বেক্সিমকোর মাধ্যমে ভারতে সেরাম ইন্সটিউট থেকে তিন কোটি ডোজ টিকা আনছে৷ এরমধ্যে ৫০ লাখ ডোজ হাতে পেয়েছে৷ আর একই টিকা ভারত সরকারের কাছ থেকে উপহার পেয়েছে ২০ লাখ ডোজ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ