1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাকাশে ফিরছে নাসা

১৭ এপ্রিল ২০১৩

‘স্পেসএক্স’-এর পর অর্বিটাল সায়েন্সেস করপোরেশন নামের এক বেসরকারি সংস্থা নাসার সঙ্গে যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রসদ পাঠানোর মহড়া শুরু করছে৷

ছবি: picture-alliance/dpa

অ্যামেরিকার স্পেস শাটল বা মহাকাশফেরির যাত্রা বন্ধ হয়ে গেছে বেশ কিছু দিন৷ ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন – আইএসএস-এ মানুষ বা মালপত্র পাঠানোর জন্য পুরোপুরি নির্ভর করতে হচ্ছে রাশিয়ার ছোট অথচ নির্ভরযোগ্য সোইয়ুজ মহাকাশযানের উপর৷ ছোট বলে বেশি মালপত্র নিয়ে যেতে পারে না সেই যান৷ অ্যামেরিকার ভাবমূর্তির জন্য এমন অবস্থা মোটেই ভালো হতে পারে না৷ এদিকে রাজকোষের অবস্থা বেশ সংকটজনক৷ মহাকাশ কর্মসূচির জন্য অর্থ আদায় করা কঠিন৷ ফলে বেসরকারি ক্ষেত্রকেই ভবিষ্যতে আরও সক্রিয় হতে হবে৷

মার্কিন মহাকাশ সংস্থা নাসা মোট দুটি কোম্পানিকে আইএসএস-এ রসদ পাঠানোর দায়িত্ব দিচ্ছে৷ তবে তারা বিচ্ছিন্নভাবে এই কাজ করতে পারবে না৷ নাসার সঙ্গে জোট বেঁধেই তাদের অভিযান চালাতে হবে৷ মূল অভিযানের আগে তাদের অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হচ্ছে৷ মহড়া সফল হলে তবেই তারা আসল অভিযান শুরু করতে পারবে৷ প্রথম সংস্থাটি মার্কিন স্পেস শাটলের কায়দায় একই যান বার বার ব্যবহার করতে চায়৷ দ্বিতীয়টি রাশিয়া বা ইউরোপের মহাকাশ কর্মসূচির আদলে শুধু রকেটে করে ক্যাপসুল মহাকাশে পৌঁছে দেবার পরিকল্পনা করছে৷

প্রথম বেসরকারি সংস্থা হিসেবে স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস বা ‘স্পেসএক্স' নাসার বরাত পেয়েছে৷ তাদের রকেটের নাম ‘ফ্যালকন', যানের নাম ‘ড্র্যাগন'৷ ভবিষ্যতে মহাকাশচারীদের নিয়ে যেতেও এই কোম্পানি ক্যাপসুলটি ‘আপগ্রেড' করার প্রচেষ্টা চালাচ্ছে৷ ২০১২ সালের মে মাসে তারা একটি পরীক্ষামূলক অভিযান চালায়৷

দ্বিতীয় কোম্পানির নাম অর্বিটাল সায়েন্সেস করপোরেশন৷ তাদের ‘অ্যান্টারেস' নামের ১৩০ ফুট লম্বা একটি রকেট ‘সিগনাস' নামের ৩,৮০০ কিলোগ্রাম ওজনের একটি যানকে মহাকাশে পৌঁছে দেবে৷ বুধবার প্রথম পরীক্ষামূলক অভিযানে অবশ্য যানটির বদলে একই ওজনের একটি নকল ক্যাপসুল ব্যবহার করা হচ্ছে৷ দ্বিতীয় অভিযানে ‘সিগনাস' অংশ নেবে৷ বুধবারের অভিযানে রকেট ভূ-পৃষ্ঠ থেকে ২৫৮ কিলোমিটার উচ্চতায় পৌঁছানোর কথা৷ সেখানে গিয়ে ক্যাপসুল নিরাপদে আলাদা করাই হলো আসল চ্যালেঞ্জ৷ প্রায় দুই সপ্তাহ কক্ষপথে থাকার পর নকল ক্যাপসুল বায়ুমণ্ডলে প্রবেশ করে ধ্বংস হয়ে যাবে৷

এসবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ