মোসুলে বেসামরিক নাগরিক হত্যার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি৷ মানবাধিকার সংস্থাটি বলেছে, বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়ানোয় ব্যর্থতা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল৷
বিজ্ঞাপন
ইরাকের পূর্ব মোসুল থেকে তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস-কে হঠানোর জন্য গত অক্টোবর থেকে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী৷ হামলা শুরুর পর থেকে অনেকবারই সেই এলাকায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ সোমবার এ নিয়েই একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷
প্রতিবেদনে বিমান হামলা থেকে বেঁচে যাওয়া মানুষ এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়েছে, বিমান হামলায় পুরো পরিবারসহ বাড়ি নিশ্চিহ্ন হওয়ার ঘটনাও ঘটেছে৷ অ্যামনেস্টির সিনিয়র ক্রাইসিস রেসপন্স অ্যাডভাইজার ডোনাটেলা রোভেরা জানান, হামলার আগে অনেক সময় ইরাকি কর্তৃপক্ষ সবাইকে বাড়িতে অবস্থান করতে বলায় তারা পালানোরও চেষ্টা করেননি এবং সে কারণে নিজের ঘরেই তাদের মৃত্যু হয়েছে৷ প্রতিবেদনে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করা হয়েছে৷
Amnesty: US-led forces must protect Iraqis
00:39
এদিকে যুক্তরাষ্ট্র এবং ইরাকের কর্তুপক্ষ জানিয়েছে, অভিযোগগুলো তারা তদন্ত করে দেখবে৷
গত ফেব্রুয়ারি থেকে মোসুলে এ পর্যন্ত অন্তত তিন হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৭ মার্চও এক বিমান হামলায় সেখানে ১৫০ জনের মতো বেসামরিক নাগরিক নিহত হয়৷
এসিবি/ডিজি (ডিপিএ, এপি)
আইএস এর কবল থেকে মুক্তির আনন্দ
আইএস এর নিয়ন্ত্রণ থেকে মানবিজ মুক্ত করার পর মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক বাহিনী মুক্তিযোদ্ধার অভ্যর্থনা পেলেন সেখানকার সাধারণ মানুষের কাছে৷ ছবিতে থাকছে তাদের স্বাধীনতার আনন্দের বহিঃপ্রকাশ৷
ছবি: Reuters/R. Said
স্বাধীনতা উদযাপন
সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স এসডিএফ মানবিজ থেকে আইএস ঘাঁটি উচ্ছেদের পর নারীদের এই উচ্ছ্বাস৷ মার্কিন বাহিনীর বিমান হামলার পাশাপাশি এসডিএফ মানবিজে স্থল অভিযান চালায়৷ কয়েক সপ্তাহ ধরে টানা দু’পক্ষের যুদ্ধের পর এসডিএফ ঘোষণা দেয় শুক্রবার আইএস এর নিয়ন্ত্রণ থেকে তারা এলাকাটি মুক্ত করেছে৷
ছবি: Reuters/R. Said
তৃপ্তির ধোঁয়া
এক বৃদ্ধা বসে সিগারেটে তৃপ্তির ধোঁয়া ছাড়ছেন, যেন এও একধরনের মুক্তির আনন্দ৷ কেননা এই আচরণ ইসলামিক স্টেটের নীতিবিরুদ্ধ৷
ছবি: Reuters/R. Said
দাড়ি ছেঁটে ফেলা
এক ব্যক্তি অন্য ব্যক্তির দাড়ি কামিয়ে দিচ্ছেন৷ আইএস এর নীতির মধ্যে অন্যতম হলো পুরুষদের বড় দাড়ি রাখতে হবে৷
ছবি: Reuters/R. Said
আলিঙ্গন
এক এসডিএফ নারী যোদ্ধা শহরকে মুক্ত করার পর এক নারীকে আলিঙ্গন করছেন৷ সিরিয়ান কুর্দি যোদ্ধাদের মধ্যে অনেক নারী যোদ্ধা রয়েছে৷ এসডিএফ এর অভিযোগ আইএস সাধারণ মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছে৷
ছবি: Reuters/R. Said
মুক্তির হাসি
আইএস এর নিয়ন্ত্রণে থাকা শেষ ঘাঁটিটি থেকে বেরিয়ে মুক্তির এক অনবদ্য হাসি মেয়েটির চোখে মুখে৷
ছবি: Reuters/R. Said
অভিযান
গত কয়েকদিন ধরে ঐ শহরের প্রতিটি কোণা থেকে আইএস এর সব চিহ্ন মুছে ফেলছে এসডিএফ৷
ছবি: Getty Images/AFP/D. Souleiman
সাধারণ মানুষকে রক্ষা
এসডিএফ এর এক নারী যোদ্ধা আইএস নিয়ন্ত্রিত এলাকা খালি করার সময় এক শিশুকে নিয়ে বেরিয়ে আসছে৷