1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বব্স’এর ভোটিং

২ এপ্রিল ২০১২

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার অনলাইন ভোট শুরু হলো৷ ১১টি ভাষায় মোট ১৭টি বিভাগে প্রতিযোগিতার জন্য মনোনিত হয়েছে ১৮৭টি ব্লগ ও ওয়েবসাইট৷ ভোটাভুটি চলবে আগামী ২রা মে পর্যন্ত৷

Screenshot "The BOBs" Bengali

২০১২ সালে ‘ইউজার প্রাইজ' বিশ্বের কোন ব্লগগুলি পাবে, তা ঠিক করবেন আপনারাই৷ সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীরা এই ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন৷

গত কয়েক সম্পাহে একটি আন্তর্জাতিক জুরি প্রতিটি বিভাগে ১১ টি ব্লগ বা ওয়েবসাইট মনোনয়ন করেছেন৷ তাদের মধ্যে থেকেই এবার ভোট দিয়ে বিজয়ী নির্ধারণের পালা৷ ভোট দেওয়ার জন্য চলে যান thebobs.com/bengali৷ সাইটটিতে আপনার ফেসবুক, টুইটার বা ওপেন-আইডি অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন আর ভোট দিন প্রতিদিন৷

এ'বছরের বব্স পুরস্কারের জন্য মনোনীত ব্লগ ও ওয়েবসাইটগুলির মধ্যে অসাধারণ কিছু দৃষ্টান্ত রয়েছে, রয়েছে ইন্টারনেটে রাজনৈতিক ও সামাজিক তৎপরতার কিছু অনন্য সাধারণ নিদর্শন৷ প্রতিযোগিতার ১১টি ভাষার সব ক'টিতে এমন সব প্রকল্প এবং উদ্যোগ নজরে পড়েছে, যেগুলি চমকে দেওয়ার মতো৷ প্রসঙ্গত, এ বছর বব্স'এর মূল বিষয় ‘জনশিক্ষা ও সংস্কৃতি', যা কিনা এ'বছর ডয়চে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরাম'এরও বিষয়৷ প্রতিযোগিতার ভাষাগুলি হলো আরবি, বাংলা, চীনা, জার্মান, ইংরেজি, ফার্সি, ফরাসি, ইন্দেনেশীয়, পর্তুগিজ, রাশিয়ান ও স্প্যানিশ৷

বাংলা ভাষায় মূল ছ'টি বিভাগে এ বছর মনোনীত হয়েছে:

সেরা ব্লগ: সাবরিনা সুলতানা'র ব্লগ (http://www.sachalayatan.com/sabrina_sultana)

সমাজ কল্যাণে প্রযুক্তির সেরা ব্যবহার: অজানা ইনফরমেশন (http://www.ojana.info)

সেরা সামাজিক আন্দোলন: আসিফ মহিউদ্দিন'এর বাংলা ব্লগ (http://www.somewhereinblog.net/blog/realAsifM)

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স পুরস্কার: আবু সুফিয়ান'এর ব্লগ (http://blog.bdnews24.com/author/abusufianIR)

সেরা ভিডিও চ্যানেল: বাংলা শেখা (http://www.youtube.com/user/84Enchantress)

বিশেষ বিভাগ জনশিক্ষা ও সংস্কৃতি: গুণীজন (http://www.gunijan.org/)

আরো জানতে ইচ্ছে করছে? এবারের মনোনীত প্রকল্পগুলি সম্পর্কে বিস্তারিত জানতে আবারো ক্লিক করুন thebobs.com/bengali৷ সেখানে মনোনীত সবকটি প্রকল্পের বিশদ বিবরণ দেওয়া আছে৷ আর যে সব ভাষা আপনার জানা নেই, সে সব ভাষায় কী'ধরনের সাহসী ও সৃজনীশীল ইন্টারনেট প্রকল্প রয়েছে, সেটা জানারও কিন্তু এটা একটা বিরল সুযোগ৷

মনে রাখতে হবে, অনলাইন ভোটের মাধ্যমে নির্ধারিত পুরস্কারকে বলা হয় ‘ইউজার প্রাইজ'৷ ‘ইউজার প্রাইজ' এবং ‘জুরি অ্যাওয়ার্ড' দুটি আলাদা সম্মাননা এবং দুটোর তাৎপর্যও ভিন্ন৷ বিজয়ী নির্বাচনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট নিয়মাবলীতে৷ আর সেই নিয়মাবলীর জন্যও ঠিকানা ঐ একটাই: thebobs.com/bengali৷

আগামী পয়লা মে বার্লিনে একটি যৌথ অধিবেশনে মিলিত হয়ে ছ'টি মিশ্র বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড' নির্ধারণ করা হবে৷ এই ছ'টি মূল বিভাগে নির্দিষ্ট ভাষার কোনো ভূমিকা নেই, অর্থাৎ প্রতিযোগিতার ১১টি ভাষার সব ক'টি থেকেই প্রতিযোগীদের নেওয়া এবং বিচার করা হবে৷

ভোটিং'এর মাধ্যমে ‘ইউজার প্রাইজ' নির্ধারণ করা হলেও, একমাত্র ‘জুরি অ্যাওয়ার্ড' বিজয়ী ব্লগগুলোর প্রতিনিধিকে কিন্তু জার্মানি আসার আমন্ত্রণ জানানো হবে৷ ২৬শে জুন জার্মানির বন শহরে ডয়চে ভেলের ‘গ্লোবাল মিডিয়া ফোরাম'-এর আঙ্গিকে বিজয়ীরা সরাসরি ‘বব্স ২০১২'-এর পুরস্কার গ্রহণ করবেন৷

প্রতিবেদন: দেবারতি গুহ
সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ