1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বব্স’এর ভোটিং

২ এপ্রিল ২০১২

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার অনলাইন ভোট শুরু হলো৷ ১১টি ভাষায় মোট ১৭টি বিভাগে প্রতিযোগিতার জন্য মনোনিত হয়েছে ১৮৭টি ব্লগ ও ওয়েবসাইট৷ ভোটাভুটি চলবে আগামী ২রা মে পর্যন্ত৷

Screenshot "The BOBs" Bengali

২০১২ সালে ‘ইউজার প্রাইজ' বিশ্বের কোন ব্লগগুলি পাবে, তা ঠিক করবেন আপনারাই৷ সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীরা এই ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন৷

গত কয়েক সম্পাহে একটি আন্তর্জাতিক জুরি প্রতিটি বিভাগে ১১ টি ব্লগ বা ওয়েবসাইট মনোনয়ন করেছেন৷ তাদের মধ্যে থেকেই এবার ভোট দিয়ে বিজয়ী নির্ধারণের পালা৷ ভোট দেওয়ার জন্য চলে যান thebobs.com/bengali৷ সাইটটিতে আপনার ফেসবুক, টুইটার বা ওপেন-আইডি অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন আর ভোট দিন প্রতিদিন৷

এ'বছরের বব্স পুরস্কারের জন্য মনোনীত ব্লগ ও ওয়েবসাইটগুলির মধ্যে অসাধারণ কিছু দৃষ্টান্ত রয়েছে, রয়েছে ইন্টারনেটে রাজনৈতিক ও সামাজিক তৎপরতার কিছু অনন্য সাধারণ নিদর্শন৷ প্রতিযোগিতার ১১টি ভাষার সব ক'টিতে এমন সব প্রকল্প এবং উদ্যোগ নজরে পড়েছে, যেগুলি চমকে দেওয়ার মতো৷ প্রসঙ্গত, এ বছর বব্স'এর মূল বিষয় ‘জনশিক্ষা ও সংস্কৃতি', যা কিনা এ'বছর ডয়চে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরাম'এরও বিষয়৷ প্রতিযোগিতার ভাষাগুলি হলো আরবি, বাংলা, চীনা, জার্মান, ইংরেজি, ফার্সি, ফরাসি, ইন্দেনেশীয়, পর্তুগিজ, রাশিয়ান ও স্প্যানিশ৷

বাংলা ভাষায় মূল ছ'টি বিভাগে এ বছর মনোনীত হয়েছে:

সেরা ব্লগ: সাবরিনা সুলতানা'র ব্লগ (http://www.sachalayatan.com/sabrina_sultana)

সমাজ কল্যাণে প্রযুক্তির সেরা ব্যবহার: অজানা ইনফরমেশন (http://www.ojana.info)

সেরা সামাজিক আন্দোলন: আসিফ মহিউদ্দিন'এর বাংলা ব্লগ (http://www.somewhereinblog.net/blog/realAsifM)

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স পুরস্কার: আবু সুফিয়ান'এর ব্লগ (http://blog.bdnews24.com/author/abusufianIR)

সেরা ভিডিও চ্যানেল: বাংলা শেখা (http://www.youtube.com/user/84Enchantress)

বিশেষ বিভাগ জনশিক্ষা ও সংস্কৃতি: গুণীজন (http://www.gunijan.org/)

আরো জানতে ইচ্ছে করছে? এবারের মনোনীত প্রকল্পগুলি সম্পর্কে বিস্তারিত জানতে আবারো ক্লিক করুন thebobs.com/bengali৷ সেখানে মনোনীত সবকটি প্রকল্পের বিশদ বিবরণ দেওয়া আছে৷ আর যে সব ভাষা আপনার জানা নেই, সে সব ভাষায় কী'ধরনের সাহসী ও সৃজনীশীল ইন্টারনেট প্রকল্প রয়েছে, সেটা জানারও কিন্তু এটা একটা বিরল সুযোগ৷

মনে রাখতে হবে, অনলাইন ভোটের মাধ্যমে নির্ধারিত পুরস্কারকে বলা হয় ‘ইউজার প্রাইজ'৷ ‘ইউজার প্রাইজ' এবং ‘জুরি অ্যাওয়ার্ড' দুটি আলাদা সম্মাননা এবং দুটোর তাৎপর্যও ভিন্ন৷ বিজয়ী নির্বাচনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট নিয়মাবলীতে৷ আর সেই নিয়মাবলীর জন্যও ঠিকানা ঐ একটাই: thebobs.com/bengali৷

আগামী পয়লা মে বার্লিনে একটি যৌথ অধিবেশনে মিলিত হয়ে ছ'টি মিশ্র বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড' নির্ধারণ করা হবে৷ এই ছ'টি মূল বিভাগে নির্দিষ্ট ভাষার কোনো ভূমিকা নেই, অর্থাৎ প্রতিযোগিতার ১১টি ভাষার সব ক'টি থেকেই প্রতিযোগীদের নেওয়া এবং বিচার করা হবে৷

ভোটিং'এর মাধ্যমে ‘ইউজার প্রাইজ' নির্ধারণ করা হলেও, একমাত্র ‘জুরি অ্যাওয়ার্ড' বিজয়ী ব্লগগুলোর প্রতিনিধিকে কিন্তু জার্মানি আসার আমন্ত্রণ জানানো হবে৷ ২৬শে জুন জার্মানির বন শহরে ডয়চে ভেলের ‘গ্লোবাল মিডিয়া ফোরাম'-এর আঙ্গিকে বিজয়ীরা সরাসরি ‘বব্স ২০১২'-এর পুরস্কার গ্রহণ করবেন৷

প্রতিবেদন: দেবারতি গুহ
সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ