1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পপ সংগীত

২৭ সেপ্টেম্বর ২০১২

পশ্চিমের রক-পপ সংগীত জগতে এক সুপরিচিত নাম জেনিফার রাশ৷ প্রায় তিন দশকের সংগীত জীবনে তিনি পেয়ে আসছেন সাফল্য ও জনপ্রিয়তা৷ ২৮শে সেপ্টেম্বর এই তারকার ৫২তম জন্মবার্ষিকী৷

৮০ ও ৯০'এর দশকে জেনিফার রাশ ছিলেন বিশ্বের জনপ্রিয় মহিলা সংগীত শিল্পীদের অন্যতম৷ ১৯৮৪ সালে ‘টোয়েন্টি ফাইভ লাভার্স'- গানটির মধ্য দিয়ে আন্তর্জাতিক সংগীতের অঙ্গনে, তাঁর প্রথম সফল আত্মপ্রকাশ৷

১৯৮৫ সালে তাঁর ব্যালেড আঙ্গিকের গান ‘দ্য পাওয়ার অফ লাভ' তাঁকে এনে দেয় বিশ্ব খ্যাতি৷ ইউরোপ ও অ্যামেরিকা সহ বিশ্বের বহু দেশে হিট গানের তালিকায় সেরা ১০টি গানের ১টি হিসেবে স্থান অধিকার করে৷ স্বীকৃতি ছাড়াও তিনি পান অসাধারণ বানিজ্যিক সাফল্য৷ ‘বেস্ট সেলার একক মহিলা সংগীত শিল্পী' হিসেবে ‘গিনেস বুক অফ রেকর্ডস'-এ স্থান পায় তাঁর নাম৷

জেনিফার রাশ'এর জন্ম ১৯৬০ সালে, নিউ ইয়র্ক শহরের কুইনসে, এক সংগীত পরিবারে৷ আসল নাম হাইডি স্ট্যার্ন৷ জার্মান বাবা ছিলেন ‘নিউ ইয়র্ক সিটি অপেরা'র গায়ক, মা ছিলেন পিয়ানো বাদক৷ খুব ছোটবেলা থেকেই সংগীতের নিবিড় পরিবেশে বড় হন তিনি৷ নয় বছর বয়সে পরিবারের সাথে তিনি পাড়ি জমান জার্মানিতে৷ সেখানেই শুরু হয় তাঁর সংগীত চর্চা৷ ১৫ বছর বয়সে নিউ ইয়র্কে ফিরে যান জেনিফার এবং সেখানে হাই স্কুল শেষ করার কিছুকাল পর, আবারও ফিরে আসেন জার্মানিতে৷

মিউনিখে তাঁর ভাই সংগীত শিল্পী ববি স্ট্যার্ন'এর সাথে শুরু করেন তাঁর সংগীত জীবন৷ ১৯৮৪ সালে জার্মানির একটি রেকর্ড কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন তিনি এবং নাম গ্রহণ করেন জেনিফার রাশ৷ ১৯৮৫ সালে বের হয় তাঁর প্রথম সফল অ্যালবাম ‘জেনিফার রাশ'৷ তারপর থেকেই একের পর এক হিট অ্যালবাম বের হয় বাজারে৷

এল্টন জন, মাইক্যাল বোল্টন, প্লাসিডো ডোমিংগো এবং ব্রায়ান মে ছাড়াও আরো বহু খ্যাতিমান সংগীত শিল্পী কণ্ঠ মিলিয়েছেন তাঁর সাথে৷ তাঁর বলিষ্ঠ সুরেলা কণ্ঠে ব্যালেড আঙ্গিকের গান, পপ-রক সংগীতের অঙ্গনে জয় করেছে লক্ষ অনুরাগীর হৃদয়৷ বেশ কিছুকাল বিরতির পর ২০১০ সালে আবার সংগীত জগতে ফিরে আসেন জেনিফার রাশ৷ প্রকাশ পায় একটি নতুন আঙ্গিকের অ্যালবাম ‘নাও ইজ দ্য আওয়ার'৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ