প্রায় তিন মাস আটক থাকার পর ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামের কবল থেকে মুক্তি পেয়েছে নাইজেরিয়ার ৬৩ জন স্কুল ছাত্রী৷ বোকো হারাম জঙ্গিরা সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গেলে সেই সুযোগে ছাত্রীরা পালিয়ে আসে৷
বিজ্ঞাপন
গত ১৪ই এপ্রিল নাইজেরিয়ার বোর্নো রাজ্যের চিবোক শহরের এক বোর্ডিং স্কুল থেকে ২৬৭ জন ছাত্রীকে ধরে নিয়ে যায় বোকো হারাম৷ পরে ৪০ জন পালিয়ে এলেও বাকিরা এতদিন জিম্মি ছিল৷ গণমাধ্যমের খবর অনুযায়ী, ধরে নিয়ে যাওয়া ছাত্রীদের অধিকাংশই খ্রিষ্টান এবং বোকো হারাম সদস্যরা অপহরণের পরই জোর পূর্বক তাদের ধর্মান্তরিত করে৷ রবিবার চিবোকের নগর পরিষদের সদস্য আব্বাস গাভা জানান, তাঁর সহকর্মীদের কাছ থেকে তিনি এমন বার্তা পেয়েছেন যাতে বলা হয়, বোকো হারাম জঙ্গিদের হাতে আটক ৬৩ জন ছাত্রী নিজ নিজ বাড়িতে ফিরেছেন৷ বোর্নো রাজ্যের রাজধানী মাইডুগুরির নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনাকর্মকর্তা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন৷
আলোচিত এক হ্যাশট্যাগের কথা
নাইজেরিয়ায় প্রায় দুই শতাধিক ছাত্রীকে অপহরণের ঘটনা নিয়ে সারা বিশ্বে এখন বেশ আলোচনা হচ্ছে৷ কিন্তু শুরুতে বিষয়টা তেমন নজড় কাড়তে পারেনি৷ একটি হ্যাশট্যাগ এক্ষেত্রে ভূমিকা রেখেছে৷
ছবি: Screenshot Facebook
দুই শতাধিক ছাত্রী অপহরণ
জঙ্গি গোষ্ঠী বোকো হারাম নাইজেরিয়ার একটি স্কুল থেকে প্রায় দুই শতাধিক ছাত্রীকে অপহরণ করে৷ ঘটনা ঘটে ১৪ এপ্রিল৷ তার একদিন পর সেটা নিয়ে রিপোর্ট করে এএফপি৷ কিন্তু তখনও বিষয়টা বিশ্বের নজর কাড়তে পারেনি৷ পরে টুইটারে শুরু হয় বহুল আলোচিত #bringbackourgirls বা ‘আমাদের মেয়েদের ফিরিয়ে আনো’ প্রচারণা৷
ছবি: picture alliance/abaca
প্রচারণার যেভাবে শুরু
এর অন্যতম উদ্যোক্তা হাদিজা বালা উসমান এএফপিকে বলেন, এত বড় একটা অপহরণের ঘটনা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে না পারায় তিনি ও তাঁর ছয় বন্ধু সেটা প্রচারের উপায় খুঁজতে শুরু করেন৷ এভাবেই প্রচারণার শুরু৷
ছবি: Twitter
গুরুত্বপূর্ণ ব্যক্তির সহায়তা
প্রচারণায় গতি আনতে উসমান’রা তাঁদের অনলাইন আলোচনায় বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ওবিয়াগেলি এজেকওয়েসিলিকে যুক্ত করেন৷ তিনি বিষয়টা শেয়ার করেন তাঁর প্রায় দেড় লক্ষ টুইটার অনুসারীর সঙ্গে৷ এভাবেই অপহরণের সংবাদটি সবার আলোচনার মাঝে চলে আসে৷
ছবি: Photo by Slaven Vlasic/Getty Images
মিশেল ওবামা
হ্যাশট্যাগ প্রচারণায় যে কাজ হয়েছে এই ছবি তার প্রমাণ৷ যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা ছবিটি তুলে টুইটারে পোস্ট করেছেন৷ সঙ্গে লিখেছেন, ‘‘নাইজেরিয়ার অপহৃত ছাত্রী ও তাদের পরিবারের জন্য রইলো শুভকামনা৷’’
ছবি: Twitter
হিলারি ক্লিন্টন
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ছাত্রী অপহরণের ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে আখ্যায়িত করেছেন৷
ছবি: Screenshot Twitter
মালালা ইউসুফজাই
হ্যাশট্যাগ প্রচারণায় যোগ দিয়ে মালালা অপহৃত ছাত্রীদের নিজের ‘বোন’ বলে সম্বোধন করেছেন৷
ছবি: Screenshot Twitter
অ্যাঞ্জেলিনা জোলি
অপহরণের ঘটনা সম্পর্কে ফ্রান্সের একটি টেলিভিশনকে জোলি বলেন, ‘‘আমি খুবই বিরক্ত, ক্ষিপ্ত....এরকম একটা কাজ যে কেউ করতে পারে, তা সত্যিই আমার কল্পনার বাইরে৷’’
ছবি: Reuters
অ্যান হ্যাথাওয়ে
অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে ও তাঁর স্বামী অ্যাডাম শুলমানকে ‘আমাদের মেয়েদের ফিরিয়ে আনো’ প্রচারণার সমর্থনে আয়োজিত একটি ব়্যালিতে অংশগ্রহণ করেন৷
ছবি: Screenshot Facebook
8 ছবি1 | 8
বোকো হারামের কাছ থেকে আটক ছাত্রীদের উদ্ধারের দায়িত্বে নিয়োজিত সেনা সদস্যদের সঙ্গে কাজ করছেন আব্বাস গাভা৷ সাংবাদিকদের তিনি বলেন, ‘‘অপহরণকারীরা একটি অভিযান পরিচালনার জন্য বাইরে গিয়েছিল৷ ওরা (ছাত্রীরা) তখনই (পালানোর জন্য) সাহসী পদক্ষেপটি নেয়৷৷''
শুক্রবার ডাম্বোয়া শহরে বোকো হারাম এবং সেনাবাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধ হয়৷ সে যুদ্ধে ৫৩ জন বোকো হারাম জঙ্গি এবং ছ'জন সেনাসদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ ছাউনি ছেড়ে সেনা সদস্যরা পার্শ্ববর্তী গ্রামগুলোতে টহল দিতে গেলে বোকো হারাম সেই ছাউনি এবং একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালায়৷ শুরু হয় দু'পক্ষের বন্দুক যুদ্ধ৷ আটক ছাত্রীরা সেই সুযোগেই প্রায় তিন মাসের বন্দিজীবন থেকে মুক্তির চেষ্টা চালিয়ে সফল হয়েছে বলে আব্বাস গাভা জানান৷
নাইজেরিয়ায় বোকো হারামের দৌরাত্ম বেড়েই চলেছে৷ গত পাঁচ বছরে সংগঠনটির হামলায় অন্তত ৬ হাজার মানুষ মারা গেছে৷ এপ্রিল মাসে অপহৃত স্কুল ছাত্রীদের এতদিনেও উদ্ধার করতে না পারায় নাইজেরিয়া সরকার এবং সেনাবাহিনী পড়েছে সমালোচনার মুখে৷