1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৈদ্যুতিক যানে জার্মানির তুলনায় চীন এগিয়ে

২৯ জানুয়ারি ২০২৪

প্রচলিত তেল-চালিত গাড়ির ক্ষেত্রে জার্মান ব্র্যান্ডগুলি গোটা বিশ্বে বেশ জনপ্রিয় হলেও ইলেকট্রিক যানের ক্ষেত্রে চীনই শীর্ষ স্থানে৷ প্রতিযোগিতায় টিকে থাকতে জার্মান কোম্পানিগুলির উপর চাপ বাড়ছে৷

চাইনিজ কোম্পানি এমজি-র একটি বৈদ্যুতিক গাড়ি
চীনের উৎপাদনকারীরা গোটা বিশ্বের কমবাসচন ইঞ্জিনের এক তৃতীয়াংশের বেশি বিক্রি করে এসেছে, তবে এখন সেই বাজার সঙ্কুচিত হচ্ছেছবি: Leonhard Simon/Getty Images

জার্মানির গাড়ি শিল্প চীনের বাজারে নিজেদের তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ বেশ কয়েক দশক ধরে বিএমডাব্লিউ, ফলক্সভাগেন ও মার্সিডিস বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজারে কোটি কোটি ডলারের ব্যবসা করছে৷

চীনের উৎপাদনকারীরা গোটা বিশ্বের কমবাসচন ইঞ্জিনের এক তৃতীয়াংশের বেশি বিক্রি করে এসেছে৷ তবে এখন সেই বাজার সঙ্কুচিত হচ্ছে৷

ইলেকট্রিক গাড়ির উন্নতির ক্ষেত্রে চীন বাকিদের তুলনায় অনেকটা এগিয়ে গেছে৷ জার্মান কোম্পানিগুলি কি এখনো তাদের সঙ্গে পাল্লা দিতে পারবে?

চীনের উৎপাদনকারীরা ইলিকট্রিক গাড়ির অভ্যন্তরীণ বাজারের ৬০ শতাংশেরও বেশি দখল করে রয়েছে৷ সবচেয়ে বড় বিদেশি কোম্পানির মধ্যে জেনারেল মোটরস চীনের বাজারের প্রায় নয় শতাংশ এবং টেসলা সাত শতাংশ ধরে রেখেছে৷ মাত্র তিন শতাংশ নিয়ে এর ঠিক পরেই ফলক্সভাগেনের স্থান৷ চীনা অর্থনীতি বিশেষজ্ঞ

সাবিনে ইয়াং-স্মিট বলেন, ‘‘আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে জার্মানিকে নিজেকে নতুন করে আবিষ্কার করতে হবে৷ গাড়ি উৎপাদনের ক্ষেত্রে সেটা সম্ভব হবে না৷ চীনের বিনিয়োগের সঙ্গে জার্মানি পাল্লা দিতে পারবে না৷''

কিন্তু জার্মান কোম্পানিগুলি সেই বাস্তব মেনে নিতে প্রস্তুত নয়৷ তারা এখনো ইলেকট্রোমোবিলিটির ক্ষেত্রে সেরা অবস্থানের জন্য লড়াই থেকে সরে আসতে চায় না৷

প্রযুক্তির ক্ষেত্রে অতীতের ঘাটতি পূরণ করতে চীনে একাধিক গবেষণা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে৷ ইঞ্জিনিয়ারদের জ্ঞান কাজে লাগিয়ে চীন ও জার্মানিতে অবস্থিত জার্মান কোম্পানির কারখানায় বৈদ্যুতিক যান উৎপাদনে গতি আনার চেষ্টা চলছে৷ ম্যার্কাটর চীন গবেষণা কেন্দ্রের গ্রেগর সেবাস্টিয়ান মনে করেন, ‘‘চীন অবশ্যই অত্যন্ত উদ্ভাবনী হয়ে উঠেছে৷ জার্মান গাড়ি কোম্পানিগুলি সেই সুযোগের সদ্ব্যবহার করতে চাইছে৷ সফ্টওয়্যার ও ব্যাটারি ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা স্থানীয় মানুষের জ্ঞান কাজে লাগাতে চাইছে৷''

ইলেকট্রিক গাড়ির বাজার কতটা জার্মানির দখলে?

04:13

This browser does not support the video element.

ফল্কসভাগেন, মার্সিডিস ও বিএমডাব্লিউ চীনা সহযোগীদের সঙ্গে সহযোগিতার সূচনা করতে ৫০০ কোটি ইউরোরও বেশি অর্থ বিনিয়োগ করছে৷

চীনের গাড়ি ক্রেতাদের কাছে জার্মান ব্র্যান্ডগুলি জনপ্রিয় হলেও জার্মান গাড়ি তেমন বিক্রি হচ্ছে না৷ যানের মধ্যে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ সবচেয়ে বড় সমস্যা৷ তাছাড়া অটোনমাস বা স্বচালিত ড্রাইভিং প্রযুক্তির ক্ষেত্রেও জার্মানরা পিছিয়ে রয়েছে৷

তবে শুধু চীনে নয়, জার্মানির উৎপাদনকারীদেরও বড় আকারে বিনিয়োগ করতে হবে৷ যেমন ইলেকট্রিক গাড়ির ব্যাটারি উৎপাদনের জন্য ২০৩৫ সালের মধ্যে ৫,০০০ কোটি ইউরো ব্যয় করতে হবে৷

প্রচলিত কম্বাসচন ইঞ্জিনের ব্যবসা থেকে পাওয়া কোটি কোটি ইউরোর মুনাফা কাজে লাগিয়ে একদিকে প্রযুক্তির উন্নতি ঘটিয়ে চলতে হবে৷ অন্যদিকে সেকেলে উৎপাদন প্রক্রিয়া বন্ধ করতে হবে৷ এনআইও কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা চিন লিহং বলেন, ‘‘জার্মান কোম্পানিগুলির অতীতের সাফল্য সম্ভবত প্রচলিত তেলচালিত গাড়ির উপর নির্ভর করে ছিল৷ তারা সাফল্যের সেই পথ ছাড়তে দ্বিধা করছে৷ নতুন কোম্পানি হিসেবে আমাদের এমন সমস্যা নেই৷ আমাদের কোনো পুরানো অভ্যাস ঝেড়ে ফেলতে হয় না৷ ফলে আমরা আরো দ্রুত অগ্রসর হতে পারি৷''

চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি রপ্তানিকারী দেশ৷ শীর্ষ স্থান থেকে তারা জাপান ও জার্মানিকে সরিয়ে দিয়েছে৷

বিওয়াইডি-র মতো চীনা কোম্পানিগুলির সুবিধা হলো. ব্যাটারি থেকে শুরু করে গাড়ি উৎপাদন পর্যন্ত সব প্রক্রিয়া একটি কোম্পানির হাতেই রয়েছে৷

গোটা বিশ্বে বৈদ্যুতিক যানের ক্ষেত্রে টেসলা সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড৷ বাজারে প্রায় ১৮ শতাংশ টেসলার হাতে৷ তার ঠিক পরেই চীনের বিওয়াইডি ও এসএআইসি রয়েছে৷ মাত্র সাত শতাংশ ভাগ নিয়ে ফলক্সভাগেন চতুর্থ স্থানে রয়েছে৷ তারপর আবার চীনের গিলি-ভলভোর স্থান৷

জার্মানির গাড়ি কোম্পানিগুলি আবার  নতুন করে চীনের বাজারের প্রতি মনোযোগ দিচ্ছে৷ সেই কৌশল কাজ করবে কিনা, আগামী কয়েক বছরেই তা জানা যাবে৷

ক্রিস্টিযান প্রিসেলিউস/এসবি

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ