নতুন বছরকে সামনে রেখে জাতির উদ্দেশে দেয়া ভাষণে জার্মানির চ্যান্সেলর বলেছেন, আগামী দিনে দেশটির জন্য বড় দুশ্চিন্তার কারণ নেই৷ বৈশ্বিক অস্থিরতা ও কঠিন পরিস্থিতির মধ্যেও জার্মানি ঠিকই এগিয়ে যাবে বলে মনে করেন তিনি৷
বিজ্ঞাপন
নতুন বছর উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস৷ বৈশ্বিক কঠিন পরিস্থিতি ও জার্মানির ভবিষ্যৎ নিয়ে তিনি নিজের আশার কথা তুলে ধরেন৷ শলৎস বলেন, ‘‘অনেক ভোগান্তি, অনেক রক্তপাতের ঘটনা ঘটছে৷ আমাদের পৃথিবী আরো অস্থির ও কঠিন হয়ে উঠেছে৷ আর এই পরিবর্তন শ্বাসরুদ্ধকর গতিতে ঘটছে৷''
চ্যান্সেলরের দপ্তর থেকে তার বক্তব্যের এই লিখিত বার্তা প্রকাশ করা হয়েছে৷ তার ভাষণের ভিডিওটি নতুন বছরের আগে প্রচারিত হবে৷ শলৎস বলেন, ‘‘(বৈশ্বিক পরিবর্তনের কারণে) জার্মানিকেও পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হচ্ছে৷ এটা আমাদের অনেকের জন্য উদ্বেগের ব্যাপার৷ অনেকে এজন্য অসন্তুষ্ট হচ্ছেন৷ আমি তা হৃদয়ে ধারণ করি৷''
চ্যান্সেলর তার বক্তব্যে ২০২৩ সালে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মানির বাধা পেরুনোর সাফল্য তুলে ধরেন৷
নববর্ষে দাঙ্গার আশঙ্কায় সতর্ক জার্মানি
01:59
মার্কিন নির্বাচনের ‘সুদূরপ্রসারী প্রভাব'
২০২৪ সালে বিশ্বে বিভিন্ন দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন৷ শলৎস তার বক্তব্যে এই নির্বাচনগুলোর গুরুত্বের কথা তুলে ধরেন৷ তার মধ্যে বিশেষভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের উপর গুরুত্বারোপ করেন তিনি৷
শলৎস ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, "আগামী বছরের ইউরোপীয় নির্বাচনের মাধ্যমে ইউরোপের ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ।"
তিনি বলেন, ‘‘আমাদের মহাদেশের পূর্বে রাশিয়ার যুদ্ধ এখনও শেষ হয়নি৷ মধ্যপ্রাচ্যে এখনও অস্ত্রের সংঘাত বন্ধ হয়নি৷ আসছে বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, ইউরোপেও যার সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে৷''
‘মন্দা থেকে ঘুরে দাঁড়িয়েছি'
জার্মানির মূল্যস্ফীতি ২০২২ সালে সাত দশমিক নয় শতাংশ থেকে ২০২৩ সালের নভেম্বেরে তিন দশমিক দুই শতাংশে নেমে এসেছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন৷ এরপরও ইউরোপের গড় মূল্যস্ফীতি দুই দশমিক চার শতাংশের চেয়ে এই হার বেশি৷
জার্মানি অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠেছে উল্লেখ করে শলৎস বলেন. ‘‘আপনাদের মনে আছে আমরা কী পরিস্থিতিতে ছিলাম? অনেক বিশেষজ্ঞ বলেছিলেন অর্থনীতি তিন, চার, পাঁচ শতাংশ সঙ্কুচিত হবে৷ অনেকে উদ্বিগ্ন ছিলেন দাম বৃদ্ধি অব্যাহত থাকবে৷ বিদ্যুতের ঘাটতি ও ঘরে ঠাণ্ডার মধ্যে থাকার আশঙ্কা করেছিলেন অনেকে৷''
কিন্তু তেমনটা হয়নি উল্লেখ করে শলৎস বলেন, ‘‘মূল্যস্ফীতি কমে এসেছে৷ মজুরি ও অবসর ভাতা বেড়েছে৷ শীতের জন্য গ্যাসের পরিপূর্ণ মজুদ রয়েছে৷''
২০২৪ সালের প্রত্যাশা
সামাজিক গণতন্ত্রী দল-এসপিডি এর নেতা শলৎস জানান, তার সরকার সড়ক ও রেল অবকাঠামোকে আগামী দিনে অগ্রাধিকার দেবে৷ এই খাতে ভবিষ্যতে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন৷
দেশটির রেল ও সড়কে মানুষের ভোগান্তির কথা উল্লেখ করেন তিনি জানান দীর্ঘদিন এ খাতে উন্নয়ন হয়নি৷ যে কারণে সরকার এখন সড়ক ও রেলের উন্নয়নে বড় বিনিয়োগ করছে৷
তবে সাম্প্রতিক সময়ে জার্মানির আদালত মহামারির তহবিল অন্য খাতে ব্যয়ের উপর নিষেধাজ্ঞা দেয়ায় বিপাকে পড়েছে শলৎস সরকার৷ বিষয়টি উল্লেখ চ্যান্সেলর বলেন, ‘‘আমরা যেসব পরিকল্পনা নিয়েছি তার সবগুলো বাস্তবায়ন করতে সক্ষম হব না৷''
জার্মানির প্রত্যেকে তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখলে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি৷ ‘‘আর তাহলে নতুন বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এখন আমরা যা ভাবছি তার চেয়ে ব্যতিক্রম কিছু ঘটলেও ২০২৪ সালটি আমাদের জন্য একটি মঙ্গলজনক বছর হবে,'' বলেন জার্মানির চ্যান্সেলর৷
মিশায়েল দ্য সিলভা/এফএস
এক নজরে ২০২৩ সালে জার্মানির বাণিজ্য
জার্মান আদালতের রায়, তার ফলে বাজেটে বিলিয়ন ইউরোর জটিলতা এবং শিল্পখাতে উত্থানপতন। এক নজরে দেখুন ২০২৩ সালে জার্মানির বাণিজ্যখাতের বড় সব ঘটনা।
ছবি: Christian Charisius/dpa/picture alliance
কমবাশ্চন ইঞ্জিনের দিন শেষ
মার্চে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ২০৩৫ সাল থেকে পেট্রোল বা ডিজেলে চালিত কোনও নতুন গাড়ি নিবন্ধিত না করার ব্যাপারে সম্মত হয়েছে। তবে জার্মানিতে এ নিয়ে একটি মামলা চলছে। মামলার নিষ্পত্তি হলে সবুজ জলবায়ু-নিরপেক্ষ সিন্থেটিক জ্বালানির ক্ষেত্রে এ বিষয়ে কিছু ছাড় দেয়া হতে পারে।
ছবি: Axel Heimken/dpa/picture alliance
জার্মানির শেষ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
পুনর্ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরের দীর্ঘস্থায়ী পরিকল্পনার অংশ হিসাবে এপ্রিলে জার্মানির শেষ তিনটি সক্রিয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছিল। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে জ্বালানি সংকট দেখা দেওয়ায় ইসার টু, নেকারভেস্টহাইম টু এবং এমসলান্ড নির্ধারিত সময়ের চেয়ে চার মাস বেশি চালু রাখা হয়। কিন্তু এরপর সেগুলোকে বন্ধ করে দেয়ার মাধ্যমে জার্মানিতে পারমাণবিক বিদ্যুৎ যুগের অবসান ঘটে।
ছবি: W. Willner/blickwinkel/picture alliance
স্বল্পমূল্যের পরিবহণ কার্ড
পয়লা মে থেকে জার্মানির বাসিন্দারা প্রতি মাসে মাত্র ৪৯ ইউরোর (প্রায় ছয় হাজার টাকা) বিনিময়ে জার্মানি জুড়ে আঞ্চলিক ট্রেন, ট্রাম, পাতাল রেল এবং বাস ব্যবহার করতে পারছেন। যাত্রীদের কাছে জনপ্রিয় হলেও এই মূল্যে খরচ তুলতে পারছে না পরিবহণ সংস্থাগুলো। কম ভাড়ার কারণে পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানিগুলো ফেডারেল এবং রাজ্য সরকারগুলোর কাছে দেড় বিলিয়ন ইউরোর (প্রায় ২০ হাজার কোটি টাকা) ভর্তুকি দাবি করেছে।
ছবি: Emmanuele Contini/IMAGO
সমুদ্রে পরিবেশগত বিপর্যয় প্রতিরোধ
জুলাই মাসে ডাচ ভাডেন সাগরের দ্বীপ আমেলান্ডের কাছে প্রায় তিন হাজার ৮০০টি গাড়ি বহন করা একটি কার্গো জাহাজে আগুন ধরে যায়। ক্রুদের সরিয়ে নেওয়ার সময় একজনের মৃত্যু হয়, ২২ জন ক্রু সদস্য আহত হন এবং প্রায় দুই হাজার ৭০০টি গাড়ি ধ্বংস হয়। জাহাজটিকে একটি বন্দরে নিয়ে যাওয়া হয় এবং বিষাক্ত তেল ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায় ভাডেন সাগর।
বিশ্বের প্রধান চিপ প্রস্তুতকারকের কারখানা ড্রেসডেনে
আগস্টে তাইওয়ানের চিপমেকার টিএসএমসি আরো তিন প্রতিষ্ঠান বোশ, ইনফিনেওন এবং এনএক্সপি এর সঙ্গে মিলে ড্রেসডেনে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে৷ স্থানীয়ভাবে সেমিকন্ডাক্টর উৎপাদন হওয়ায় এশিয়া থেকে আমদানির উপর জার্মানির নির্ভরশীলতা কমবে। জার্মান সরকার এই প্রকল্পে প্রায় পাঁচ বিলিয়ন ইউরো (প্রায় ৬০ হাজার কোটি টাকা) ভর্তুকি দিচ্ছে৷
ছবি: Sebastian Kahnert/picture alliance/dpa
তীব্র সমালোচনার মুখে অর্থনীতিমন্ত্রী
জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগ সেপ্টেম্বরে ঘর গরম রাখার ইস্যুতে একটি বিতর্কিত আইন পাস করে। এর লক্ষ্য ছিল ঘর উত্তপ্ত রাখার জ্বালানি হিসাবে তেল-গ্যাসের ব্যবহার ধীরে ধীরে প্রতিস্থাপনের মাধ্যমে জলবায়ু-বান্ধব করে তুলতে সাহায্য করা৷ কিন্তু আইনের প্রযুক্তিগত অপ্রতুলতার কারণে গ্রিন পার্টির রাজনীতিবিদ এবং অর্থনীতি মন্ত্রী রবার্ট হাবেকের তীব্র সমালোচনার মুখে পড়েন এবং পরিকল্পনাগুলো ভেস্তে যায়।
ছবি: Michael Kappeler/dpa/picture alliance
ট্রেড ইউনিয়নে প্রথম নারী প্রধান
১৩০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো জার্মানির বৃহত্তম ট্রেড ইউনিয়ন আইজি মেটাল একজন মহিলা চেয়ারপারসন নির্বাচন করেছে৷ আগামী চার বছর ইউনিয়নের ২১ লাখ সদস্যের প্রতিনিধিত্ব করবেন ক্রিশ্চিয়ানে বেনার। এই ইউনিয়নে ২০ শতাংশেরও কম সদস্য নারী।
ছবি: Arne Dedert/dpa/picture alliance
গণ অর্থায়ন এবং জার্মান বাজেট
জার্মানির সাংবিধানিক আদালত নভেম্বরে রায় দিয়েছে, কোভিড মহামারি মোকাবেলার উদ্দেশ্যে বরাদ্দ করা তহবিল আগামী বছরের বাজেটে জলবায়ু সুরক্ষার জন্য পুনরায় বরাদ্দ করা যাবে না। এমন রায়ের ফলে অন্যান্য নানাকিছুর পাশাপাশি সবুজ শক্তি প্রকল্পের অর্থায়নের জন্য ৬০ বিলিয়ন ইউরোর (প্রায় সাত লাখ কোটি টাকা) ঘাটতিতে পড়েছে জার্মান সরকার।