1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৈশ্বিক অস্থিরতার মধ্যেও অপ্রতিরোধ্য জার্মানি: শলৎস

৩১ ডিসেম্বর ২০২৩

নতুন বছরকে সামনে রেখে জাতির উদ্দেশে দেয়া ভাষণে জার্মানির চ্যান্সেলর বলেছেন, আগামী দিনে দেশটির জন্য বড় দুশ্চিন্তার কারণ নেই৷ বৈশ্বিক অস্থিরতা ও কঠিন পরিস্থিতির মধ্যেও জার্মানি ঠিকই এগিয়ে যাবে বলে মনে করেন তিনি৷

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস
শলৎস বলেন সবার প্রচেষ্ঠাতে জার্মানির অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছেছবি: Markus Schreiber/AP/picture alliance

নতুন বছর উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস৷ বৈশ্বিক কঠিন পরিস্থিতি ও জার্মানির ভবিষ্যৎ নিয়ে তিনি নিজের আশার কথা তুলে ধরেন৷ শলৎস বলেন, ‘‘অনেক ভোগান্তি, অনেক রক্তপাতের ঘটনা ঘটছে৷ আমাদের পৃথিবী আরো অস্থির ও কঠিন হয়ে উঠেছে৷ আর এই পরিবর্তন শ্বাসরুদ্ধকর গতিতে ঘটছে৷''

চ্যান্সেলরের দপ্তর থেকে তার বক্তব্যের এই লিখিত বার্তা প্রকাশ করা হয়েছে৷ তার ভাষণের ভিডিওটি নতুন বছরের আগে প্রচারিত হবে৷ শলৎস বলেন, ‘‘(বৈশ্বিক পরিবর্তনের কারণে) জার্মানিকেও পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হচ্ছে৷ এটা আমাদের অনেকের জন্য উদ্বেগের ব্যাপার৷ অনেকে এজন্য অসন্তুষ্ট হচ্ছেন৷ আমি তা হৃদয়ে ধারণ করি৷''

চ্যান্সেলর তার বক্তব্যে ২০২৩ সালে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মানির বাধা পেরুনোর সাফল্য তুলে ধরেন৷

নববর্ষে দাঙ্গার আশঙ্কায় সতর্ক জার্মানি

01:59

This browser does not support the video element.

মার্কিন নির্বাচনের ‘সুদূরপ্রসারী প্রভাব'

২০২৪ সালে বিশ্বে বিভিন্ন দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন৷ শলৎস তার বক্তব্যে এই নির্বাচনগুলোর গুরুত্বের কথা তুলে ধরেন৷ তার মধ্যে বিশেষভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের উপর গুরুত্বারোপ করেন তিনি৷

শলৎস ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, "আগামী বছরের ইউরোপীয় নির্বাচনের মাধ্যমে ইউরোপের ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ।"

তিনি বলেন, ‘‘আমাদের মহাদেশের পূর্বে রাশিয়ার যুদ্ধ এখনও শেষ হয়নি৷ মধ্যপ্রাচ্যে এখনও অস্ত্রের সংঘাত বন্ধ হয়নি৷ আসছে বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, ইউরোপেও যার সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে৷''

‘মন্দা থেকে ঘুরে দাঁড়িয়েছি'

জার্মানির মূল্যস্ফীতি ২০২২ সালে সাত দশমিক নয় শতাংশ থেকে ২০২৩ সালের নভেম্বেরে তিন দশমিক দুই শতাংশে নেমে এসেছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন৷ এরপরও ইউরোপের গড় মূল্যস্ফীতি দুই দশমিক চার শতাংশের চেয়ে এই হার বেশি৷

জার্মানি অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠেছে উল্লেখ করে শলৎস বলেন. ‘‘আপনাদের মনে আছে আমরা কী পরিস্থিতিতে ছিলাম? অনেক বিশেষজ্ঞ বলেছিলেন অর্থনীতি তিন, চার, পাঁচ শতাংশ সঙ্কুচিত হবে৷ অনেকে উদ্বিগ্ন ছিলেন দাম বৃদ্ধি অব্যাহত থাকবে৷ বিদ্যুতের ঘাটতি ও ঘরে ঠাণ্ডার মধ্যে থাকার আশঙ্কা করেছিলেন অনেকে৷''

কিন্তু তেমনটা হয়নি উল্লেখ করে শলৎস বলেন, ‘‘মূল্যস্ফীতি কমে এসেছে৷ মজুরি ও অবসর ভাতা বেড়েছে৷ শীতের জন্য গ্যাসের পরিপূর্ণ মজুদ রয়েছে৷''

২০২৪ সালের প্রত্যাশা

সামাজিক গণতন্ত্রী দল-এসপিডি এর নেতা শলৎস জানান, তার সরকার সড়ক ও রেল অবকাঠামোকে আগামী দিনে অগ্রাধিকার দেবে৷ এই খাতে ভবিষ্যতে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন৷

দেশটির রেল ও সড়কে মানুষের ভোগান্তির কথা উল্লেখ করেন তিনি জানান দীর্ঘদিন এ খাতে উন্নয়ন হয়নি৷ যে কারণে সরকার এখন সড়ক ও রেলের উন্নয়নে বড় বিনিয়োগ করছে৷

তবে সাম্প্রতিক সময়ে জার্মানির আদালত মহামারির তহবিল অন্য খাতে ব্যয়ের উপর নিষেধাজ্ঞা দেয়ায় বিপাকে পড়েছে শলৎস সরকার৷ বিষয়টি উল্লেখ চ্যান্সেলর বলেন, ‘‘আমরা যেসব পরিকল্পনা নিয়েছি তার সবগুলো বাস্তবায়ন করতে সক্ষম হব না৷''

জার্মানির প্রত্যেকে তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখলে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি৷ ‘‘আর তাহলে নতুন বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এখন আমরা যা ভাবছি তার চেয়ে ব্যতিক্রম কিছু ঘটলেও ২০২৪ সালটি আমাদের জন্য একটি মঙ্গলজনক বছর হবে,'' বলেন জার্মানির চ্যান্সেলর৷

মিশায়েল দ্য সিলভা/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ