1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতা বইমেলায় ফরাসিয়ানা

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১ ফেব্রুয়ারি ২০১৮

৩১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ৪২তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা৷ গত মঙ্গলবার এই মেলার উদ্বোধন করেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, যাঁকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব দিয়ে সম্মানিত করবে ফ্রান্স৷

Indien Buchmesse in Kalkutta
ছবি: DW/S. Bandopadhyay

৪২তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবার পঠন-পাঠনের বাইরে সম্পূর্ণ অন্যতর এক কারণে বিশিষ্টতা অর্জন করেছে৷ এবারের  কলকাতা বইমেলার‘‌থিম'‌ দেশ ফ্রান্স৷ শুধু বইমেলা নয়, এর আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময়ও ‘‌ফোকাল থিম'‌ হিসেবে দর্শক-নজরের কেন্দ্রে ছিল ফরাসি চলচ্চিত্র৷ আর এ সবই ছিল ভারত-ফ্রান্স সম্পর্কের ৭০ বছর পূর্তি উৎসব ‘‌বোঁজুর ইন্ডিয়া'‌ উদযাপনের অঙ্গ৷ কলকাতা বইমেলায় এই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে৷ তার সঙ্গে সঙ্গতি রেখেই এবার বইমেলার বৃহত্তম প্যাভিলিয়নটি করেছে ফ্রান্স এবং এই মেলা চলাকালীন ফরাসি সরকার তাদের দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘‌লিজিয়ন অফ অনার'‌ দেবে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে৷ কোনো বাঙালি, এমনকি কোনো ভারতীয়ের পক্ষেও বিরলতম এই সম্মান শেষবার পেয়েছিলেন চিত্র পরিচালক সত্যজিৎ রায়৷ সৌমিত্র তাঁরই প্রিয়তম অভিনেতা ছিলেন৷ আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত সত্যজিতের একাধিক ছবিতে কাজ করেছেন৷

মমতা ব্যানার্জি

This browser does not support the audio element.

তাঁর এই সম্মান প্রাপ্তি কলকাতা তথা পশ্চিমবঙ্গকেও গর্বিত করেছে৷ মঙ্গলবার বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ এবং বিশেষ সম্মান হিসেবে ভারতে ফরাসি রাষ্ট্রদূত আলেকজান্ডার সিগলার-এর উপস্থিতিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ই এ দিন প্রথামাফিক কাঠের হাতুড়ি ঠুকে বইমেলার সূচনা ঘোষিত করেন৷ তার আগে তাঁকে রাজ্য সরকারের তরফেও সম্মাননা জানানো হয়৷ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবারের বইমেলায় ফরাসি প্রতিনিধিত্বের প্রশংসা করতে গিয়ে বলেন, ফ্রান্সকে যেমন সারা বিশ্বের সাংস্কৃতিক রাজধানী বলে মনে করা হয়, তেমনই কলকাতা হলো ভারতের সাংস্কৃতিক রাজধানী৷

এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে ইতিহাস ও তথ্যের বিকৃতির যে অপচেষ্টা চলছে দেশজুড়ে, তার বিপদ সম্পর্কে সতর্ক করেন৷ বলেন লেখক-সাহিত্যিকদের এক্ষেত্রে দায়িত্ব অনেক৷ তাঁদের সচেতন হতে হবে, অন্যদের সচেতন করতে হবে৷ লেখক-পাঠক, সবার উদ্দেশেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বইকে পাহারা দিন আপনারা৷ যাতে কেউ বই বিকৃত করতে না পারে৷ রাজনীতি, সাহিত্য, সমাজ, সব ধরনের বইয়ের ক্ষেত্রেই সজাগ থাকতে হবে৷''

ছবি: DW/S. Bandopadhyay

৪২তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবার ফের জায়গা বদলে হচ্ছে সল্টলেকের সেন্ট্রাল পার্ক লাগোয়া মেলা প্রাঙ্গনে৷ ১২ দিনের এই মেলায় জায়গা পেয়েছে ৫৮০টি স্টল এবং ২০০টির মতো লিটল ম্যাগাজিন৷ ফরাসি লেখকরা ছাড়াও মেলায় অংশ নিচ্ছেন রাশিয়া, কলম্বিয়া, স্পেন, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, অ্যামেরিকা, গুয়াতেমালা এবং বাংলাদেশের লেখক ও প্রকাশকরা৷ এবার ৩ ফেব্রুয়ারি দিনটি পালিত হবে বাংলাদেশ দিবস হিসেবে৷ বাংলাদেশের কবি-সাহিত্যিকরা উপস্থিত থাকবেন দিনভর নানা অনুষ্ঠানে৷ পরদিন, অর্থাৎ ৪ ফেব্রুয়ারি পালিত হবে শিশু সাহিত্য দিবস হিসেবে৷  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ