1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীদের ভয়াবহ পরিণাম

৫ মে ২০১৫

ধর্ষণ, বিক্রি, জোর করে বিয়ে – বোকো হারামের বিরুদ্ধে অপহৃত নারীদের সঙ্গে এমন অনেক অপরাধের অভিযোগ উঠছে৷ যে সব নারীদের মুক্ত করা গেছে, তাদের মধ্যে অনেকে অন্তঃসত্ত্বা৷

Nigeria Flüchtlingskamp Yola
ছবি: Reuters/A. Sotunde

অন্যান্য অনেক অপকর্মের সঙ্গে নারীদের অপহরণের জন্যও বোকো হারাম কুখ্যাত হয়ে উঠেছে৷ এর মধ্যে নাইজেরিয়ার চিবক শহরের স্কুলছাত্রীদের অপহরণের ঘটনা গোটা বিশ্বে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছিল৷ ‘ব্রিংব্যাকআওয়ারগার্লস' ও ‘চিবকগার্লস' হ্যাশট্যাগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তাদের পরিণতি সম্পর্কে অনেক লেখালেখি হয়েছে৷ সরকার ও সেনাবাহিনীর উপর তাদের উদ্ধারের জন্য চাপ অনেক বেড়ে গেছে৷

সম্প্রতি বোকো হারামের হাতে আটক অনেক নারীকে উদ্ধার করতে সমর্থ হয়েছে নিরাপত্তা বাহিনী৷ তবে এই সব ঘটনা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের অভাব নিয়ে অনেক সমালোচনাও শোনা যাচ্ছে৷ যাদের উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে চিবক-এর স্কুলছাত্রীরা নেই বলেই শোনা যাচ্ছে৷ তাদের মধ্যে একজনের দাবি, চিবক-এর মেয়েদের বিক্রি অথবা বোকো হারামের নেতাদের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে৷

শেটিমা নামের উদ্ধার হওয়া এক নারী সংবাদমাধ্যমের কাছে দাবি করেছে যে, ভবিষ্যতের জঙ্গিদের জন্ম দিতে বোকো হারাম সদস্যরা অপহৃত নারীদের সঙ্গে সহবাস করছে৷

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মারিটইয়ে শাকে নাইজেরিয়ার অপহৃত নারীদের কঠিন পরিস্থিতি সম্পর্কে সমবেদনা জানিয়েছেন৷

এ প্রসঙ্গে জোসেফ করিম প্রশ্ন তুলেছেন, চিবক-এর প্রায় ২০০ নারীর জীবনের গুরুত্ব কি সম্প্রতি উদ্ধার হওয়া প্রায় ৭০০ নারীর তুলনায় বেশি? তাঁর মতে, ‘ব্রিংব্যাকআওয়ারগার্লস' অভিযান আরও মানবিক হওয়া উচিত, ‘ব্র্যান্ড' হয়ে উঠলে চলবে না৷

হিউম্যান রাইটস ওয়াচ মানবাধিকার সংগঠনের নির্বাহী পরিচালক কেনেথ রথ জানিয়েছেন, বোকো হারামের কবল থেকে উদ্ধার হওয়া অনেক নারী সন্তানসম্ভবা এবং ট্রমায় ভুগছেন৷

তবে বোকো হারামের কবল থেকে বেরিয়ে আত্মীয়-স্বজন ও পরিবারের সঙ্গে পুনর্মিলনের আনন্দও অনেকের কাছে কম ছিল না৷ হিউম্যান রাইটস ওয়াচ-এর অ্যান্ড্রু স্ট্রোলাইন এমন কিছু ঘটনা তুলে ধরেছেন৷

জিল ফিলিপোভিচ প্রশ্ন তুলেছেন, বোকো হারামের ধর্ষণের শিকার নারীরা কি নিরাপদে গর্ভপাতের সুযোগ পাবেন?

মাইক সনকো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি-কে উদ্ধৃত করে লিখেছেন, আল কায়েদা, আল শাবাব ও বোকো হারামের স্থান অতীতে৷ তাদের কোনো ভবিষ্যৎ নেই৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ