1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীদের ভয়াবহ পরিণাম

৫ মে ২০১৫

ধর্ষণ, বিক্রি, জোর করে বিয়ে – বোকো হারামের বিরুদ্ধে অপহৃত নারীদের সঙ্গে এমন অনেক অপরাধের অভিযোগ উঠছে৷ যে সব নারীদের মুক্ত করা গেছে, তাদের মধ্যে অনেকে অন্তঃসত্ত্বা৷

Nigeria Flüchtlingskamp Yola
ছবি: Reuters/A. Sotunde

অন্যান্য অনেক অপকর্মের সঙ্গে নারীদের অপহরণের জন্যও বোকো হারাম কুখ্যাত হয়ে উঠেছে৷ এর মধ্যে নাইজেরিয়ার চিবক শহরের স্কুলছাত্রীদের অপহরণের ঘটনা গোটা বিশ্বে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছিল৷ ‘ব্রিংব্যাকআওয়ারগার্লস' ও ‘চিবকগার্লস' হ্যাশট্যাগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তাদের পরিণতি সম্পর্কে অনেক লেখালেখি হয়েছে৷ সরকার ও সেনাবাহিনীর উপর তাদের উদ্ধারের জন্য চাপ অনেক বেড়ে গেছে৷

সম্প্রতি বোকো হারামের হাতে আটক অনেক নারীকে উদ্ধার করতে সমর্থ হয়েছে নিরাপত্তা বাহিনী৷ তবে এই সব ঘটনা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের অভাব নিয়ে অনেক সমালোচনাও শোনা যাচ্ছে৷ যাদের উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে চিবক-এর স্কুলছাত্রীরা নেই বলেই শোনা যাচ্ছে৷ তাদের মধ্যে একজনের দাবি, চিবক-এর মেয়েদের বিক্রি অথবা বোকো হারামের নেতাদের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে৷

শেটিমা নামের উদ্ধার হওয়া এক নারী সংবাদমাধ্যমের কাছে দাবি করেছে যে, ভবিষ্যতের জঙ্গিদের জন্ম দিতে বোকো হারাম সদস্যরা অপহৃত নারীদের সঙ্গে সহবাস করছে৷

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মারিটইয়ে শাকে নাইজেরিয়ার অপহৃত নারীদের কঠিন পরিস্থিতি সম্পর্কে সমবেদনা জানিয়েছেন৷

এ প্রসঙ্গে জোসেফ করিম প্রশ্ন তুলেছেন, চিবক-এর প্রায় ২০০ নারীর জীবনের গুরুত্ব কি সম্প্রতি উদ্ধার হওয়া প্রায় ৭০০ নারীর তুলনায় বেশি? তাঁর মতে, ‘ব্রিংব্যাকআওয়ারগার্লস' অভিযান আরও মানবিক হওয়া উচিত, ‘ব্র্যান্ড' হয়ে উঠলে চলবে না৷

হিউম্যান রাইটস ওয়াচ মানবাধিকার সংগঠনের নির্বাহী পরিচালক কেনেথ রথ জানিয়েছেন, বোকো হারামের কবল থেকে উদ্ধার হওয়া অনেক নারী সন্তানসম্ভবা এবং ট্রমায় ভুগছেন৷

তবে বোকো হারামের কবল থেকে বেরিয়ে আত্মীয়-স্বজন ও পরিবারের সঙ্গে পুনর্মিলনের আনন্দও অনেকের কাছে কম ছিল না৷ হিউম্যান রাইটস ওয়াচ-এর অ্যান্ড্রু স্ট্রোলাইন এমন কিছু ঘটনা তুলে ধরেছেন৷

জিল ফিলিপোভিচ প্রশ্ন তুলেছেন, বোকো হারামের ধর্ষণের শিকার নারীরা কি নিরাপদে গর্ভপাতের সুযোগ পাবেন?

মাইক সনকো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি-কে উদ্ধৃত করে লিখেছেন, আল কায়েদা, আল শাবাব ও বোকো হারামের স্থান অতীতে৷ তাদের কোনো ভবিষ্যৎ নেই৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ