1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোকো হারামের সঙ্গে আলোচনা

১৪ মে ২০১৪

অপহৃত দুই শতাধিক স্কুলছাত্রীর মুক্তির জন্য ইসলামি জঙ্গি দল বোকো হারামের সঙ্গে আলোচনায় বসতে চায় নাইজেরিয়ার সরকার৷

ছবি: picture alliance/abaca

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের গভর্নর কাশিম শেট্টিমা জানান, বোকো হারামের পাঠানো ভিডিওতে যে মেয়েদের দেখা গেছে, তারা সবাই চিবোক এলাকার একটি স্কুলের ছাত্রী, যেখানে গত মাসে জঙ্গিরা হামলা চালিয়েছিল৷

আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে চিবোকসহ আশেপাশের দুটি রাজ্যে আরো ছয় মাস জরুরি অবস্থা জারি রাখা হতে পারে বলে প্রেসিডেন্ট গুডলাক জোনাথন ইতোমধ্যে জানিয়েছেন৷

নাইজেরিয়ার প্রভাবশালী মন্ত্রী টানিমু টুরাকি সরকারের অবস্থান জানিয়ে সাংবাদিকদের বলেছেন, গত পাঁচ বছর ধরে চলে আসা সন্ত্রাসী কর্মকাণ্ড থামাতে বোকো হারামের সঙ্গে আলোচনায় বসতে তাঁরা প্রস্তুত আছেন৷

অপহৃতদের উদ্ধারের জন্য বিশ্বব্যাপী প্রচারণা চলছেছবি: Reuters

‘‘আমরা যে কোনো ইস্যুতে কথা বলতে রাজি আছি৷ চবোকের স্কুলছাত্রীদের বিষয়েও আমরা আলোচনায় প্রস্তুত৷''

বোকো হারামের নেতা আবু বকর শেকাউ এর আগে বলেছিলেন, তাদের যে সদস্যরা সরকারের হাতে বন্দি, তাদের মুক্তি দিলে অপহৃত স্কুলছাত্রীদেরও ছেড়ে দেয়া হবে – নাইজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে ওই শর্ত নাকচ করে দিলেও একদিনের মাথায় আলোচনায় রাজি থাকার কথা বললেন টানিমু টুরাকি৷

বোকো হারামের জঙ্গিরা গত ১৪ এপ্রিল রাজধানী আবুজায় বোমা হামলা চালায়, যাতে অন্তত ৭৫ জন নিহত হন৷ এর কয়েক ঘণ্টা পরেই চিবোকের সেই স্কুল থেকে অস্ত্রের মুখে অপহরণ করা হয় ২৭৬ জন স্কুলছাত্রীকে, যাদের মধ্য ২২৩ জনকে এখনো আটকে রেখেছে তাঁরা৷

চলতি মাসের শুরুতে ৫৭ মিনিটের একটি ভিডিও বার্তা প্রকাশ করে ওই ২৭৬ ছাত্রীকে অপহরণের কথা স্বীকার করেন ইসলামি দলটির নেতা আবু বকর শেকাউ৷ তিনি হুমকি দেন, নাইজেরিয়ায় পশ্চিমা শিক্ষা বন্ধ করা না হলে ‘আল্লাহর ওয়াস্তে' ওই স্কুলছাত্রীদের বাজারে বিক্রি করে দেয়া হবে

এরপর বিশ্বজুড়ে উদ্বেগ আর নিন্দার মধ্যে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে আকাশ থেকে তল্লাশি শুরু করে যুক্তরাষ্ট্র৷ ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েলও কয়েকজন বিশেষজ্ঞকে নাইজেরিয়ায় পাঠিয়েছে জিম্মি উদ্ধারে সহযোগিতা করার জন্য৷ সহায়তার আগ্রহ দেখিয়েছে চীন সরকারও৷

অপহৃত স্কুলছাত্রীদের কীভাবে উদ্ধার করা যায়, সে বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর আফ্রিকা কমান্ডের প্রধান জেনারেল ডেভিড রডরিগেজ ইতোমধ্যে আবুজায় পৌঁছেছেন৷ ব্রিটিশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার আইভান জোনসও জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে নাইজেরিয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন৷ তবে স্কুলছাত্রীদের উদ্ধারের কাজটি সহজ হবে না বলেই তিনি মনে করেন৷

পশ্চিমা শিক্ষার বিরোধী বোকো হারাম গত পাঁচ বছর ধরেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে আসছে৷ তবে একসঙ্গে এত ছাত্রীকে অপহরণ এই প্রথম৷ সংগঠনটির জঙ্গি কার্যক্রম শুরু হওয়ার পর তাদের হামলায় এ পর্যন্ত অন্তত পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে৷

জেকে/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ