1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোকো হারামের হামলায় নিহত ৬৫

২৯ জুলাই ২০১৯

নাইজেরিয়ার বর্নোতে জঙ্গি সংগঠন বোকো হারামের গুলিবর্ষণে অন্তত ৬৫ জন নিহত হয়েছে। রোববার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বর্নোর রাজধানী মাইদুগুরির এক গ্রামে শেষকৃত্যানুষ্ঠানে এই হত্যাকাণ্ড চালানো হয়৷

Nigeria 65 Menschen von Islamisten der Gruppe Boko Haram getötet
ছবি: AFP/A. Marte

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি৷ জড়িতদের খুঁজে বের করতে সেনা ও বিমানবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি৷

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার মোটরসাইকেল ও ভ্যানে করে আসে বোকো হারামের কর্মীরা গ্রামটিতে পৌঁছায়৷

রাজ্যের সরকারি কর্মকর্তা মুহাম্মদ বুলামা জানান, সপ্তাহ দুয়েক আগে বোকো হারামের ১১ সদস্যকে মেরে ফেলেছিল গ্রামবাসী৷ প্রতিশোধ নিতেই এ হামলা করেছে বলে মনে করেন তিনি৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শেষকৃত্যানুষ্ঠানে শেষ হতে না হতেই আক্রমণ চালায় জঙ্গিরা৷ তাদের হামলায় প্রাণ হারায় ২০ জনেরও বেশি৷ পরে গ্রামবাসী জঙ্গিদের ধাওয়া দিলে, তারা নির্বিচারে গুলি বর্ষণ করতে থাকে৷ তখন মারা যায় অন্তত ৪২জন৷ আহত হয়েছে ১০ জন৷

হামলার পর ঘটনাস্থল থেকে লাশ খুঁজে বেড়াচ্ছেন নিহতের স্বজনেরা৷ নির্বিচারে মানুষ হত্যার পর সেখানকার বাড়িঘরও আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।

দেশটির এ অঞ্চলে ইসলামি জঙ্গি সংগঠনগুলোর হামলা বেড়েই চলেছে। দশক ধরে চলতে থাকা সহিংসতায় হাজার হাজার মানুষ মারা গেছে। বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে ২০ লাখের বেশি মানুষ।

সরকার হটিয়ে ওই অঞ্চলে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় জঙ্গি সংগঠন বোকো হারাম। পশ্চিমাদের প্রতি বিদ্বেষ দেখাচ্ছে সংগঠনটি৷ পশ্চিমা ধাঁচের শিক্ষা নিষিদ্ধ করার পাশাপাশি পশ্চিমাদের সঙ্গে রাজনৈতিক, সামাজিক বা যেকোনো ধরনের সম্পর্ক মুসলিমদের জন্য নিষিদ্ধ বলেও দাবি করে আসছে বোকো হারাম৷

নাইজেরিয়া পাশাপাশি চাড, নাইজার এবং ক্যামেরুনেও বেশ সক্রিয় হয়েছে  বোকো হারাম৷  বিবিসি বলছে, শিশুদেরও রেহাই দিচ্ছে না এই সংগঠনটি৷ ২০১৪ সালে বর্নোর চিবক শহরের তিনশ স্কুলছাত্রীকে অপহরণ করে গণমাধ্যমের নজরে আসে বোকো হারাম৷ ২০১৫ সালে বোকো হারাম সবচেয়ে ভয়াবহ জঙ্গি সংগঠন হিসেবে ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের তালিকায় উঠে আসে।

টিএম/কেএম (বিবিসি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ