নাইজেরিয়ার বর্নোতে জঙ্গি সংগঠন বোকো হারামের গুলিবর্ষণে অন্তত ৬৫ জন নিহত হয়েছে। রোববার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বর্নোর রাজধানী মাইদুগুরির এক গ্রামে শেষকৃত্যানুষ্ঠানে এই হত্যাকাণ্ড চালানো হয়৷
বিজ্ঞাপন
হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি৷ জড়িতদের খুঁজে বের করতে সেনা ও বিমানবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি৷
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার মোটরসাইকেল ও ভ্যানে করে আসে বোকো হারামের কর্মীরা গ্রামটিতে পৌঁছায়৷
রাজ্যের সরকারি কর্মকর্তা মুহাম্মদ বুলামা জানান, সপ্তাহ দুয়েক আগে বোকো হারামের ১১ সদস্যকে মেরে ফেলেছিল গ্রামবাসী৷ প্রতিশোধ নিতেই এ হামলা করেছে বলে মনে করেন তিনি৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শেষকৃত্যানুষ্ঠানে শেষ হতে না হতেই আক্রমণ চালায় জঙ্গিরা৷ তাদের হামলায় প্রাণ হারায় ২০ জনেরও বেশি৷ পরে গ্রামবাসী জঙ্গিদের ধাওয়া দিলে, তারা নির্বিচারে গুলি বর্ষণ করতে থাকে৷ তখন মারা যায় অন্তত ৪২জন৷ আহত হয়েছে ১০ জন৷
হামলার পর ঘটনাস্থল থেকে লাশ খুঁজে বেড়াচ্ছেন নিহতের স্বজনেরা৷ নির্বিচারে মানুষ হত্যার পর সেখানকার বাড়িঘরও আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
ফের স্কুলছাত্রীদের অপহরণ করল বোকো হারাম
কিছুদিন আগে নাইজেরিয়ার একটি স্কুলে ফের আক্রমণ চালিয়েছে তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম৷ আবার অপহৃত কয়েকশ’ স্কুলছাত্রী৷ এর আগে ২০১৪ সালে ২৭৬ জন ছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম৷
ছবি: Reuters/A. Sotunde
শুনশান হস্টেল
নাইজেরিয়ার উত্তর-পূর্বের প্রদেশ উয়োব৷ সেখানকার ডাপচি অঞ্চলের একটি স্কুল থেকে কয়েকশ’ ছাত্রীকে অপহরণ করেছে বোকো হারাম৷ স্কুলের হস্টেলে পড়ে রয়েছে ছাত্রীদের ব্যবহৃত জিনিসপত্র৷
ছবি: Reuters/A. Sotunde
আগেও ঘটেছে হামলা
২০১৪ সালেও একই কায়দায় অন্য একটি স্কুল থেকে ছাত্রীদের অপহরণ করেছিল বোকো হারাম৷ পরে কিছু ছাত্রীকে উদ্ধার করা গেলেও অধিকাংশ ছাত্রীই এখনো নিখোঁজ৷ ওই ছাত্রীরা কী অবস্থায় আছে, এখনো জানা যায়নি৷ তার মধ্যেই নতুন করে অপহরণের ঘটনা ঘটলো৷
ছবি: Reuters/A. Sotunde
অপহরণের চিহ্ন
ছাত্রীদের অপহরণের সময় যে যথেষ্ট ধ্বস্তাধ্বস্তি হয়েছিল, স্কুল চত্বরে ছড়িয়ে রয়েছে তার চিহ্ন৷ কোথাও পড়ে আছে তাদের চটি, কোথাও বা ছেঁড়া জামাকাপড়৷
ছবি: Reuters/A. Sotunde
বন্ধ ক্লাস
ঘটনার পর থেকে বন্ধ স্কুল৷ যে ক’জন ছাত্রী পালাতে পেরেছিল, তারাও আর স্কুলে যেতে চাইছে না৷ অনেকেই ট্রমায় আক্রান্ত৷
ছবি: Reuters/A. Sotunde
পরিত্যক্ত হস্টেল
ঘটনার পর হস্টেল চত্বরে যায়নি কেউ৷ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সবকিছু৷ স্থানীয় মানুষও এলাকায় যেতে ভয় পাচ্ছেন, নতুন করে হামলার আশঙ্কায়৷
ছবি: Reuters/A. Sotunde
রক্ষা পেয়েছে যারা
খুব সামান্য সংখ্যক ছাত্রীই হামলার সময় পালাতে পেরেছিল৷ হামলার বিস্তারিত বিবরণ দিয়েছে তারা৷ ক্যামেরায় ধরা পড়েছে তেমনই কিছু ছাত্রীর ছবি৷
ছবি: Reuters/A. Sotunde
কেউ দায় স্বীকার করেনি
২০১৪ সালে হামলার পর ঘটনার দায় স্বীকার করেছিল বোকো হারাম৷ কিন্তু এবার এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি৷ তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ হামলাও বোকো হারামই চালিয়েছে৷
ছবি: Reuters/A. Sotunde
7 ছবি1 | 7
দেশটির এ অঞ্চলে ইসলামি জঙ্গি সংগঠনগুলোর হামলা বেড়েই চলেছে। দশক ধরে চলতে থাকা সহিংসতায় হাজার হাজার মানুষ মারা গেছে। বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে ২০ লাখের বেশি মানুষ।
সরকার হটিয়ে ওই অঞ্চলে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় জঙ্গি সংগঠন বোকো হারাম। পশ্চিমাদের প্রতি বিদ্বেষ দেখাচ্ছে সংগঠনটি৷ পশ্চিমা ধাঁচের শিক্ষা নিষিদ্ধ করার পাশাপাশি পশ্চিমাদের সঙ্গে রাজনৈতিক, সামাজিক বা যেকোনো ধরনের সম্পর্ক মুসলিমদের জন্য নিষিদ্ধ বলেও দাবি করে আসছে বোকো হারাম৷
নাইজেরিয়া পাশাপাশি চাড, নাইজার এবং ক্যামেরুনেও বেশ সক্রিয় হয়েছে বোকো হারাম৷ বিবিসি বলছে, শিশুদেরও রেহাই দিচ্ছে না এই সংগঠনটি৷ ২০১৪ সালে বর্নোর চিবক শহরের তিনশ স্কুলছাত্রীকে অপহরণ করে গণমাধ্যমের নজরে আসে বোকো হারাম৷ ২০১৫ সালে বোকো হারাম সবচেয়ে ভয়াবহ জঙ্গি সংগঠন হিসেবে ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের তালিকায় উঠে আসে।
টিএম/কেএম (বিবিসি)
আলোচিত এক হ্যাশট্যাগের কথা
নাইজেরিয়ায় প্রায় দুই শতাধিক ছাত্রীকে অপহরণের ঘটনা নিয়ে সারা বিশ্বে এখন বেশ আলোচনা হচ্ছে৷ কিন্তু শুরুতে বিষয়টা তেমন নজড় কাড়তে পারেনি৷ একটি হ্যাশট্যাগ এক্ষেত্রে ভূমিকা রেখেছে৷
ছবি: Screenshot Facebook
দুই শতাধিক ছাত্রী অপহরণ
জঙ্গি গোষ্ঠী বোকো হারাম নাইজেরিয়ার একটি স্কুল থেকে প্রায় দুই শতাধিক ছাত্রীকে অপহরণ করে৷ ঘটনা ঘটে ১৪ এপ্রিল৷ তার একদিন পর সেটা নিয়ে রিপোর্ট করে এএফপি৷ কিন্তু তখনও বিষয়টা বিশ্বের নজর কাড়তে পারেনি৷ পরে টুইটারে শুরু হয় বহুল আলোচিত #bringbackourgirls বা ‘আমাদের মেয়েদের ফিরিয়ে আনো’ প্রচারণা৷
ছবি: picture alliance/abaca
প্রচারণার যেভাবে শুরু
এর অন্যতম উদ্যোক্তা হাদিজা বালা উসমান এএফপিকে বলেন, এত বড় একটা অপহরণের ঘটনা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে না পারায় তিনি ও তাঁর ছয় বন্ধু সেটা প্রচারের উপায় খুঁজতে শুরু করেন৷ এভাবেই প্রচারণার শুরু৷
ছবি: Twitter
গুরুত্বপূর্ণ ব্যক্তির সহায়তা
প্রচারণায় গতি আনতে উসমান’রা তাঁদের অনলাইন আলোচনায় বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ওবিয়াগেলি এজেকওয়েসিলিকে যুক্ত করেন৷ তিনি বিষয়টা শেয়ার করেন তাঁর প্রায় দেড় লক্ষ টুইটার অনুসারীর সঙ্গে৷ এভাবেই অপহরণের সংবাদটি সবার আলোচনার মাঝে চলে আসে৷
ছবি: Photo by Slaven Vlasic/Getty Images
মিশেল ওবামা
হ্যাশট্যাগ প্রচারণায় যে কাজ হয়েছে এই ছবি তার প্রমাণ৷ যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা ছবিটি তুলে টুইটারে পোস্ট করেছেন৷ সঙ্গে লিখেছেন, ‘‘নাইজেরিয়ার অপহৃত ছাত্রী ও তাদের পরিবারের জন্য রইলো শুভকামনা৷’’
ছবি: Twitter
হিলারি ক্লিন্টন
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ছাত্রী অপহরণের ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে আখ্যায়িত করেছেন৷
ছবি: Screenshot Twitter
মালালা ইউসুফজাই
হ্যাশট্যাগ প্রচারণায় যোগ দিয়ে মালালা অপহৃত ছাত্রীদের নিজের ‘বোন’ বলে সম্বোধন করেছেন৷
ছবি: Screenshot Twitter
অ্যাঞ্জেলিনা জোলি
অপহরণের ঘটনা সম্পর্কে ফ্রান্সের একটি টেলিভিশনকে জোলি বলেন, ‘‘আমি খুবই বিরক্ত, ক্ষিপ্ত....এরকম একটা কাজ যে কেউ করতে পারে, তা সত্যিই আমার কল্পনার বাইরে৷’’
ছবি: Reuters
অ্যান হ্যাথাওয়ে
অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে ও তাঁর স্বামী অ্যাডাম শুলমানকে ‘আমাদের মেয়েদের ফিরিয়ে আনো’ প্রচারণার সমর্থনে আয়োজিত একটি ব়্যালিতে অংশগ্রহণ করেন৷