1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শয়তানের শক্তির উৎস!

১২ ডিসেম্বর ২০১৬

নাইজেরিয়ার উত্তরাঞ্চল ও তার প্রতিবেশী দেশগুলোতে সন্ত্রাস ও ভীতির অপর নাম ‘বোকো হারাম'৷ ইসলামিক স্টেট ও আল-কায়েদার সঙ্গে মতাদর্শে ভিন্নতা থাকলেও বোকো হারাম এ মুহূর্তে তথাকথিত ‘সফট টার্গেট'-এ হামলা করছে৷

এক বোকো হারাম জঙ্গি
ছবি: picture-alliance/AP Photo/G. Osodi

নাইজেরিয়ার সবশেষ প্রেসিডেন্ট নির্বাচন ও দেশটির সেনাবাহিনীর কাছে বোকো হারামের কয়েকবার পরাজিত হওয়ার ঘটনায় মনে হয়েছিল যে, এই জঙ্গি গোষ্ঠীটি হয়ত দুর্বল হয়ে পড়েছে৷ এমনকি এমনও ভাবা হয়েছিল যে, দু'বছর আগে অপহরণ করা স্কুল ছাত্রীরা হয়ত শিগগিরই মুক্তি পাবে৷ কিন্তু তেমনটা হয়নি৷

বরং এখন ইসলামিক স্টেট বা আইএস-এর আঙ্গিকে হামলা চালাচ্ছে উগ্রবাদী এই জঙ্গি গোষ্ঠীটি৷ অর্থাৎ যে সব শহর ও গ্রামে নিরাপত্তা ব্যবস্থা ততটা শক্ত নয় এবং যে অঞ্চলগুলোতে বিদেশি অতিথিরা যান, সে সব জায়গায় হামলার পরিকল্পনা করছে বোকো হারাম৷ অপহরণও থাকছে সেই পরিকল্পনার মধ্যে৷ শুধু তাই নয়, যারাই তাদের মতাদর্শ সমর্থন করবে না তাদেরই হত্যা করছে উগ্র ইসলামপন্থি এই জঙ্গি গোষ্ঠী৷

ডিজি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ