1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশি ছাত্রদের আগ্রহ

রিয়াজুল ইসলাম১৫ অক্টোবর ২০১২

জার্মানির নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের অন্যতম বিশ্ববিদ্যালয় রুয়র ইউনিভার্সিটি বোখুম৷ রাজ্যের উত্তরে বোখুম শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর বিদেশি অনেক ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হয়ে থাকে৷

বাংলাদেশের ছাত্র শরীফ মোরতজা হাসান
Sharif Mortogaছবি: Sharif Mortoga

জার্মানির যে কয়টি বিশ্ববিদ্যালয় ন্যাচারাল সায়েন্স নিয়ে বেশ সুনাম কুড়িয়েছে বোখুম শহরে অবস্থিত রুয়র ইউনিভার্সিটি তার মধ্যে একটি৷ এই বিশ্ববিদ্যালয়টিতে ন্যাচারাল সায়েন্স ছাড়াও মেডিসিন ও প্রকৌশল নিয়ে পড়ার সুযোগ রয়েছে৷ এর বাইরে অর্থনীতি, আইন সহ অন্যান্য মানবিক বিষয়গুলো তো থাকছেই৷ রুয়র ইউনিভার্সিটি বোখুমে পড়াশোনার উন্নত মান ছাড়াও বৃত্তির সুযোগ সুবিধাও অনেক৷ এছাড়া টিউশন ফিও লাগে না এখানে পড়তে৷ সব মিলিয়ে বিদেশি ছাত্রছাত্রীদের অন্যতম আকর্ষণ রুয়র ইউনিভার্সিটি বোখুম৷ এই বিশ্ববিদ্যালয়ে সাধারণত ‘ডয়েচলান্ড স্টিপেন্ডিয়ুম' থেকে বৃত্তির ব্যবস্থা রয়েছে৷

রুয়র ইউনিভার্সিটি বোখুমছবি: DW

এর বাইরে নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্য সরকারের পক্ষ থেকেও আলাদা বৃত্তি দেওয়া হয় ছাত্রছাত্রীদের৷ তাদের একজন বাংলাদেশের ছাত্র শরীফ মোরতজা হাসান৷ তিনি এখানে বায়োকেমিস্ট্রি নিয়ে মাস্টার্স করছেন৷ তিনি রাজ্যের বিজ্ঞান ও গবেষণা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি মাসে ৯২০ ইউরো করে বৃত্তি পান৷ তাঁর কাছে জানতে চেয়েছিলাম এই বিশ্ববিদ্যালয়ে বৃত্তির কেমন সুযোগ রয়েছে? তিনি জানান, এখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও আলাদাভাবে প্রতি মাসে ৩০০ ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হয়ে থাকে৷ তাদের প্রত্যেককে মাসে ৩০০ ইউরো করে দেওয়া হয়৷ এছাড়া এর বাইরে তাদের পার্ট টাইম কাজ করারও অনুমতি দেওয়া হয়৷ তাই সব মিলিয়ে তাদের খরচ চলে যায়৷

জার্মানিতে পড়তে আসার কারণ হিসেবে শরীফ বলেন, ‘‘তিনটি কারণে আমি জার্মানিকে বেছে নিই৷ প্রথম কারণ হলো, এখানে কোন টিউশন ফি লাগে না৷ দ্বিতীয়ত, এখানকার মাস্টার্স কোর্স দুই বছর, এখানে মাস্টার্স থিসিসের জন্য ছয় মাস থেকে এক বছরের সময় থাকে যেটা পিএইচডির জন্য সুযোগ করে দেয়৷ এছাড়া এখানকার পড়াশোনার মান উন্নত মানের৷ সব মিলিয়ে জার্মানি আমার কাছে এক নম্বর পছন্দ ছিলো৷

Week 42/12 LS1-Campus: Scholarship in Ruhr University Bochum - MP3-Mono

This browser does not support the audio element.

জার্মান ভাষাটা কেবল জার্মানি নয়, অস্ট্রিয়া এমনকি সুইজারল্যান্ডেও চলে, তাই জার্মান জানা থাকলে চাকরির জন্য জার্মানির বাইরেও চেষ্টার সুযোগ রয়েছে বলে জানান বাংলাদেশি ছাত্র শরীফ৷ রুয়র ইউনিভার্সিটি বোখুমের অনেকগুলো বিভাগেই বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য সুযোগ রয়েছে বলে জানান তিনি৷ এগুলোর মধ্যে রয়েছে কম্পিটিশনাল ইঞ্জিনিয়ারিং, মেটারিয়াল সায়েন্স অ্যান্ড সিম্যুলেশন, মলিকিউলার সায়েন্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি৷ এছাড়া অর্থনীতি বিভাগেও ইংরেজিতে পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে বলে জানান শরীফ মোর্তজা হাসান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ