1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোঝাপড়া সত্ত্বেও হংকংয়ে সংঘাত

৩ অক্টোবর ২০১৪

শেষ মুহূর্তে সরকার ও বিক্ষোভকারীদের মধ্যে আলোচনার পথ খুলে গেলেও বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছে একদল প্রতিবাদকারী৷ ব্যবসা ও স্বাভাবিক জীবনযাত্রার স্বার্থে তাঁরা অবরোধ তুলে নেবার দাবি করছেন৷

Bildergalerie Proteste in Hongkong 02.10.2014
ছবি: Getty Images/P. Bronstein

সংঘাত একেবারে এড়ানো গেল না৷ শুক্রবার রাতের মধ্যে প্রধান প্রশাসক লং চুন ইং-এর পদত্যাগের দাবি করেছিলেন বিক্ষোভকারীরা৷ তিনি সেই দাবি মেনে না নিলেও আপোশ হিসেবে তাঁদের সঙ্গে আলোচনায় রাজি হয়ে যান৷ এই বোঝাপড়ার আওতায় মুখ্য সচিব ক্যারি ল্যাম ‘হংকং ফেডারেশন অফ স্টুডেন্টস'-এর সঙ্গে আলোচনায় বসবেন৷ বিক্ষোভকারীরাও সরকারের কাছে তাঁদের দাবি সম্পর্কে স্পষ্ট জবাব চায়৷

২০১৭ সালের নির্বাচনের প্রার্থী বাছাই নিয়েই দুই পক্ষের বিরোধ৷ গত আগস্ট মাসে বেইজিং তাঁদের অনুগত এক কমিটির মাধ্যমে প্রার্থী বাছাইয়ের ব্যবস্থা করেছে৷ বিরোধীদের দাবি, মানুষকেই বিনা বাধায় প্রার্থীদের মনোনয়ন করতে দিতে হবে৷ চীন এই দাবি মেনে নেবে – এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না৷ তবে আপোশ হিসেবে গোটা প্রক্রিয়ায় সামান্য কিছু রদবদলে রাজি হতে পারে বেইজিং সরকার৷

বিক্ষোভকারীরা মং কক এলাকা অবরোধ করে রাখায় ক্ষোভ প্রকাশ করে জনতা৷ছবি: Reuters/Carlos Barria

এর মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বিক্ষোভকারীদের বিরোধী আর এক দল জনতার আবির্ভাবের ফলে৷ শহরের দুটি এলাকায় এই ‘অ্যান্টি ডেমনস্ট্রেটর'-দের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে৷ অতএব, পুলিশকেও হস্তক্ষেপ করতে হয়েছে৷

বিক্ষোভকারীরা মং কক এলাকা অবরোধ করে রাখায় ক্ষোভ প্রকাশ করে জনতা৷ তাদের দাবি, ‘‘মং কক এলাকা ফিরিয়ে দাও৷ হংকংয়ের বাসিন্দাদের খেতে হবে৷'' বিক্ষোভকারীদের একাংশ অবশ্য মনে করছে, পুরোটাই সাজানো ঘটনা৷ তাঁরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছে না, তাদের অর্থ দিয়ে এ কাজ করতে বলা হয়েছে৷ তবে দুই দিনের সরকারি ছুটির পর কাজে ফিরে অনেকের মনেই ক্ষোভ সৃষ্টি হয়েছে৷ বিশেষ করে ব্যবসায়ীরা চলমান অস্থিরতার ফলে ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন৷ সংবাদ সংস্থা এএফপিকে একজন বলেন, শুরুতে অনেকেই বিক্ষোভকারীদের আন্দোলনের প্রতি সমর্থন দেখিয়েছিল৷ কিন্তু তারপর তাঁরা বাড়াবাড়ি শুরু করায় সমর্থন কমে আসছে৷

এসবি / এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ