1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোঝাপড়ার মধ্য দিয়ে বিচ্ছেদ চান শোয়ার্জনেগার

২৩ জুলাই ২০১১

স্ত্রী মারিয়া শ্রিভারের সঙ্গে সম্মানজনকভাবেই সম্পর্কের ইতি ঘটাতে চান হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার৷ স্ত্রী ইতিমধ্যে আদালতে মামলা করেছেন তালাকের জন্য৷ আর শোয়ার্জনেগারও তাঁর ভরণ পোষণ দিতে রাজি বলে খবর বের হয়েছে৷

Gov. Arnold Schwarzenegger kisses his wife Maria Shriver as he gives his acceptance speech, Tuesday, Nov. 7, 2006 in Beverly Hills, Calif. Schwarzenegger defeated Democrat Phil Angelides to claim a second term, capping a yearlong comeback. (AP Photo/Mark J. Terrill)
স্ত্রী মারিয়া শ্রিভারের সঙ্গে আর্নল্ড শোয়ার্জনেগারছবি: AP

তবে সপ্তাহখানেক আগেও কিন্তু পরিস্থিতি ছিল ভিন্ন৷ স্ত্রী মারিয়া শ্রিভার লস এঞ্জেলেসের আদালতে মামলা করার পর শোয়ার্জনেগারের পক্ষ থেকে যেসব কাগজ পত্র জমা দেওয়া হয় তাতে তিনি স্ত্রীর কোন দায়িত্ব নিতে অস্বীকার করেন৷ এমনকি মারিয়াকে তাঁর আইনজীবীর খরচ নিজেকে বহন করতে হবে এমনটিও বলা হয়৷ কিন্তু সপ্তাহের মধ্যেই পরিস্থিতি বদলে গেল৷ বিনোদন ওয়েবসাইট টিএমজেড জানিয়েছে, শোয়ার্জনেগারের আইনজীবী নতুন করে যেসব দলিল জমা দিয়েছে তাতে মারিয়ার ভরণ পোষণ দিতে অস্বীকার করা হয়নি৷ অর্থাৎ সাবেক স্ত্রীর সঙ্গে সম্পর্ক একটি সম্মানজনক উপায়ে শেষ করতে চান ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর৷

পরিস্থিতির এমন পরিবর্তনের পেছনে সম্ভবত পরিবারের একটি দুর্ঘটনা কারণ৷ সপ্তাহখানেক আগে আর্নল্ড ও মারিয়ার ছোট ছেলে ক্রিস্টোফার দুর্ঘটনা ঘটিয়ে এখন হাসপাতালে পড়ে আছে৷ মাত্র ১৩ বছর বয়সি ছেলের এই দুর্ঘটনার পর থেকে দুইজনই হাসপাতালে সন্তানের পাশে৷ ঘটনাটি কিছুটা হলেও আর্নল্ড-মারিয়ার মধ্যে প্রভাব ফেলেছে৷ তাই সন্তানদের কথা ভেবেই হয়তো তারা কিছুটা আপোশে আসার চিন্তা করছেন৷ উল্লেখ্য, গত মে মাসে আর্নল্ড শোয়ার্জনেগার স্বীকার করেন যে বাড়ির পরিচারিকার সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক ছিল যার পরিণতিতে আরও এক সন্তানের পিতা তিনি৷ এর পরেই মারিয়ার সঙ্গে দীর্ঘ ২৫ বছরের সংসার ভেঙে যায় তাঁর৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ