1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিখতে ইচ্ছুক রোবট

Debarati Guha২৭ আগস্ট ২০১২

রোবট এখন সবজায়গায় আছে৷ কিন্তু সেগুলোকে ব্যবহার উপযোগী করতে প্রোগ্রাম প্রয়োজন হয়, যা মানুষের তৈরি৷ কম্পিউটার প্রোগ্রামাররা এখন রোবট কিভাবে নিজে থেকেই শিক্ষা নিতে পারে, সেই উপায় খুঁজছেন৷

ছবি: Presse Universität Bielefeld/CITEC

লার্স স্যোলিংমান একজন কম্পিউটার বিজ্ঞানী৷ বিলেফেল্ট বিশ্ববিদ্যালয়ের বোধশক্তি এবং রোবটিক্স গবেষণা কেন্দ্র, কোর-ল্যাবে কাজ করেন তিনি৷ তাঁর সঙ্গে যখন কথা হয়, তখন তিনি রোবটকে বিভিন্ন রঙের কাপ চেনাতে ব্যস্ত৷

অন্ধকারাচ্ছন্ন একটি রুমে বসে রোবটকে শিক্ষা দিচ্ছিলেন তিনি৷ তাঁর টেবিলের চারপাশে রয়েছে কম্পিউটার মনিটর, যেগুলোতে বিভিন্ন কম্পিউটার কোড এবং গ্রাফিক প্রদর্শিত হচ্ছিল৷ গবেষণার কাজে ব্যবহৃত একটি রোবট তাঁর সঙ্গে ছিল৷ ‘আইকিউব' রোবটটি আকারে একটি শিশুর মতো৷ এটির রয়েছে প্লাস্টিকের মাথা, বড় চোখ এবং নিটোল গাল৷ এই রোবটের হাত, পা, মাথা সবই আছে৷

টেবিলে স্যোলিংমান'এর কর্মকাণ্ড খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল সেটি৷ স্যোলিংমান সেটিকে যা দেখাচ্ছিল, সেগুলো সেটি পুনরাবৃত্তি করছিল৷ স্যোলিংমান এই বিষয়ে বলেন, ‘‘আমি রোবটকে যা দেখাচ্ছি, সেটি সেগুলো দেখছে৷ আমি যখন তাকে একটি সবুজ কাপ দেখাই, তখন সে সেটিকে কিভাবে মূল্যায়ন করছে সেটি এই কম্পিউটার পর্দায় দেখা যায়৷''

‘আইকিউব' রোবটটি আকারে একটি শিশুর মতোছবি: Presse Universität Bielefeld / CITEC

আইকিউব

বিজ্ঞানীরা আইকিউব'এর বোধশক্তি তৈরির চেষ্টা করছেন৷ যাতে করে মানুষ যখন রোবটটির সামনে কিছু উপস্থাপন করবে, তখন যেন সে সেটি সঠিকভাবে বুঝতে পারি৷ স্যোলিংমান এই বিষয়ে বলেন, ‘‘আমি কোন্ শব্দটির উপর বেশি গুরুত্ব দিচ্ছি, রোবটটি তা বোঝার চেষ্টা করে৷ উদাহরণ হিসেবে আমি তাকে বলতে পারি, নীল কাপ৷ তখন সে বুঝতে পারে নীল কাপটি আকর্ষণীয়৷ এবং যখন আমি তাকে নীল কাপটি দেখাই এবং একইসঙ্গে নীল কাপ বলি, তখন সে তথ্য দুটি একত্রে বিশ্লেষণের চেষ্টা করে৷''

২০০৭ সাল থেকে কোর-ল্যাবের কম্পিউটার বিজ্ঞানীরা ইঞ্জিনিয়ার, স্নায়ুবিজ্ঞানী, মনোবিজ্ঞানী এবং ভাষাবিদদের সঙ্গে কাজ করেছেন৷ তারা এমন একটি যন্ত্র তৈরি করতে চান, যেটি মানুষের আচরণের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারবে এবং মানুষের কাছ থেকে শিখতেও সক্ষম হবে৷

নমুনা রোবট

বলাবাহুল্য বর্তমানে কর্মক্ষেত্রে এবং বাড়িতে রোবটের ব্যবহার বাড়ছে৷ কিন্তু এসব রোবট পুরোপুরি প্রোগ্রাম নির্ভর এবং সহজ করে বললে পুরোপুরি বোধশক্তিশূণ্য৷ বিজ্ঞানীরা চাইছেন, এমনভাবে রোবট তৈরি করতে যেগুলো, মানুষের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে কাজ করতে সক্ষম হবে এবং মানুষের সঙ্গে সহজে যোগাযোগ রক্ষা করতে পারবে৷ বন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গৃহস্থালীতে কাজের উপযোগী একটি নমুনা রোবট তৈরি করেছেন৷ সেটির নাম জেনি৷ এই জেনিকে গবেষকরা কোনো নির্দেশ দিলে সেটি তা বুঝতে পারে এবং সে অনুযায়ী যান্ত্রিক গলায় জবাবও দেয়৷

বিজ্ঞানীরা আইকিউব'এর বোধশক্তি তৈরির চেষ্টা করছেনছবি: Presse Universität Bielefeld / CITEC

জেনি ইতিমধ্যে খাবার টেবিল গোছানো শিখে ফেলেছে৷ বিশেষ ধরনের কেকও তৈরি করতে পারে সে৷ তবে রোবটটির বর্তমানের এই কর্মক্ষমতাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ অধ্যাপক সেভেন বানকে৷ তিনি জানান, একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে কাজ করছে জেনি৷ তার জন্য এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে, যা অনমনীয় এবং নির্দিষ্ট কিছু বিষয় নিশ্চিত করার পরই কেবল সেটি এসব কাজ করতে পারে৷ উদাহরণ হিসেবে বলা যেতে পারে, টেবিল গোছানোর সময় রোবটটির কাছে একটি নির্দিষ্ট সাইজের প্লেট থাকতে হবে৷ যেকোন সাইজ হলে চলবে না৷

পাড়ি দিতে হবে বহুদূর

বানকে মনে করেন, এই রোবটকে সত্যিকার অর্থে পুরোপুরি ব্যবহার উপযোগী করতে আরো বহুদূর পাড়ি দিতে হবে৷ তবে বিলেফেল্টে অবস্থিত কোর-ল্যাবের গবেষকরা ভিন্নভাবে এগোচ্ছেন৷ তাদের চেষ্টা হচ্ছে বোধশক্তিসম্পন্ন রোবট তৈরি৷ লার্স স্যোলিংমান এই বিষয়ে বলেন, ‘‘আমরা ভবিষ্যতে এমন রোবট পেতে চাই, যেগুলো নমনীয় আচরণ করবে এবং সেই আচরণ আগে থেকেই প্রোগ্রাম করা থাকবে না৷ সেক্ষেত্রে রোবটকে অনেক কিছু শেখাতে হবে৷ সেই শিক্ষাদানের জন্য আমাদেরকে এমন প্রোগ্রাম তৈরি করতে হবে, যাতে করে রোবটের সামনে আমরা যা বলব বা প্রদর্শন করব, তা যেন সেটি বুঝতে পারে৷''

স্যোলিংমান মনে করেন, আইকিউবকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে এটি একটি শিশুর মতোই মানুষের কাছ থেকে শিখতে পারে৷ এই রোবটগুলোর যেকোন নির্দেশনা বোঝার এবং স্বাধীনভাবে সেই নির্দেশনা পালন করার ক্ষমতা থাকতে হবে৷ সেই লক্ষ্য নিয়েই এখন এগিয়ে যাচ্ছেন গবেষকরা৷

প্রতিবেদন: লাইডিয়া হিলার / এআই

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ