1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোমাবাজি ও ভাঙচুরের হরতাল

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৩ ডিসেম্বর ২০১২

বৃহস্পতিবার আধাবেলা হরতাল পালনের পর বিএনপি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত সরকার বিরোধী কঠোর কোনো কর্মসূচি না দেয়ার ঘোষণা করেছে৷

Main opsition party of Bangladesh, BNP has called Hartal as a protest against attack on political leaders. This photo shows Karwan Bazar SAARC spring (SARRC FOARA) during todays strike; Copyright: Harun Ur Rashid
ছবি: Harun Ur Rashid

এদিকে, হরতালে ঢাকাসহ সারা দেশে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, আগুন এবং পুলিশের ওপর হামলা হয়েছে যথারীতি৷

সকাল আটটার দিকে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলা হরতালের উত্তাপ শুরু হয়৷

এরপর হরতাল সমর্থক পিকেটাররা পল্টন, বিজয়নগর, মগবাজার, মানিক মিয়া এভিনিউ, মিরপুর, গাবতলীসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর করে৷ এসময় কয়েকটি গাড়িতে আগুনও দেয় তারা৷

পুলিশও পাল্টা ব্যবস্থা হিসেবে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে৷

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের পর বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন বিএনপির নেতা-কর্মীরা এর সঙ্গে জড়িত নয়৷ বরং সরকারের লোকজনই এসব ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপাচ্ছে৷ তিনি অভিযোগ করেন পুলিশ তাঁদেরকে কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে৷

ছবি: DW/S.K.Dey

ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, রাজশাহী, সিলেট, খুলনা ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ এবং আগুন লাগানো ও ভাঙচুরের খবর পাওয়া গেছে৷

হরতাল শেষে বিএনপির জ্যেষ্ঠ নেতা তরিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত কোনো কঠোর কর্মসূচি না দেয়ার কথা বলেন৷ বিজয় দিবসের নানা অনুষ্ঠানের কারণে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন৷ তিনি জানান এই সময়ের মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্তি না দেয়া হলে পরে তাঁরা আরো কঠোর কর্মসূচি দেবেন৷

এদিকে হরতাল বিরোধী মিছিল এবং সমাবেশ শেষে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই বিরোধী দলের এই কর্মসূচি৷

বৃহস্পতিবারের আধা বেলার এই হরতালেও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে ওঠে৷

নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে বিএনপির নেতৃত্বে ১৮ দলের বিরোধী জোট এই হরতাল পালন করলো৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ