1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোমাবাজি ও ভাঙচুরের হরতাল

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৩ ডিসেম্বর ২০১২

বৃহস্পতিবার আধাবেলা হরতাল পালনের পর বিএনপি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত সরকার বিরোধী কঠোর কোনো কর্মসূচি না দেয়ার ঘোষণা করেছে৷

Main opsition party of Bangladesh, BNP has called Hartal as a protest against attack on political leaders. This photo shows Karwan Bazar SAARC spring (SARRC FOARA) during todays strike; Copyright: Harun Ur Rashid
ছবি: Harun Ur Rashid

এদিকে, হরতালে ঢাকাসহ সারা দেশে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, আগুন এবং পুলিশের ওপর হামলা হয়েছে যথারীতি৷

সকাল আটটার দিকে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলা হরতালের উত্তাপ শুরু হয়৷

এরপর হরতাল সমর্থক পিকেটাররা পল্টন, বিজয়নগর, মগবাজার, মানিক মিয়া এভিনিউ, মিরপুর, গাবতলীসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর করে৷ এসময় কয়েকটি গাড়িতে আগুনও দেয় তারা৷

পুলিশও পাল্টা ব্যবস্থা হিসেবে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে৷

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের পর বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন বিএনপির নেতা-কর্মীরা এর সঙ্গে জড়িত নয়৷ বরং সরকারের লোকজনই এসব ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপাচ্ছে৷ তিনি অভিযোগ করেন পুলিশ তাঁদেরকে কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে৷

ছবি: DW/S.K.Dey

ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, রাজশাহী, সিলেট, খুলনা ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ এবং আগুন লাগানো ও ভাঙচুরের খবর পাওয়া গেছে৷

হরতাল শেষে বিএনপির জ্যেষ্ঠ নেতা তরিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত কোনো কঠোর কর্মসূচি না দেয়ার কথা বলেন৷ বিজয় দিবসের নানা অনুষ্ঠানের কারণে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন৷ তিনি জানান এই সময়ের মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্তি না দেয়া হলে পরে তাঁরা আরো কঠোর কর্মসূচি দেবেন৷

এদিকে হরতাল বিরোধী মিছিল এবং সমাবেশ শেষে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই বিরোধী দলের এই কর্মসূচি৷

বৃহস্পতিবারের আধা বেলার এই হরতালেও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে ওঠে৷

নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে বিএনপির নেতৃত্বে ১৮ দলের বিরোধী জোট এই হরতাল পালন করলো৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ