1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোমা মেরে মাছ ধরা

২৩ নভেম্বর ২০১৬

ডিনামাইট দিয়ে মাছ-ধরার ফলে প্রবাল প্রাচীর বা কোরাল রিফগুলোর কী দশা হচ্ছে, তা নিয়ে কারো মাথাব্যথা নেই৷ অথচ সেখানেই নানা প্রজাতির মাছ ডিম পাড়ে৷ কাজেই মিয়ানমারের কাছে ব্লাস্ট ফিশিং নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা৷

ছবি: Project Moken / Sofie Olsen

বহু মাস ধরে ওরা এই মুহূর্তটির জন্য প্রস্তুত হচ্ছিলেন৷ সারা বিশ্ব থেকে মেরিন বায়োলজিস্টরা এসেছেন মিয়ানমারের মের্গুই দ্বীপপুঞ্জে গবেষণা করতে৷ বিরল প্রজাতি, অক্ষত কোরাল রিফ বা প্রবালপ্রাচীর, বিজ্ঞানীরা এ সব দেখার আশা রাখেন৷

গবেষণার জাহাজটিতে তারা আগামী এগারো দিন কাটাবেন৷ দিনে তিনবার করে জলে নামবেন, ডুবুরির সাজে, রাতেও, যা খুব সহজ কাজ নয়৷ শুধু এভাবে পর্যাপ্ত নমুনা সংগ্রহ করা সম্ভব৷ অর্থাৎ আগামী কয়েক মাসের জন্য পর্যাপ্ত কাজ৷

ফনা অ্যান্ড ফ্লোরা ইন্টারন্যাশনাল নামের পরিবেশ সংগঠন বিজ্ঞানীদের দলটিকে এখানে এনেছে৷ তাদের মধ্যে আছেন অস্ট্রেলীয় বিজ্ঞানী ব্যারি রাসেল, যিনি মাছের প্রজাতি নির্ধারণের দায়িত্বে৷ অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারির ফিশ ট্যাক্সোনমিস্ট ড. ব্যারি রাসেল জানালেন, ‘‘গতবার আমরা কোরাল রিফের ৪০৯টি প্রজাতির মাছ নথিভুক্ত করেছিলাম; এবার এই অঞ্চলে আমরা ৫০০-র বেশি প্রজাতির দেখা পাবো বলে আমাদের ধারণা৷ কাজেই আমরা গতবার যে সব প্রজাতির দেখা পাইনি, তাদের খোঁজে রয়েছি৷''

এভাবেও মাছ ধরা যায়!

05:35

This browser does not support the video element.

থাই প্রযুক্তি'

তবে চমকের কোনো অভাব নেই৷ প্রতিদিন সন্ধ্যায় একই দৃশ্য – ‘‘থাই প্রযুক্তি'', বললেন জেমস ট্রু, যিনি ডুবুরিদের দায়িত্বে রয়েছেন৷ তিনি ইতিপূর্বে থাইল্যান্ডে গবেষণা করেছেন, কাজেই মাছ ধরার এই পদ্ধতি তিনি চেনেন৷ ‘‘ওদিকে আরো তিনটে জাহাজ দেখতে পাচ্ছি''....মিয়ানমারের রাজনৈতিক উন্মোচনের পর এই মাছ-ধরার বোটগুলি এখানেও উদয় হতে শুরু করেছে৷

থাইল্যান্ডের প্রিন্স অফ সংক্লা বিশ্ববিদ্যালয়ের ড. জেমস ট্রু জানালেন, ‘‘আলো দেখে টোপের মাছ আসে, স্কুইড আসে, প্রচুর কচি মাছেরাও আসে – সেটাই একটা বড় সমস্যা, কেননা অনেক কচি মাছ এই আলোর বোটগুলোর হাতে ধরা পড়ে, তারা কোরাল রিফ অবধি পৌঁছায়ই না৷ কাজেই এই বোটগুলো মাছের সংখ্যা নতুন করে বাড়তে দিচ্ছে না, অনেক বোট গুলোর আর মাছ-ধরিয়েরা এত দক্ষ৷''

মাত্রাধিক মাছ ধরার ফলে প্রবালপ্রাচীরগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ বিজ্ঞানীদের দল জানতে চান, মের্গুই দ্বীপপুঞ্জের কোন কোন কোরাল রিফ এখনও অক্ষত আছে, আর কোথায় সম্ভবত বড় দেরি হয়ে গেছে৷ সেজন্য তারা ঝিনুক অনুসন্ধান করে দেখছেন; কানকোগুলোয় যে ব্যাকটেরিয়া গজায়, সেগুলো বিশ্লেষণ করে দেখছেন৷ কেননা বিশেষ করে এই ঝিনুকগুলো থেকে পানির উৎকর্ষ সম্পর্কে অনেক কিছু জানা যায়; কোরাল রিফ ক্ষতিগ্রস্ত হলে ঝিনুকগুলোও ক্ষতিগ্রস্ত হয় কিনা, তা জানা যায়৷

এআরসি সেন্টার অফ এক্সেলেন্স ফর কোরাল রিফ স্টাডিজের ড. অ্যামেলিয়া ওয়েঙ্গার বলেন, ‘‘রিফগুলো আরো ভালো অবস্থায় থাকবে বলে আমি ভেবেছিলাম৷ প্রথমবার জলে নেমে যখন ধ্বংসের পরিমাণ দেখলাম, তখন চমকে গেছিলাম৷ বিশেষ করে ডিনামাইট ফাটিয়ে মাছ ধরা৷ এতো ব্যাপকভাবে আমি তা কখনো ঘটতে দেখিনি৷''

বিপর্যয়ের পূর্বাভাস

মৃত প্রবালের ধ্বংসস্তূপ৷ পরিবেশ প্রণালীর পক্ষে একটি বিপর্যয়ের সমতুল৷ প্রবালপ্রাচীরগুলোতে বহু প্রজাতির মাছ ডিম পাড়ে৷ কোরাল রিফ ধ্বংস হওয়ার মানে, প্রজাতিগুলো উধাও হওয়া৷ গবেষকরা কিছু ‘‘ভুতুড়ে জাল'' খুঁজে পেলেন – পুরনো ফেলে দেওয়া বা হারিয়ে যাওয়া মাছ ধরার জাল৷ অথচ সেই জালে জড়িয়ে আজও সাগরের প্রাণী প্রাণ হারায়৷

বিজ্ঞানীদের কাজ হলো, সমাধানের খোঁজে তথ্য সংগ্রহ করা৷ জেমস ট্রু তাঁর সতীর্থদের নিয়ে জলের তলায় মাইক্রোফোন বসাবেন৷ এই সব মাইক্রোফোনে অনেক কিলোমিটার দূর থেকে ডলফিন কিংবা অন্যান্য প্রজাতির আওয়াজ ধরতে পারা যাবে; এছাড়া বেআইনিভাবে মাছ কিংবা অন্য প্রাণী ধরার হদিশ পাওয়া যাবে৷

কর্নেল ইউনিভার্সিটির মেরিন বায়োলজিস্ট ড. জোলেয়া ল্যাম্ব বললেন, ‘‘বর্তমানে মিয়ানমার, এমনকি সারা বিশ্বে কি পরিমাণ ‘ব্লাস্ট ফিশিং' বা ডিনামাইট ফাটিয়ে মাছ ধরা হচ্ছে, তা আমাদের জানা নেই৷ এটাই প্রথম এ-ধরনের জরিপ৷ কিন্তু এখন আমরা মিয়ানমারের দৃষ্টান্ত থেকে দেখাতে চাই, কী পরিমাণ ব্লাস্ট ফিশিং হচ্ছে৷''

সাগরের তলায় যা কিছু অক্ষত অবস্থায় দেখতে পাবেন বলে জেমস ট্রু ও তাঁর গবেষকরা ধরে নিয়েছিলেন, তার অনেক কিছুরই খোঁজ পাওয়া যায়নি৷ আটশ'র বেশি দ্বীপ বিশিষ্ট দ্বীপপুঞ্জটিতে বহু প্রবাল প্রাচীর বা কোরাল রিফ আছে, যেগুলোকে বাঁচানোর আর কোনো উপায় নেই৷ অন্যান্য রিফ আবার সুস্থ হতে ত্রিশ বছর লেগে যাবে, বলে গবেষকদের ধারণা৷ কিন্তু মেরিন বায়োলজিস্টরা এমন সব জায়গাও খুঁজে পেয়েছেন, যেখানে বহু ছোট ছোট, তরুণ প্রবাল গজাচ্ছে

গবেষকদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে সংরক্ষিত এলাকা সৃষ্টি করা যাবে – এভাবে যে কোরাল রিফগুলেো এখনও অক্ষত আছে, সেগুলোকে সুরক্ষিত করা যাবে৷ সেজন্য গবেষকরা তাদের দামি মাইক্রোফোনগুলো জলের নীচে এমন সব জায়গায় লুকিয়ে রাখলেন, যেখানে ব্লাস্ট ফিশিং-এর মাছ-ধরিয়েরা সেগুলোকে খুঁজে পেয়ে নষ্ট করে দিতে পারবে না৷

কার্মেন মায়ার/এসি

দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ