1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোরকা, নিকাব পরায় নিষেধাজ্ঞার পথে জার্মানি

অ্যালিস্টার ওয়ালশ/জেডএইচ (ডিপিএ, রয়টার্স, এএফপি)২৮ এপ্রিল ২০১৭

সরকারি কর্মকর্তা, বিচারক ও সেনাসদস্যদের উপর বোরকা ও নিকাব পরায় নিষেধাজ্ঞা জারি করেছে জার্মান সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগ৷ উচ্চকক্ষে বিলটি পাস হলে কর্মক্ষেত্রে তাঁরা এ ধরণের পোশাক পরতে পারবেন না৷

Frankreich Burkaverbot in Paris Gericht 2011
ছবি: Imago

বৃহস্পতিবার পাস হওয়া বিলে পরিচয়পত্র পরীক্ষার সময় নারীদের পুরো মুখ দেখানোও বাধ্যতামূলক করা হয়েছে৷

জার্মানির শাসক জোট এক বিবৃতিতে বলেছে, ‘‘ধর্মীয় ও আদর্শগত কারণে পুরো মুখ ঢাকা পোশাক পরার বিষয়টি সরকারি কাজকর্ম সম্পাদনে নিরপেক্ষ থাকার নীতির সঙ্গে সাংঘর্ষিক৷'' 

উচ্চকক্ষে আইনটি পাস হলে ইউরোপের মধ্যে জার্মানি হবে পঞ্চম দেশ যেখানে বোরকা ও নিকাব পরায় পুরোপুরি বা আংশিক নিষেধাজ্ঞা জারি হবে৷ ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও বুলগেরিয়ায় এর আগে এমন নিষেধাজ্ঞা জারি করেছে৷

অস্ট্রিয়া ও নরওয়েতে বিষয়টি নিয়ে আলোচনা চলছে৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গত ডিসেম্বরে মুসলিম পর্দার ওপর ‘আইন অনুযায়ী যতটুকু সম্ভব' ততটুকু নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছিলেন৷

জার্মান বুন্ডেসটাগে পাস হওয়া এই আইন জার্মানির ডানপন্থি দলগুলোর দাবির পুরোপুরি পূরণ নয়৷ কারণ, তারা ফ্রান্সের মতো জার্মানিতেও প্রকাশ্যস্থানে বোরকা ও নিকাব পরায় নিষেধাজ্ঞার দাবি জানিয়েছিল৷

গত ফেব্রুয়ারিতে ম্যার্কেল সরকারের জোটসঙ্গী দল সিএসইউ বলেছে, তারা স্কুল, বিশ্ববিদ্যালয়, ভোটকেন্দ্র ও সরকারি অফিসে পুরো মুখ ঢাকা পর্দা পরার উপর নিষেধাজ্ঞা জারি করবে৷

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে জার্মানিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ