1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোরুসিয়া ডর্টমুন্ড

১২ জানুয়ারি ২০০৯

বোরুসিয়ার অন্যান্য টপ ক্লাবদের মতো টাকা না থাকতে পারে, কিন্তু তাদের আছে এক ফুটবল-পাগল ট্রেনার, যার নাম ইয়ুর্গেন ক্লপ৷ এবং গত মরশুমেই ডর্টমুন্ড ক্লপের প্রভাব দেখিয়েছে মাত্র পাঁচটি খেলায় হেরে৷

নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ নাকি যুগান্তর ঘটাবেনছবি: picture-alliance /dpa

ক্লপকে ট্রেনিং-পাগলও বলা চলতে পারে: প্লেয়ারদের জিভ বেরিয়ে গেছে প্রাক-মরশুম ট্রেনিং-এর ধকল সামলাতে৷ কেননা ক্লপ চান গতিবেগ এবং আবেগ, হৃদয় এবং মস্তিষ্ক, এক কথায় সব কিছু৷ এবং প্লেয়াররাও কোচকে সব কিছু দিয়েছে: তার প্রমাণ গত মরশুমের শেষ ১০টি খেলা থেকে অভাবনীয় ২৫ পয়েন্ট৷ তবুও যদি নতুন ইউরোপা লীগে খেলার সুযোগটা অল্পের জন্য ফস্কে যায়, তো কি করা যেতে পারে৷

ওদিকে ট্রেনিং এবং হৃদয়াবেগ, এই দিয়েই তো ক্লপকে কাজ চালাতে হবে৷ কেননা ছ’বারের বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন ডর্টমুন্ডের কিন্তু দামি প্লেয়ার কেনার সামর্থ্য নেই৷ মাটস হুমেলস সদ্য আন্ডার টোয়েন্টিওয়ান ইউরোপ চ্যাম্পিয়ন হয়ে আসার পর তার জন্য ডর্টমুন্ডকে বায়ার্ন মিউনিখকে গুণতে হয় ৪২ লক্ষ ইউরো৷ তার পরে বাকি ছিল আর লাখ দশেক৷ তা গেছে এ্যাটাকে দিমিতার রাঙেলভ আর কেভিন গ্রোসক্রয়েৎস, এবং মিডফিল্ডে মার্কুস ফয়েলনার এবং সোয়েন বেন্ডারকে কিনতে৷ সবারই নাকি ‘‘বিকাশের সম্ভাবনা’’ খুব ভালো৷ অন্তত ইয়ুর্গেন ক্লপের হাতে পড়লে তো বটেই৷

ক্লপ যখন বোরুসিয়াকে ঢেলে গড়তে শুরু করেন, তখন তাঁর নীতিই ছিল সুবোটিচ, হুমেলস, সাহিন, ব্লাজিকোভস্কির মতো তরুণদের সাথে ভালডেজ, হায়নাল, ওভোমোয়েলার মতো পোড় খাওয়াদের মেলানো৷ আর স্টার বলতে ক্যাপটেন সেবাস্টিয়ান কেল তো আছেই৷ ফরোয়ার্ড হিসেবে রাঙেলভ ইতিমধ্যেই ফ্রাই, ভালডেজ, জিদান - জিনেদিন জিদান নয়, মিশরের মোহামেদ জিদান - ইত্যাদিদের চমকে দিয়েছে তাদের চাইতে বেশি গোল করে৷ ক্লপও রাঙেলভকে বিশেষ পছন্দ করেন৷ ফয়েলনারকেও তাঁর পছন্দ৷ মিডফিল্ডে সোয়েন বেন্ডার হবে কেলের ব্যাক-আপ৷ তবে ক্লপের সবচেয়ে বড় সমস্যা হল, বুন্ডেসলিগার অন্যান্য টপ ক্লাবগুলির মতো তাঁর হাতে এমন কোনো তুরুপের তাস নেই, যা থেকে মরশুমে ১৫-২০টা গোল আশা করা যেতে পারে৷

ডর্টমুন্ড সীজন শুরু করে কোলোনকে ১-০ গোলে হারিয়ে৷ কিন্তু তার পরের সপ্তাহান্তেই হামবুর্গ ডর্টমুন্ডকে ৪-১ গোলে তুলোধোনা করে দেয়৷ তৃতীয় সপ্তাহান্তে ডর্টমুন্ড বনাম স্টুটগার্ট খেলার ফলাফল ১-১৷ এবং চতুর্থ সপ্তাহান্তেও ক্লপের দল ফ্রাঙ্কফুর্টের সঙ্গে ঐ ১-১-এর বেশি এগোতে পারেনি৷ ফুটবলের ট্র্যাজেডিই তো তাই: শেষ মেষ যে শুধু গোলের হিসেবই করা হয়!

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ