1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বোর্ড আর ক্রিকেটারদের সম্পর্ক পরিবারের মত’

হারুন উর রশীদ স্বপন
২ নভেম্বর ২০১৯

আকরাম খান৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন৷ তিনি একই সঙ্গে ক্রিকেট পরিচালনা বোর্ডেরও চেয়ারম্যান৷

ছবি: DW/A. Islam

বোর্ডের সাথে ক্রিকেটারদের সম্পর্ক এবং বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তিনি কথা বলেছেন ডয়চে ভেলের সঙ্গে৷

ডয়চে ভেলে: ক্রিকেট বোর্ডের সাথে ক্রিকেটারদের সম্পর্ক কী? বোর্ডের দায়িত্ব কী?
আকরাম খান: এটা আসলে একটি পরিবারের মত৷ পরিবারে যেরকম হয় সেরকমই৷ একটা কোড অব কন্ডাক্ট আছে বোর্ডের৷ কোনটা করা যাবে৷ কোনটা করা যাবেনা৷ এটার মাধ্যমে দুই পক্ষই কাজ করে৷ বোর্ডের আরো অনেক দায়িত্ব আছে৷ এখন আপনারা যেমন সাকিবকে চেনেন৷ ক্রিকেট নিয়ে ভাবেন৷ এখন অনেকেই খেলছেন ন্যাশনাল টিমে৷ তার আগে ধরেন সাত-আট বছর বোর্ড ওদের তৈরি করেছে৷ নার্সিং করেছে৷ বোর্ডের প্রচেষ্টাতো অনেক বেশি থাকে৷ তার এক্সপোজার অত বেশি হয়না৷ 

‘‘মাঝখানে একটা ভুল হয়েছিল’’

This browser does not support the audio element.

বোর্ডের এখন নিয়ম হলো মিডিয়াতে কোনো নেগেটিভ কথা বলা যায়না৷ কর্পোরেটে যা হয়৷ বোর্ড এখন সেরকমই৷

বোর্ড কি তাহলে ক্রিকেটারদের মনিটরিং অর্গানাইজেশন?
হ্যাঁ৷ বোর্ড ক্রিকেটের জন্য সব করে৷

ফ্যামিলির মত হলে তার চুক্তি, খেলা সবই কি বোর্ড নিয়ন্ত্রণ করে?
হ্যাঁ৷ সবকিছুই নিয়ন্ত্রণ করে৷ বিদেশে কে কোথায় খেলছে বোর্ডকে জানানো হয়৷ প্লেয়াররাও জানায়৷ ফ্রাঞ্চাইজি সব কিছুই বোর্ডের জানার বাইরে হয়না৷ ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি সবই বোর্ড ঠিক করে৷

এখন বোর্ডের সাথে ক্রিকেটারদের সম্পর্ক কেমন? আপনি কিভাবে দেখেন?
না, এখন ভালো৷ মাঝখানে একটা ভুল হয়েছিল৷ ভুল বোঝাবুঝি হয়েছিল৷ সেটাতো এখন ভালো হয়ে গেছে৷ ঠিক হয়ে গেছে৷

আপনি ক্রিকেটারদের ধর্মঘটের কথা বলছেন? 
হ্যাঁ৷

ক্রিকেটারদের দাবি ধর্মঘট ছাড়া মিটোনোর সুযোগ ছিল কিনা?
যে দাবী গুলো করা হয়েছে তার কিন্তু ৫০ ভাগ কাজ আমরা তার আগেই করে ফেলেছিলাম৷ ওদের উচিত ছিলো ওরা আমাদের কাছে এসে ব্যাপারটা বলত৷ তারপর আমরা না মানলে তারা যেভাবে দাবী করা হয় সাধারণভাবে সেভাবে করতে পারত৷ সেই দাবিটা বেটার হতো৷

এই ধরণের ঘটনা বোর্ডের সাথে ক্রিকেটারদের সম্পর্ক ও পারফরমেন্সে প্রভাব ফেলে কিনা?
অবশ্যই এতো তো ভুল বোঝাবুঝি হয়৷ প্রভাব ফেলে৷ কিন্তু এবার পরেতো আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট খুব সুন্দরভাবে এটা হ্যান্ডেল করলেন৷ এক মিটিং-এ সব কিছু শেষ হয়ে গেছে৷ এখানে আমার মনে হয়না আর কোনো মনোমালিন্য থাকবে৷

অন্যান্য দেশে বোর্ডের সাথে ক্রিকেটারদের সম্পর্ক কি রকম হয়?
আমাদের দেশের মতই৷ সেইম৷ কোড অব কন্ডাক্টও সেইম৷

সাকিবের ক্ষেত্রেওতো একটা ঘটনা ঘটল৷ এটা বোর্ড কিভাবে কাটাবে?
আপনারা নিউজটাতো পড়েছেন, পড়েন নাই? তাহলে বোর্ড কী করবে? ওখানে আকসু হলো আইসিসির একটা বডি৷ যারা ম্যাচ ফিক্সিং বা এগুলোতে জড়িত থাকে তাদের নিয়ে কাজ করে৷ এখানে আইসিসি ছাড়া বোর্ড কিছু করতে পারবেনা৷

ভবিষ্যতে ক্রিকেটারদের জন্য তাহলে এখন বোর্ডের কি করণীয়?
আমরা যখন বয়স ভিত্তিক ১৪ ও ১৫ টিম গঠন করি তখন থেকেই আমরা এই শিক্ষাটা দেই৷ কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা আইসিসিতে ব্যান্ড, কোনটা ব্যান্ড না, কোন ওষুধ খেতে পারবে, কোনটা পারবেনা- এর সব ক্লাস আমরা করাই৷

সাকিব গ্রামীণ ফোনের সাথে চুক্তি করে কি কোনো নিয়ম ভঙ্গ করেছেন?
এধরণের চুক্তি করতে হলে বোর্ড থেকে এনওসি( নো অবজেকশন সার্টিফিকেট) নিতে হয়৷ সাকিব এনওসি নেন নি৷

প্রিয় পাঠক, আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ