সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভারতীয় বোর্ড বনাম বিরাট কোহলির সংঘাত নিয়ে জলঘোলা চলছেই। সৌরভ জানালেন, বোর্ড এ নিয়ে সিদ্ধান্ত নেবে।
বিজ্ঞাপন
বিরাট কোহলির বিস্ফোরক মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেছেন, ''এ নিয়ে কোনো সাংবাদিক সম্মেলন হচ্ছে না। আমরা পরিস্থিতি যথাযথভাবে সামলাবো। বিষয়টি আমরা ভারতীয় বোর্ডের হাতেই ছেড়ে দিচ্ছি।''
সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, কোহলির মন্তব্যের পর সৌরভ, জয় শাহ এবং বিসিসিআই-এর কর্মকর্তারা জুম কলে বৈঠক করেন। সেখানেই ঠিক হয়, এখন কোনো সাংবাদিক সম্মেলন করা হবে না। বিবৃতিও দেয়া হবে না। বিরাট কোহলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারতীয় দল। তার মধ্যে নতুন করে কোনো বিতর্কের জন্ম দেয়া হবে না। এখনই বোর্ড যদি কোনো বিবৃতি দেয়, তাহলে শুধু যে টিমের মনোবল নষ্ট হবে তাই নয়, বিদেশেও বোর্ড ও ভারতীয় ক্রিকেট টিমের মর্যাদাহানি হবে। সেটা বোর্ডের পক্ষে ভালো হবে না। তাই দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ না হওয়া পর্যন্ত কোহলিকে নিয়ে বোর্ড সম্ভবত কোনো কথা বলবে না।
কোহলিকে পিছনে ফেলে রেকর্ড রোহিত শর্মার
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিরাট কোহলির জায়গায় ভারতের অধিনায়ক এখন রোহিত শর্মা। সবচেয়ে বেশি অর্ধশতরান করার ক্ষেত্রেও কোহলিকে পিছনে ফেলে রেকর্ড করলেন রোহিত।
ছবি: Getty Images/D. Sarkar
রোহিতের রেকর্ড
টি-টোয়েন্টিতে সব চেয়ে বেশিবার ৫০ রান করার রেকর্ড করলেন রোহিত শর্মা। ২৬ বার হাফ-সেঞ্চুরি করেছেন রোহিত। চারবার শতরান করেছেন। সবমিলিয়ে তিনি ৩০ বার অর্ধশত রান পার করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে রোহিত দুইবার হাফ-সেঞ্চুরি করেছেন। ১১৯টি ম্যাচ খেলে রোহিত এই কৃতিত্ব অর্জন করলেন।
ছবি: picture-alliance/AP Photo/A. Rahi
বিরাট কোহলি পিছনে
এতদিন এই রেকর্ড ছিল টি-টোয়েন্টিতে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির দখলে। তিনি ২৯টি অর্ধশত রান করেছেন। কিন্তু এবার নতুন অধিনায়ক রোহিত তাঁকে পিছনে ফেলে দিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলি খেলেননি। বিশ্রামে ছিলেন। কোহলি অবশ্য ৯৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার মোট রান রোহিতের থেকে বেশি।
ছবি: Getty Images/A. Davidson
নিউজিল্যান্ডের বিরুদ্ধে
নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত খুবই ভালো ফর্মে ছিলেন। তিনটি ম্যাচে করেছেন ১৫৯ রান। তার মধ্যে দুইটি হাফ-সেঞ্চুরি আছে। তিনি প্লেয়ার অফ দ্য সিরিজও হয়েছেন।
ছবি: Reuters/A. Boyers
পঞ্চাশটি ছয়
টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবেও পঞ্চাশটি ছয় মেরেছেন রোহিত শর্মা। ৫৩৩ বল খেলে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এটাও রেকর্ড। অধিনায়ক হিসাবে সব চেয়ে তাড়াতাড়ি তিনি ৫০টি ছয় মারলেন।
ছবি: Getty Images/A. Davidson
তিন নম্বরে বাবর আজম
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এই তালিকায় তিন নম্বরে আছেন। তিনি ২৫টি হাফ-সেঞ্চুরি করেছেন। সদ্যসমাপ্ত বিশ্বকাপে বাবর আজম খুবই ভালো ফর্মে ছিলেন। বাবর আজম মাত্র ৬৯টি ম্যাচ খেলে এতগুলি হাফ সেঞ্চুরি করছেন।
ছবি: Francois Nel/Getty Images
চারে অস্ট্রেলিয়ার ওয়ার্নার
অর্ধশত রান করার তালিকায় চার নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তিনি ২২বার পঞ্চাশ বা তার বেশি রান করেছেন টি-টোয়েন্টিতে। বিশ্বকাপে ওয়ার্নারও খুব ভালো ফর্মে ছিলেন। অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে তার যথেষ্ট অবদান আছে।
ছবি: Getty Images/AFP/P. Ellis
আছেন গাপটিলও
নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান মার্টিন গাপটিলও ২২টি অর্ধশত রান করেছেন। তিনি এই তালিকায় ওয়ার্নারের সঙ্গে যুগ্মভাবে চতুর্থ স্থানে আছেন।
ছবি: Reuters/Action Images/A. Boyers
7 ছবি1 | 7
কপিল দেবের বক্তব্য
সাবেক ভারতীয় ক্রিকেটার ও অধিনায়ক কপিল দেব মনে করেন, সৌরভ ও বিরাটের প্রকাশ্যে মন্তব্য করা উচিত হয়নি। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে এই বিতর্কের প্রভাব ক্রিকেটারদের উপর পড়তে পারে। এবিপি নিউজকে কপিল জানিয়েছেন, বোর্ড প্রেসিডেন্ট যেমন সম্মাননীয়, তেমনই অধিনায়কেরও মর্যাদা আছে। সৌরভ ও কোহলির এই ধরনের মন্তব্যে ভারতীয় ক্রিকেটের ক্ষতি হতে পারে।