1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোর্ড পরিস্থিতি সামলাবে: কোহলি প্রসঙ্গে সৌরভ

১৭ ডিসেম্বর ২০২১

সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভারতীয় বোর্ড বনাম বিরাট কোহলির সংঘাত নিয়ে জলঘোলা চলছেই। সৌরভ জানালেন, বোর্ড এ নিয়ে সিদ্ধান্ত নেবে।

কোহলির মন্তব্য নিয়ে বিতর্ক চলছে।ছবি: Aijaz Rahi/AP Photo/picture alliance

বিরাট কোহলির বিস্ফোরক মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেছেন, ''এ নিয়ে কোনো সাংবাদিক সম্মেলন হচ্ছে না। আমরা পরিস্থিতি যথাযথভাবে সামলাবো। বিষয়টি আমরা ভারতীয় বোর্ডের হাতেই ছেড়ে দিচ্ছি।''

সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, কোহলির মন্তব্যের পর সৌরভ, জয় শাহ এবং বিসিসিআই-এর কর্মকর্তারা জুম কলে বৈঠক করেন। সেখানেই ঠিক হয়, এখন কোনো সাংবাদিক সম্মেলন করা হবে না। বিবৃতিও দেয়া হবে না। বিরাট কোহলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারতীয় দল। তার মধ্যে নতুন করে কোনো বিতর্কের জন্ম দেয়া হবে না।  এখনই বোর্ড যদি কোনো বিবৃতি দেয়, তাহলে শুধু যে টিমের মনোবল নষ্ট হবে তাই নয়, বিদেশেও বোর্ড ও ভারতীয় ক্রিকেট টিমের মর্যাদাহানি হবে। সেটা বোর্ডের পক্ষে ভালো হবে না। তাই দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ না হওয়া পর্যন্ত কোহলিকে নিয়ে বোর্ড সম্ভবত কোনো কথা বলবে না।

কপিল দেবের বক্তব্য

সাবেক ভারতীয় ক্রিকেটার ও অধিনায়ক কপিল দেব মনে করেন, সৌরভ ও বিরাটের প্রকাশ্যে মন্তব্য করা উচিত হয়নি। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে এই বিতর্কের প্রভাব ক্রিকেটারদের উপর পড়তে পারে। এবিপি নিউজকে কপিল জানিয়েছেন, বোর্ড প্রেসিডেন্ট যেমন সম্মাননীয়, তেমনই অধিনায়কেরও মর্যাদা আছে। সৌরভ ও কোহলির এই ধরনের মন্তব্যে ভারতীয় ক্রিকেটের ক্ষতি হতে পারে।

জিএইচ/এসজি (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ