1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোল্টন মুখ খুললে ট্রাম্পের গদি টলমল

৭ জানুয়ারি ২০২০

সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সেনেটে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্তে সাক্ষ্য দিতে চান৷ ফলে প্রেসিডেন্টের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে৷

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন
ছবি: Getty Images/A. Wong

ইরানের প্রতি ‘রণংদেহী' মনোভাব দেখিয়েও নিজের গদি সামলাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ দেশের সংকটের সময়ে ঐক্যের আশায় পানি ঢেলে প্রেসিডেন্টের বিরুদ্ধে রোষ কমছে না৷ সংসদের উচ্চ কক্ষ সেনেটেও ইমপিচমেন্ট তদন্তের প্রস্তুতি চলছে৷ তবে সেখানে ক্ষমতাসীন রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন ট্রাম্প৷

এরই মাঝে সোমবার প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন জানিয়েছেন, তলব করলে তিনি সেনেটে সাক্ষ্য দিতে প্রস্তুত৷ ইউক্রেনের উপর প্রেসিডেন্ট অনৈতিক চাপ সৃষ্টি করে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে পারেন বোল্টন৷ কারণ তিনি সে সময়ে হোয়াইট হাউসে ক্ষমতাকেন্দ্রে সক্রিয় ছিলেন৷ বোল্টন গুরুত্বপূর্ণ কোনো তথ্যপ্রমাণ পেশ করলে প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান দলের পক্ষে সেই ধাক্কা অগ্রাহ্য করা কঠিন হয়ে পড়বে৷ উল্লেখ্য, ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি ইউক্রেনের সরকারের উপর যে চাপ সৃষ্টি করেছিলেন, বোল্টন তার চরম বিরোধিতা করেছিলেন বলে নিম্ন কক্ষের তদন্তের সময় একাধিক সাক্ষী দাবি করেছেন৷

ইউক্রেনের ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প ও বোল্টনের তীব্র মতবিরোধ ইমপিচমেন্ট প্রক্রিয়ার গতিপ্রকৃতি বদলে দিতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন৷ নিম্ন কক্ষের তদন্তের সময় বোল্টন অংশ নিতে অস্বীকার করেছিলেন৷ ট্রাম্প প্রশাসন তথ্যপ্রমাণ ও সাক্ষ্য আড়াল করতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন৷ কিন্তু সেই মামলায় সরকারের পরাজয়ের পর বোল্টন সাক্ষী হিসেবে এগিয়ে এসেছেন৷

বিরোধী ডেমোক্র্যাট দল বোল্টনের এই ঘোষণার ফলে নড়েচড়ে বসেছে৷ সেনেটের তদন্ত প্রক্রিয়ায় তাঁরা ট্রাম্প প্রশাসনের তিনজন সক্রিয় কর্মকর্তাকেও তলব করার উদ্যোগ নিচ্ছে৷ সেনেটে ডেমোক্র্যাটিক দলের নেতা চাক শুমার বলেন, রিপাবলিকান দলের সদস্যরা এই চার ব্যক্তিকে তলব করার পথে বাধা সৃষ্টি করলে স্পষ্ট হয়ে যাবে যে তাঁরা গোটা ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করছেন৷

রিপাবলিকান দল আগে থেকেই কিছুটা দায়সারা ভাবে ইমপিচমেন্ট তদন্তের কাজ শেষ করার তোড়জোড় করছে বলে অভিযোগ উঠেছে৷ কোনো সাক্ষী তলব করার বদলে শুধু নিম্ন কক্ষের তদন্তে জমা পড়া তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছতে চায় তারা৷ সেনেটে রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেল এমনই প্রস্তাব দিয়েছেন৷ পরে সাক্ষী তলব করার বিষয়ে সিদ্ধান্ত নিতে চান তিনি৷

সেনেটে রিপাবলিকান দলের মাত্র চার জন সদস্য দলের বিরুদ্ধে গিয়ে সাক্ষী তলব করতে রাজি হলে প্রেসিডেন্ট ট্রাম্প সংকটে পড়তে পারেন৷ সে ক্ষেত্রে ইমপিচমেন্ট প্রক্রিয়ার শেষে ট্রাম্পকে সত্যি ক্ষমতাচ্যুত করা হতে পারে৷

এসবি/কেএম (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ