বোয়িং কিনতে প্রধানমন্ত্রীকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র
৪ জানুয়ারি ২০১১টিকিট বিক্রির দ্বিতীয় দিন
প্রথম দিনের মত লাইন অতটা দীর্ঘ ছিল না, এমনটা বলছে সমকাল৷ কারণ অনেকেই হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন৷ আবার এমন এক দর্শকের কথা বলেছে পত্রিকাটি, যে খাবার ও পানির অভাবে অসুস্থ হয়ে পড়লে তার বাবা গিয়ে তাকে স্যালাইন খাইয়ে এসেছেন৷ এদিকে ডেইলি স্টারের ছবিতে দেখা যাচ্ছে, মাত্র চার মাসের বাচ্চাকে কোলে নিয়ে এক মা লাইনে দাঁড়িয়ে আছেন টিকিটের আশায়৷ আর যুগান্তরের ছবিতে দেখা যাচ্ছে লাইনে আগে দাঁড়ানো নিয়ে দর্শকদের মধ্যে হাতাহাতি হচ্ছে৷ এসব ঘটনা থেকে আসলে একটা বিষয় বোঝা যাচ্ছে যে, একটা টিকিটের জন্য কতটা পাগল বাঙালি৷ তবে শুধু সাধারণ মানুষই নয়, গতকাল মন্ত্রী পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে ২০টি করে টিকিটের আবেদন জানিয়েছেন মন্ত্রী ও সচিবরা৷ সবগুলো পত্রিকায় বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে খবরটি৷ এছাড়া দর্শকদের সুবিধার্থে ব্যাংকের বুথ বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ এই খবরটিও সব পত্রিকায় রয়েছে৷
শৈত্য প্রবাহ
ইত্তেফাক বলছে, চুয়াডাঙ্গা থেকে শুরু করে পাবনা-ঈশ্বরদী-রাজশাহী-সৈয়দপুর এই অঞ্চলগুলোতে মাঝারি শৈত্য প্রবাহ আর মাদারীপুর, সাতক্ষীরা, যশোর, বরিশাল অঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে৷ ঘন কুয়াশায় নৌ-চলাচল ব্যাহত হচ্ছে৷ সাইবেরিয়ার হিমেল হাওয়া হিমালয় ও ভারত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ায় এই শৈত্যপ্রবাহ বলে জানাচ্ছে ইত্তেফাক৷ পত্রিকাটি বলছে, শৈত্য প্রবাহ অন্তত আরও দুদিন থাকতে পারে৷ এদিকে সমকাল বলছে শীতজনিত রোগে গাইবান্ধায় দু'জনের মৃত্যু হয়েছে৷ এছাড়া ঘন কুয়াশা আরও কয়েকদিন থাকতে পারে এবং তারপর আবার শৈত্যপ্রবাহ জেঁকে বসতে পারে বলে জানাচ্ছে পত্রিকাটি৷
উইকিলিক্সে বাংলাদেশ
মার্কিন বোয়িং বিমান কিনতে বিভিন্ন দেশের মার্কিন কূটনীতিকরা সরকারের ওপর চাপ দিয়ে থাকেন, এমন তথ্য প্রকাশ পেয়েছে মার্কিন গোপন নথিতে৷ যেটা প্রকাশ করেছে উইকিলিক্স৷ এধরণের চাপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেয়া হয়েছিল৷ প্রধানমন্ত্রী তখন এর বিনিময়ে নিউ ইয়র্ক বিমানবন্দরে বাংলাদেশ বিমান নামার অনুমতি চেয়েছিলেন৷ কিন্তু শেষ পর্যন্ত বোয়িং কেনার চুক্তি হয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশ বিমান নামার অনুমতি পায়নি৷ ইত্তেফাক আর ডেইলি স্টারে রয়েছে খবরটি৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: ফাহমিদা সুলতানা