‘প্রবারণা পূর্ণিমা’
২৯ অক্টোবর ২০১২আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের ২য় বৃহত্তম ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা'৷ আশংকা ছিল গত ২৯শে সেপ্টেম্বর কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতি আর বিহারে হামলা এবং আগুনের পর হয়তো তারা এই উৎসব পালন করতে পারবেন না৷ কিন্তু তারা আপন শক্তিতে জেগে উঠেছেন৷ প্রাণের আলোয় আলোকিত হয়ে ‘প্রবারণা পূর্ণিমা' উদযাপনের মাধ্যমে অহিংসার বাণী ছড়িয়ে দিচ্ছেন৷
রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাই আয়োজন করা হয় প্রবারণা সংহতি সমাবেশ৷ এই সামাবেশে যোগ দেন বৌদ্ধ সম্প্রদায়সহ সব সম্প্রদায়ের মানুষ৷ওড়ানো হয় ফানুস আর জ্বালানো হয় হাজার প্রদীপ৷ সবার প্রার্থনা এই আলোয় সব আঁধার যেন দূর হয়৷
অনুষ্ঠানে এসে ঢাকার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথেরো ডয়চে ভেলেকে জানান, হিংসা নয়, ভালবাসা দিয়ে জয় করতে হবে৷ প্রত্যাঘাত নয়, শান্তির পথে সবাইকে এগিয়ে আসতে হবে৷
আর কথা সাহিত্যিক আনিসুল হক বললেন, সম্প্রীতি আর মিলনের বাণীকে বড় করে তুলতে হবে৷ আমাদের যা কিছু ইতিবাচক আছে তাই তুলে ধরতে হবে৷
প্রবারণা সংহতি সমাবেশে আরো যোগ দিয়েছেন শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ সুশীল সামাজের প্রতিনিধি, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পীরা৷ শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, রামুতে যারা হামলা চালিয়েছে তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে৷ অনুষ্ঠানের শেষে ছিল মানবাতাবাদী গান৷