1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এখনো হামলার আতঙ্ক

১ অক্টোবর ২০১২

রামুর পর হামলা হয়েছে পটিয়া, উখিয়া, নাইখংছড়ি এবং মহেষখালীতে৷ বৌদ্ধ নেতা এবং আক্রান্ত বৌদ্ধরা ডয়চে ভেলের কাছে দাবি করেন যে, হামলাকারীরা অপরিচিত নন, তাদের অনেকেই মুখই চেনা৷ তবে তারা কেউই এখনো গ্রেপ্তার হয়নি৷

ছবি: Reuters

শনিবার রাতে কক্সবাজরের রামুতে বৌদ্ধমন্দির এবং বসতি পুড়িয়ে দেয়ার পর, রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর৷ কিন্তু তারপরও হামলা থামেনি৷ হামলা হয়েছে পটিয়া, উখিয়া, নাইখংছড়ি এবং মহেষখালীর বৌদ্ধ মন্দিরে৷ তাই বৃহত্তর চট্টগ্রামের বৌদ্ধ বসতিতে এখনো আতঙ্ক কাটেনি, যা ডয়চে ভেলেকে টেলিফোনে জানান রামুর বৌদ্ধ নেতা বঙ্কিম বড়ুয়া৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বৌদ্ধ বসতি আর মন্দিরে হামলার তদন্ত হচ্ছেছবি: AFP/Getty Images

পুলিশ এ পর্যন্ত রামু, উখিয়া, কক্সবাজার, টেকনাফ, পটিয়া এবং নাইখংছড়ি এলাকা থেকে হামলায় জড়িত সন্দেহে ১৬৩ জনকে আটক করেছে৷ চট্টগ্রামের পটিয়ার জাহাজ নির্মাণ কারখানা ওয়েস্টার্ন মেরিনের ২৬ জন শ্রমিককে ওই এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটকের পর ওয়েস্টার্ন মেরিনের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে৷ ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর দাবি করেছেন, হামলার সঙ্গে কিছু রোহিঙ্গা শরণার্থী জড়িত৷

আর বিএনপি'র বারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হামলার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন৷

এদিকে আজ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম হানিফ রামুর ক্ষতিগ্রস্ত বাড়িঘর এবং মন্দির পরিদর্শন করেছেন৷ এর আগে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজিবুল ইসলাম ওই এলাকায় গেলে ক্ষতিগ্রস্তরা তাঁকে ধাওয়া করেন৷ ক্ষতিগ্রস্ত সুনীল বড়ুয়া ডয়চে ভেলেকে জানান, তাঁরা জাহাঙ্গীর কবির নানক এবং মাহবুবুল আলম হানিফের কাছে বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেন৷ এছাড়া মুখচেনা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তাঁরা৷

বঙ্কিম বড়ুয়া জানান, সরকারের লোকজন নানা প্রতিশ্রুতি দিলেও এখনো দুর্গতরা তেমন কোনো সহায়তা পাননি৷

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যুক্তরাষ্ট্র থেকে ঢাকা রওয়ানা হওয়ার আগে বলেছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বৌদ্ধ বসতি আর মন্দিরে হামলার তদন্ত হচ্ছে৷ হামলাকারী কেউই রেহাই পাবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ