1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যবসায়ী চক্রের খপ্পরে কক্সবাজার সৈকত

৫ জানুয়ারি ২০১১

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার সৈকত৷ কিন্তু ব্যবসায়ী চক্রের খপ্পরে পড়ে এবং সরকারের উদাসীনতার কারণে এখন হুমকির মুখে পড়েছে প্রকৃতির দেয়া এই সম্পদ৷

Bangladeshi, men, sea, shore, Cox's Bazar, Bangladesh, Bay of Bengal, Chittagong, ব্যবসায়ী, চক্র, খপ্পর, কক্সবাজার, সৈকত, বাংলাদেশ
কক্সবাজার সৈকতছবি: picture alliance/dpa

ইংরেজি দৈনিক ডেইলি স্টার এই সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদনে কক্সবাজার সৈকতের দুরবস্থার কথা তুলে ধরেছে৷ পাশাপাশি সরকারের চরম দায়িত্বহীনতার চিত্রও ফুটে উঠেছে এই প্রতিবেদনের মধ্যে৷ জানা গেছে, দীর্ঘতম এই সৈকত দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক সারা দেশ থেকে এমনকি বিদেশ থেকেও সেখানে ছুটে যায়৷ প্রতি বছর এই পর্যটকদের সংখ্যা বেড়ে চলেছে দ্রুত গতিতে৷ এর সুযোগে অসাধু ব্যবসায়ীরা চুটিয়ে ব্যবসা করছে সৈকতের ওপরেই হোটেল ও রেস্তোরাঁ খুলে৷

প্রাকৃতিক সৌন্দর্যের যে নয়নাভিরাম দৃশ্য একসময় দেখা যেত কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে তা এখন অনেকটাই ক্ষুন্ন হয়ে গেছে৷ কক্সবাজার মানেই ছিল একদিকে বিশাল নীল জলরাশি, অন্যদিকে সবুজ পাহাড়৷ আর এখন সৈকতে দাঁড়িয়ে আশেপাশে তাকালে চোখে পড়ে কেবল ইট সুরকির কাঠামো - ‘‘ইটের পরে ইট, মধ্যে মানুষ কীট''৷ আবার পানির অনেক কাছে বাঁশ ও কাঠ দিয়ে অনেক রেস্তোরাঁ তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য৷ অথচ এর ফলে একদিকে সৈকতের গঠন যেমন এদিক-সেদিক হচ্ছে তেমনি প্রাকৃতিক ভারসাম্যটিও নষ্ট হচ্ছে৷

ফাইল ছবিছবি: Jafar Alam/Coxs Bazar

জানা গেছে, এসব অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে সরকারি ভবনও৷ এছাড়া সামরিক বাহিনীর মালিকানাধীন অনেক ভবনও নির্মাণ করা হয়েছে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করেই৷ কক্সবাজার'এর জেলা প্রশাসক গিয়াসউদ্দিন আহমেদ জানান, বর্তমান দুরবস্থা সম্পর্কে তাঁরা অবহিত৷ অনেককেই তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে৷ তবে অবৈধ স্থাপনা যদি ভাংতে হয়, তাহলে তার মধ্যে সরকারি ও সামরিক বাহিনীর অনেক ভবনও পড়ে যাবে বলে প্রকাশ৷ এই কারণে খোদ জেলা প্রশাসনই সিদ্ধান্তহীনতায় ভুগছে৷

অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের অন্যতম পরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী জানিয়েছেন, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার দায়িত্ব জেলা প্রশাসনের৷ তাদেরকেই এই কাজ করতে হবে৷ দুই পক্ষের এই ঠেলাঠেলিতে কোন কাজই হচ্ছে না৷ মাঝখান দিয়ে কক্সবাজার সৈকতের মত প্রাকৃতিক সম্পদ বিনষ্ট হচ্ছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ