1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ব্যবসা আর দেশ চালানো এক নয়'

৬ আগস্ট ২০১৮

চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র পিপলস ডেইলি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর তীব্র সমালোচনা করেছে৷ কমিউনিস্ট পার্টির এই মুখপত্রের মতে, তাঁর আচরণের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় বিশ্বাসযোগ্যতা বিপন্ন হচ্ছে৷

ছবি: picture alliance/AP Images/M. Rourke

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘অ্যামেরিকা ফার্স্ট' নীতির আওতায় বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে তাঁর দেশের প্রতি যাবতীয় ‘অন্যায়' দূর করতে চান৷ তাঁর দাবি, এতকাল গোটা বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অন্যায় সুবিধা ভোগ করে এসেছে৷ এর ফলে মার্কিন শ্রমিক ও কোম্পানিগুলির ক্ষতি হয়েছে৷ তিনি সেই ‘বৈষম্য' দূর করতে একের পর এক শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছেন৷ একাধিক পণ্যের আমদানির উপর শুল্ক চাপিয়ে তিনি ইউরোপ, চীনসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সহযোগীদের উপর চাপ সৃষ্টি করতে চান৷ তারপর দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে অ্যামেরিকার জন্য সুবিধাজনক শর্তে বাণিজ্যিক সম্পর্ক ঢেলে সাজাতে চান৷

সবকিছু অবশ্য ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী চলছে না৷ বিশেষ করে চীন তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে৷ অ্যামেরিকার বিরুদ্ধে পালটা শাস্তিমূলক পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক মুক্ত বাণিজ্য কাঠামোর সুরক্ষায় সে দেশ নেতৃত্ব দিতে এগিয়ে এসেছে৷ শুধু জুলাই মাসেই অ্যামেরিকা ও চীন পরস্পরের উপর প্রায় ৩,৪০০ কোটি ডলার মূল্যের শাস্তিমূলক শুল্ক চাপিয়েছে৷ অদূর ভবিষ্যতে ওয়াশিংটন চীন থেকে আমদানির উপর নতুন করে আরও ১,৬০০ কোটি ডলারের শুল্ক চাপানোর ইঙ্গিত দিয়েছে৷ এমন বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে সামগ্রিকভাবে বিশ্ব বাণিজ্যের উপর কুপ্রভাবের আশঙ্কাও বেড়ে চলেছে৷

এতকাল ট্রাম্প প্রশাসনের সমালোচনা করলেও সরাসরি ব্যক্তি হিসেবে মার্কিন প্রেসিডেন্টকে আক্রমণ করেনি চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম৷ এবার পিপলস ডেইলি সংবাদপত্রের বৈদেশিক সংস্করণের এক সংবাদভাষ্যে সেই অভূতপূর্ব কাণ্ড দেখা গেল৷ তাদের মতে, ‘স্ট্রিট ফাইটার' বা রাস্তার যোদ্ধার মতো ট্রাম্প ছলনার নাটক করে ভয়ভীতি দেখিয়ে কিছু সুবিধা আদায় করতে চাইছেন৷ কিন্তু বাকিরাও সেই নাটকের অংশ হবে, এমন সাধ মোটেই পূর্ণ হবে না বলে সতর্ক করে দিয়েছে কমিউনিস্ট পার্টির সংবাদপত্র৷ প্রেসিডেন্টকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে লেখা হয়েছে, যে ‘ব্যবসা আর দেশ চালানো এক নয়'৷ তাঁর এমন আচরণের কারণে রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় বিশ্বাসযোগ্যতা বিপন্ন হচ্ছে বলেও সাবধান করে দেওয়া হয়েছে৷

ট্রাম্প নিজে অবশ্য এমন সমালোচনা সত্ত্বেও অবিচল রয়েছেন৷ বরং তাঁর কৌশলে প্রত্যাশার তুলনায় বেশি ফল পাওয়া যাচ্ছে বলে দাবি করছেন তিনি৷ আত্মবিশ্বাসে ভরপূর ট্রাম্প শনিবার এক টুইট বার্তায় চীনের পুঁজিবাজারে দরপতনের উল্লেখ করে এমন মন্তব্য করেন৷ তাঁর মতে, নতুন করে আলোচনার মাধ্যমে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলে অ্যামেরিকার পুঁজিবাজার নাটকীভাবে চাঙ্গা হয়ে উঠবে৷

এসবি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ