পুরনো কাঠকে নতুন জীবন দান - মিহাই চকুর এবং তার প্রতিষ্ঠান সিরিয়াস উডের এটাই লক্ষ্য৷ পুরনো ওক বীম দিয়ে আসবাবপত্র তৈরি করেন তিনি৷ সেগুলো আবার সংগ্রহ করা হয় রোমানিয়ার বিভিন্ন গ্রাম থেকে৷ পুরনো গুদাম এবং ঘরবাড়ি প্রায়ই ভেঙ্গে ফেলা হয়৷ চকুর সেসব গুরুত্বপূর্ণ কাঠ সংগ্রহ করেন যা হয়ত ফেলে দেয়া হতো বা জ্বালানি হিসেবে পোড়ানো হতো৷